How is your preparation going on? WBCHSE Class 12th Examination is coming soon. Now, it is time to prepare your lesson. Here we have arranged an Online Free Mock Test for Class 12th History MCQ Questions. Let’s start your practice.
1, সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
ক, 1815 খ্রিস্টাব্দ
খ, 1816 খ্রিস্টাব্দে
গ,1817 খ্রিস্টাব্দে
ঘ, 1819 খ্রিস্টাব্দে
2,, “realpolitik ” নীতি গ্রহণ করেন_
ক, বিসমার্ক
খ , কাইজার দ্বিতীয় উইলিয়াম
গ, মুসোলিনি
ঘ, মেটারনিক
3 , সর্বপ্রথম ব্রাজিল পদার্পণ করেন _
ক, কলম্বাস
খ, পেড্রো কেব্রাল
গ, জন কার্টিয়ার
ঘ, ম্যাগেলান
4, কানাগাওয়ার সন্ধি স্বাক্ষরিত হয়_
ক, 1850 খ্রিস্টাব্দ
খ,1851 খ্রিস্টাব্দ
গ,1852 খ্রিস্টাব্দ
ঘ, 1854 খ্রিস্টাব্দ
5, ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল_
ক,1816 খ্রিস্টাব্দে
খ,1826 খ্রিস্টাব্দে
গ,1830 খ্রিস্টাব্দে
ঘ, 1817 খ্রিস্টাব্দে
6, “কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের বোঝা” এই ধারণাটি প্রচার করেছিলেন _
ক, জেমস মিল
খ, রুডইয়ার্ড কিপলিং
গ, জে এ হবসন
ঘ, জুল ফেরি
7, “সাম্রাজ্যবাদ :একটি সমীক্ষা” গ্রন্থটির রচয়িতা হলেন _
ক,হবসন
খ,লেলিন
গ,বিউরি
ঘ,কাল মার্কস
8, আমেরিকা স্বাধীনতা লাভ করে 1783 খ্রিস্টাব্দের _
ক, 3 সেপ্টেম্বর
খ, 3 আগস্ট
গ,3 জুলাই
ঘ, 4 জুলাই
9, “দারুচিনির দ্বীপ” বলা হয় _
ক, মালয়েশিয়াকে
খ, আন্দামান-নিকোবরকে
গ, শ্রীলঙ্কাকে
ঘ,ইন্দোনেশিয়াকে
10, চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করেন _
ক, চার্চিল
খ,স্যার জন হে
গ,ম্যাথু পেরি
ঘ, জর্জ ওয়াশিংটন
11, সামুদ্রিক অভিযান শুরু হয়েছিল যে শতকে _
ক, চতুর্দশ শতকে
খ,পঞ্চদশ শতকে
গ, সপ্তদশ শতকে
ঘ,ষোড়শ শতকে
12, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল _
ক, ফরাসিরা
খ, ইংরেজরা
গ,পোর্তুগিজরা
ঘ, ওলন্দাজরা
13, বাংলায় ফরাসিদের ঘাঁটি হল_
ক,কলকাতা
খ,শ্রীরামপুর
গ,হাওড়া
ঘ,চন্দননগর
14, হার্মাদ নামে পরিচিত ছিল_
ক, সুলতানরা
খ,মুঘলরা
গ,ইংরেজরা বণিকরা
ঘ,পোর্তুগিজ জলদস্যুরা
15, imperium শব্দটি হল একটি _
ক, ফরাসি শব্দ
খ, গ্রিক শব্দ
গ ,ল্যাটিন শব্দ
ঘ,ইংরেজি শব্দ
Find More Study Materials for Class 12th- Click here