WBBSE Class 10 History MCQ Adaptation Package Answer:
MCQ Adaptation Package
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
দশম শ্রেণী
ইতিহাস
১. সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে −
উত্তর : ঘ) উপরের সবকটি ঠিক
২. উমেশচন্দ্র দত্ত সম্পাদিত ‘বামাবোধিনী’ একটি সাময়িক পত্র । কারণ এটি −
উত্তর : খ) মাসিক পত্রিকা
৩. নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচের দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয় −
উত্তর : খ) গ্রামবার্তা প্রকাশিকা ।
৪. ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল −
উত্তর : ঘ) প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা ।
৫. ১৮৫৭- র বিদ্রোহকে ‘সিপাহী বিদ্রোহ’ বলা হলে নিচে দেওয়া বিকল্প গুলির মধ্যে কোনটি কে তুমি যুক্তি হিসেবে বেছে নেবে?
উত্তর : ক) ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল
৬. ছাপাখানা বিকাশ এর সাথে নিচে দেওয়া বিকল্প গুলির মধ্যে কোনটি অথবা কোনগুলি সম্পর্কিত?
উত্তর : ক) i, ii, iii সঠিক
৭. বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল −
উত্তর : খ) খাজনা হ্রাসের দাবিতে
৮. বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল ?
উত্তর : ঘ) উপরের সব কটি ঠিক।
৯. উনিশ শতককে ‘সভা সমিতির’ যুগ বলে অভিহিত করা হয়। কারণ এ সময়ে −
উত্তর : ক) বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে
১০. গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন −
উত্তর : ক) i, ii ঠিক
১১. দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় ছিল −
উত্তর : গ) হায়দ্রাবাদ
১২. রাজ্য পুনর্গঠন কমিশন ১৯৫৩ খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল −
উত্তর : খ) অঙ্গরাজ্য গুলির সীমানা নির্ধারণের জন্য।
১৩. ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করলে ‘মিরাট ষড়যন্ত্র’ মামলা শুরু হয়। উদ্দেশ্য ছিল −
উত্তর : ক) i,ii ঠিক
১৪. সাঁওতালরা কেন উপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিল ?
উত্তর : গ) i,ii,iii ঠিক
১৫. শচীন্দ্র প্রসাদ বসু ‘অ্যান্টি-সার্কুলার সোসাইটি’ গড়ে তোলেন −
উত্তর : ক) বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্য
১৬. জুনাগড় রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হয় −
উত্তর : খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
১৭. ইলবার্ট বিল বিতর্ক মুখ্য ভূমিকা নিয়েছিল −
উত্তর : গ) ভারত সভা
১৮. ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত ‘তিন আইন’ এর অন্তর্ভুক্ত ছিল না −
উত্তর : ঘ) সতীদাহ
এছাড়া দেখে নাওঃ
MCQ Adaptation Package Class 10 Bengali Ans. 2021
MCQ Adaptation Package Ans. Class 10 Life Science WB Board
WBBSE Class 10 MCQ Adaptation Package Geography 2021 Solution
WBBSE Class 10 MCQ Adaptation Package English Full Solution
অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক | এখানে ক্লিক করুন |
এই ব্লগের হোমপেজে যাওয়ার জন্য | এখানে ক্লিক করুন |
আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত হওয়ার জন্য |
এখানে ক্লিক করুন |