WBP Abgari Main Exam 2020 Syllabus and Preparation in Bengali
হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই পোষ্টে শেয়ার করতে যাচ্ছি WBP Excise Abgari Main Exam 2020 সম্পূর্ণ সিলেবাস এবং সেই সঙ্গে কি কি বিষয়ে পড়তে হবে তার বিশদ বিবরণ । আশাকরি, এটি WBP Abgari Main পরীক্ষা প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে।
যাইহোক, আবগারী পুলিশের মেইন পরীক্ষাটি হচ্ছে মোট ৯০ নম্বরের। এর মধ্যে জেনারেল নলেজ থাকবে ৩০ নম্বর। ইংরাজী-৩০, অঙ্ক- ২০ এবং রীজনিং-১০
এবার আলোচনা করা যাক প্রত্যেকটি বিষয়ের টপিকগুলির উপর যা কভার করলে মোটামুটি একটু কমন পাওয়া যায়।
জেনারেল নলেজ – 30:
» স্ট্যাটিক জেনারেল নলেজ
»কারেন্ট আযাফেয়ার্স
»ভারতীয় সংবিধান
»ইতিহাস
»ভূগোল
» বিজ্ঞান
»কম্পিউটার এবং টেকনোলজি
স্ট্যাটিক জেনারেল নলেজ এর মধ্যে পড়তে হবেঃ
দিবস ও তারিখ
বইয়ের রচয়িতা
গুরুত্বপূর্ণ ব্যক্তি , বিভিন্ন সদর দপ্তর
চরিত্র এবং স্রষ্টাদের নাম
পুরস্কার এবং ক্ষেত্র
কারেন্ট আাফেয়ার্স এর মধ্যে পড়তে হবেঃ
এ বর্তমানে কে কোন পদে রয়েছে
এই বছর বিভিন্ন রকম পুরস্কার কে পেয়েছে
বিভিন্ন CEO এর নাম
সম্প্রতি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা
ভারতীয় সংবিধান পড়তে হবে
কোন আইন কবে পাস হয়
সংবিধান সংশোধন
বিভিন্ন সাংবিধানিক বয়স
ইতিহাস থেকে পড়তে হবে
সভ্যতা
বিভিন্ন বংশ এবং তাদের প্রতিষ্ঠাতা
বিভিন্ন বংশের শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট
মুঘল সাম্রাজ্য
জাতীয় কংগ্রেস |
ভূগোল থেকে পড়তে হবে
বিভিন্ন তারিখ – মহাবিষুব ও জলবিষুব
কর্কট সংক্রান্তি দিবস, মকর সংক্রান্তি দিবস
ভারতের ভূপ্রকৃতি এবং ভারতের নদনদী
পশ্চিমবঙ্গের নদলদী
পশ্চিমবঙ্গের চাষাবাদ
বিজ্ঞান থেকে পড়তে হবে
ভৌত বিজ্ঞানের একক এবং মাত্রা
রসায়নের ভারী ধাতু, হালকা ধাতু, আইসোবার, আইসোটপ, আইসোটন
জীবন বিজ্ঞান-এর বিভিন্ন ভিটামিন সম্পর্কে
কম্পিউটার এবং টেকনলোজি থেকে পড়তে হবেঃ
কম্পিউটার প্রজন্ম
বিভিন্ন অপারেটিং সিস্টেম
ইনপুট, আউটপুট ডিভাইস,
English থেকে পড়তে হবেঃ
Voice Change
Naration Change
Degree Change
Error Correction
Correct Spelling
Synonyms & Antonyms
One Word Substitution
Prefix Suffix
Proverb
Phrasal Verb
আবগারী পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটঃ http://wbpolice.gov.in/
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনঃ https://t.me/studysolve
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুনঃ https://www.facebook.com/groups/417567958618912/