WB Class X Final Test History Model Questions Paper 2023 |ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মাধ্যমিক পরীক্ষা -2023

--Advertisement--

WB Class X Final Test History Model Questions Paper 2023 | X 3rd  unit test History  model questions paper 2022 in the Bengali Language. West Bengal Board of Secondary Education Class X Model Question Paper in the Bengali Language.

CLASS X
MODEL FINAL  EXAM
FULL MARKS 90
BOARD WEST BENGAL
LANGUAGE BENGALI

 

. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ।       ১ × =

১. ইতিহাস হল-

(ক) অতীতের গল্প      (খ) মানবসভ্যতার বিবর্তনের কাহিনি।      (গ) কল্পকাহিনী            (ঘ) সাম্রাজ্যের ঘটনা

২. খেলা একটি-

(ক)সামাজিক জাগরণ     (খ)  অর্থনৈতিক জাগরণ           (গ) সাংস্কৃতিক জাগরণ  (ঘ) ধর্মীয় জাগরণ

৩. শ্বেতাঙ্গ দলকে পরাজিত করে মোহনবাগান প্রথমবার আইএফএ শিল্ড জয় করে-

(ক) ১৯১১ খ্রিস্টাব্দে       (খ) ১৯২২ খ্রিস্টাব্দে        (গ) ১৯৪৪ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে

৪. “হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন-

(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়     (খ) হরিশচন্দ্র চট্টোপাধ্যায়       (গ) হরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়    (ঘ) হরিশচন্দ্র গঙ্গোপাধ্যায়

৫. ‘মহাভারত’ বাংলায় অনুবাদ করেন-

(ক) বিদ্যাসাগর         (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী      (গ) কালিদাস রায়     (ঘ) কালীপ্রসন্ন সিংহ

৬. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ প্রতিষ্ঠিত হয়-

(ক) ১৮০০ খ্রিস্টাব্দে    (খ) ১৮০১ খ্রিস্টাব্দে     (গ) ১৮০২ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮০৩ খ্রিস্টাব্দে

৭. ‘ওয়াহাবি’ শব্দের অর্থ-

(ক) নবজাগরণ   (খ) আন্দোলন      (গ) বিদ্রোহ         (ঘ) উত্থান

৮. ‘খুৎকাঠি প্রথা’-অর্থ হল-

(ক) জমিতে সমবায়ের মালিকানা       (খ) জমিতে যৌথ মালিকানা        (গ) বেগার শ্রমদান করা                 (ঘ) বিদ্রোহ করা

৯. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন।

(ক) মাইকেল মধুসূদন দত্ত     (খ) দীনবন্ধু মিত্র    (গ) জেমস লং            (ঘ) জেমস মিল

১০. ‘সারেন্ডার নট’ নামে পরিচিত ছিলেন-

(ক) সুরেন্দ্রনাথ ব্যানারজি    (খ) দাদাভাই নওরজি     (গ) বল্লভভাই প্যাটেল          (ঘ) গান্ধিজি

১১. ‘বর্তমান ভারত’ কার লেখা?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের     (খ) বিবেকানন্দের        (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের         (ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্তের

১২. ‘গোরা’ উপন্যাসটির রচয়িতা কে?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়           (খ) বিবেকানন্দ        (গ) রবীন্দ্রনাথ ঠাকুর             (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৩. রাখিবন্ধন উৎসব প্রথম পালিত হয়-

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে      (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে        (গ) ১৯০৭ খ্রিস্টাব্দে         (ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে

১৪. ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন।

(ক) জগদীশচন্দ্র বসু      (খ) সত্যেন্দ্রনাথ বসু       (গ) প্রফুচন্দ্র রায়।           (ঘ) এঁদের কেউ নন

১৫. ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ পাস হয়।

(ক) ১৮৮১ খ্রিস্টাব্দে    (খ) ১৮৮০ খ্রিস্টাব্দে       (গ) ১৮৮১ খ্রিস্টাব্দে      (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

১৬. নৌবিদ্রোহ ঘটেছিল-

(ক) ১৯৪২ খ্রিস্টাব্দে     (খ) ১৯৪৩ খ্রিস্টাব্দে     (গ) ১৯৪৫ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

১৭. জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত?

(ক) গুজরাটে    (খ) মহারাষ্ট্রে         (গ) পাঞ্জাবে        (ঘ) হরিয়ানায়

১৮. ‘লাঙল যার জমি তার’ স্লোগানটি কোন আন্দোলনের  সঙ্গে যুক্ত?

(ক) ভারত ছাড়ো আন্দোলন    (খ) তেভাগা আন্দোলন     (গ) তেলেঙ্গানা আন্দোলন       (ঘ) অসহযোগ আন্দোলন

 ১৯. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন।

(ক) গণেশ ঘোষ      (খ) অনন্ত সিংহ       (গ) লোকনাথ বল   (ঘ) সূর্য সেন

২০. ওপার বাংলার ছাত্র আন্দোলন সার্কুলার জারি করেন-

(ক) কারলাইল    (খ) নিয়ন্স      (গ) হান্টার            (ঘ) কার্জন

২১. নমঃশূদ্র আন্দোলন শুরু করেন-

(ক) হরিচাঁদ ঠাকুর      (খ) যোগেন মণ্ডল       (গ) গুরুচাঁদ ঠাকুর      (ঘ) প্রমথরঞ্জন ঠাকুর

২২. স্বাধীনতা লাভের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত  হয়েছিলেন-

(ক) সর্দার বল্লভভাই প্যাটেল    (খ) ড. আম্বেদকর     (গ) জওহরলাল নেহৰু               (ঘ) ভি.পি. মেনন

২৩. মহারাজা হরি সিং কোন্ জায়গার রাজা ছিলেন?

(ক) ভোপাল                (খ) আসাম        (গ) কাশ্মীর                  (ঘ) মণিপুর

২৪. ভারতের প্রধান রাষ্ট্রভাষা হল-

(ক) হিন্দি       (খ) বাংলা       (গ) ইংরেজি      (ঘ) মারাঠি

 

. অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : × =

(ক) শূন্যস্থান পূরণ করোঃ

১. ফোর্ট উইলিয়াম কলেজ’ প্রতিষ্ঠা করেন……………….।

২. “হিন্দু কলেজ’………………. প্রতিষ্ঠিত হয়।

৩. ‘দাদন’ কথার অর্থ, ………………অর্থ প্রদান।

--Advertisement--

৪. ‘নীলদর্পণ’ নাটকের লেখক…………………..।

 

(খ) সত্য না মিথ্যা নির্ণয় করো ঃ       ১ × ৪ =

১. ভবানি পাঠক ছিলেন সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নেতা।

২. ‘কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সৌকত আলি।

৩. ভারতমাতার চিত্র জাতীয়তাবাদ বিকাশে সহায়তা করেছিল।

৪. দেশভাগের ফলে সারা দেশ আনন্দে মেতে উঠেছিল।

 

(গ) ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাওঃ  ১ × ৪ =

অ’ আ’
 (১) প্রাচ্যবাদী

(২) পাশ্চাত্যবাদী

(৩) শেরবোর্ন

(৪) ধর্মতলা অ্যাকাডেমি

(ক) হেনরি ড্রামন্ড

(খ) জোড়াসাঁকোয় ইংরেজি স্কুলের প্রতিষ্ঠাতা

(গ) আলেকজান্ডার ডাফ

(ঘ) মেকলে

 

অ’ আ’
 (১) বিরসা মুন্ডা

(২) তিতুমির

(৩) ভবানী পাঠক

(৪) সিধু ও কানহু

(ক) ওয়াহাবি আন্দোলন

(খ) সাঁওতাল বিদ্রোহ

(গ) মুন্ডা বিদ্রোহ

(ঘ) সন্ন্যাসী বিদ্রোহ

 

অ’ আ’
(১) ভারতের প্রথম রাষ্ট্রপতি

(২) পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি

(৩) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

(৪) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব

(ক) ভি.পি. মেনন

(খ) সর্দার বল্লভভাই প্যাটেল

(গ) ড. রাজেন্দ্রপ্রসাদ

(ঘ) জিন্না

 

অ’ আ’
(১) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(২) অসহযোগ আন্দোলন

(৩) আইন অমান্য আন্দোলন

(৪) ভারত ছাড়ো আন্দোলন

(ক) সরোজিনী নাইডু

(খ) সরলা দেবী চৌধুরানী

(গ) মাতঙ্গিনি হাজরা

(খ) বাসন্তী দেবী

 

(ঘ) নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :  ১ × ৪ =

১. বিবৃতিঃ ঊনবিংশ শতাব্দীতে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায়।

ব্যাখ্যা-১ঃ লোকে ছাপা বই পড়তে ভালোবাসত।

ব্যাখ্যা-২ঃ ওই সময় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপিত হয়।

ব্যাখ্যা-৩ঃ ছাপা বই দেখতে সুন্দর হত।

 

২. বিবৃতিঃ ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়।

ব্যাখ্যা-১: স্বদেশি আন্দোলনে কৃষকদের যুক্ত করা।

ব্যাখ্যা-২ঃ আইন অমান্য আন্দোলনে আইনভঙ্গ করা।

ব্যাখ্যা-৩ঃ পূর্ববঙ্গে শ্রমিক আন্দোলনকে বৃদ্ধি করা।

 

৩. বিবৃতিঃ গান্ধিজির আইন অমান্য আন্দোলন লবণকে কেন্দ্র করে গড়ে ওঠে।

ব্যাখ্যা-১ঃ লবণের ওপর সরকারি কর অতিরিক্ত ছিল।

ব্যাখ্যা-২ঃ বিদেশি লবণের গুণমান ভালো ছিল না।

ব্যাখ্যা-৩ঃ লবণ ছিল সাধারণ মানুষের ব্যবহার্য অত্যাবশ্যকীয় পণ্য।

 

৪. বিবৃতিঃ ১৯৪৯ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়।

ব্যাখ্যা-১ঃ জুনাগড়ে ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করে রাজ্যটি দখল করে।

ব্যাখ্যা-২ঃ জুনাগড়ের নবাব ভারতে যোগদানের পক্ষে ছিলেন।

ব্যাখ্যা-৩ঃ গণভোটের মাধ্যমে রাজ্যটির জনগণ ভারতে যোগদানের পক্ষে রায় দেয়।

 

. সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও× = ১৮

১. ‘শিল্প’ কথাটির অর্থ কী?

২. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের মূল বিষয়বস্তু কী ছিল?

৩. ভয়েলকার রেজোলিউশন’ কী?

৪. সংরক্ষিত বনাঞ্চল (Reserve Forest) কী?

৫. মহারানির ঘোষণাপত্রের দুটি শর্ত উল্লেখ করো।

৬. ডা. মহেন্দ্রলাল সরকার কে ছিলেন?

৭. ‘India in Transition’ গ্রন্থটি কার লেখা? এর পূর্বনাম কী ছিল?

৮. আজাদ হিন্দ ফৌজের নারী ব্রিগেডের নাম কী ছিল? এই ব্রিগেডের ক্যাপটেন কে ছিলেন?

৯. কত খ্রিস্টাব্দে ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ এবং ‘রাজ্য পুনর্গঠন আইন’ পাস করা হয়?

 

. বিশ্লেষণধর্মী প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো ছয়টি) ঃ  ৪ × = ২৪

১. সিপাহি বিদ্রোহকে তুমি কেন ‘জাতীয় বিদ্রোহ’ বলবে?

২. উডের ডেসপ্যাচের সুপারিশগুলি লেখো।

৩. তেভাগা আন্দোলন সম্পর্কে বর্ণনা দাও।

৪. টীকা লেখো : মাতঙ্গিনি হাজরা।

৫. ভারত বিভাগ কি অনিবার্য ছিল?

৬. বাংলায় ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।

৭. সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।

 

. ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও (যেকোনো একটি)ঃ  ৮×=

১. খেলার ইতিহাসচর্চার গুরুত্বগুলি লেখো।

অথবা, শিক্ষাসংস্কারক হিসেবে বিদ্যাসাগরের পরিচয় দাও।

২।নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।

অথবা, সিপাহি বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো।

৩. প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময় থেকে ১৯৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় শ্রমিক আন্দোলনের বিবর্তন লেখো।

অথবা, ‘আনন্দমঠ’ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছিল আলোচনা করো।

৪। দলিত আন্দোলনে ড. বি. আর. আম্বেদকরের ভূমিকা কী ছিল? এই প্রসঙ্গে গান্ধি-আম্বেদকর বিতর্ক আলোচনা করো।

অথবা, ভারতের স্বাধীনতা উত্তরকালের সমস্যাগুলি কী কী? এগুলি সমাধানের জন্য ভারত কী কী ব্যবস্থা নিয়েছিল?

এছাড়া দেখে নাওঃ

শিক্ষা সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের পরিচয় দাও।

--Advertisement--

Leave a comment