পিএম-কিষানের (PM-Kisan) ই-কেওয়াইসি করতে হবে?
Learn more
আগামী পয়লা এপ্রিলের পর যে কোনও দিন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (PM Kisan) একাদশ কিস্তির ২,০০০ টাকা টাকা পড়তে পারে।
KYC কেন করতে হবে?
Learn more
ই-কেওয়াইসি সম্পূর্ণ না হলেও সেই কিস্তির টাকা আটকে যেতে পারে । আপনি কিভাবে কে ওয়াই সি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখানে হলো।
Learn more
No. 1
কিষান সম্মান নিধির (পিএম কিষান) অফিসিয়াস ওয়েবসাইট www.pmkisan.gov.in-তে যান।
Learn more
No. 2
২) স্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে 'eKYC'-তে ক্লিক করুন।
একটা নতুন পেজ খুলে যাবে।
Learn more
No. 3
সেখানে নিজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। তারপর ‘Search’-এর ক্লিক করুন।একটা নতুন পেজ খুলে যাবে।
Learn more
No. 3
সেখানে নিজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। তারপর ‘Search’-এর ক্লিক করুন।একটা নতুন পেজ খুলে যাবে।
Learn more
No. 4
আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে, তা লিখে ফেলুন।
Learn more
No. 5
সেই নম্বরে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন।
Learn more
No. 6
‘Submit’-এ ক্লিক করুন। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
Learn more