1, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসরয় ছিলেন_
ক,বড়োলাট লিনলিথগো
খ, ওয়াভেল
গ,চেমসফোর্ড
ঘ, লর্ড মাউন্টব্যাটেন ।
2, ক্রিপস প্রস্তাব কে সমর্থন জানিয়েছেন কোন রাজনৈতিক দল _
ক, মুসলিম লীগ
খ,জাতীয় কংগ্রেস
গ, র্্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি
ঘ, ফরওয়ার্ড ব্লক দল ।
3, হরিজন পত্রিকা প্রকাশ করেন_
ক, নেতাজি
খ,বি আর আম্বেদকর
গ,জওহরলাল নেহেরু
ঘ, গান্ধীজী ।
4, ভারতছাড়ো আন্দোলনের অন্যতম শহীদ হলেন_
ক, প্রীতিলতা ওয়াদ্দেদার
খ,সূর্যসেন
গ,মাতঙ্গিনী হাজরা
ঘ,লোকনাথ বল ।
5, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন _
ক,মাতঙ্গিনী হাজরা
খ,সতীশচন্দ্র সামন্ত
গ,অজয় মুখোপাধ্যায়
ঘ, সরোজিনী নাইডু ।
6, ফরওয়ার্ড ব্লক এর প্রথম সভাপতি ছিলেন _
ক, নেতাজি সুভাষচন্দ্র বসু
খ, জয়প্রকাশ নারায়ণ
গ,সতীশচন্দ্র সামন্ত
ঘ,মানবেন্দ্র নাথ রায় ।
7, ‘আজাদ হিন্দ সরকার’ প্রতিষ্ঠিত হয়েছিল_
ক, টোকিও
খ,রেঙ্গুন
গ,ব্যাংকক
ঘ,সিঙ্গাপুর ।
8, কোন স্থানে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়_
ক, কলকাতা
খ,মাদ্রাজ
গ,বোম্বাই
ঘ,লখনৌ ।
9, সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা_
ক, গান্ধীজী
খ, নেহেরু
গ, বল্লভ ভাই প্যাটেল
ঘ, মৌলানা আবুল কালাম আজাদ ।
10, সি আর ফর্মূলা প্রকাশিত হয়_
ক, 1944 খ্রিস্টাব্দে
খ,1945 খ্রিস্টাব্দে
গ,1946 খ্রিস্টাব্দে
ঘ, 1943 খ্রিস্টাব্দে ।
11, প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়_
ক, ফরওয়ার্ড ব্লক
খ, স্বরাজ্য দল
গ, জাতীয় কংগ্রেস
ঘ, মুসলিম লীগ ।
12, ‘India wins freedom’ এর রচয়িতা হলেন-
ক, গান্ধীজী
খ, আম্বেদকর
গ, নেতাজি সুভাষচন্দ্র বসু
ঘ, মৌলানা আবুল কালাম আজাদ ।
13, ‘ভারতীয় স্বাধীনতা আইন’ পাশ হয় 1946 খ্রিস্টাব্দের_
ক, 3 জুলাই
খ,4 জুলাই
গ, 5জুলাই
ঘ,6 জুলাই ।
14, হিরোশিমায় আণবিক বোমা ফেলে
ক, মার্কিন যুক্তরাষ্ট্র
খ, গ্রেট ব্রিটেন
গ, ভারত
ঘ, রাশিয়া ।
15,স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন_
ক, জওহরলাল নেহেরু
খ, বল্লভ ভাই প্যাটেল
গ, লর্ড মাউন্টব্যাটেন
ঘ, চক্রবর্তী রাজা গোপালাচারী ।
এছাড়া দেখুন:
উচ্চ মাধ্যমিক ইতিহাস (পঞ্চম অধ্যায়) mcq প্রশ্ন ও উত্তর
উচ্চ মাধ্যমিক ইতিহাস(চতুর্থ অধ্যায়) mcq প্রশ্ন-উত্তর
উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর(প্রথম অধ্যায় _অতীত স্মরণ)
উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন উত্তর mcq
উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর(দ্বিতীয় অধ্যায়)