WB Class X 3rd Unit Test History Model Questions Paper 2022 | X 3rd unit test History model questions paper 2022 in the Bengali Language. West Bengal Board of Secondary Education Class X Model Question Paper in the Bengali Language.
CLASS | X |
SUBJECT | HISTORY |
MODEL | THIRD UNIT TEST |
BOARD | WEST BENGAL |
বিভাগ – ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ × ১০ = ১০
১.১ সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন –
(ক) নানা সাহেব, (খ) তাঁতিয়া টোপি, (গ) মঙ্গলপান্ডে, (ঘ) রানি লক্ষীবাঈ।
১.২ ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল-
(ক) জমিদার সভা, (খ) হিন্দুমেলা, (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা, (ঘ)ভারতসভা
১.৩ আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন-
(ক) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। (ঘ) দীনবন্ধু মিত্র।
১.৪ শ্রীরামপুরের ছাপাখানার প্রতিষ্ঠা করেন –
(ক) উইলিয়াম কেরি, (খ) চার্লস উইলকিস, (গ) অগাস্টাস হিকি, (ঘ) মার্শম্যান
১.৫ উপন্দ্রেকিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ হল –
(ক) সেকালের কথা, (খ) গুপী গাইন বাঘা বাইন (গ) টুনটুনির বই, (ঘ) ছেলেদের রামায়ণ।
১.৬ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন –
(ক) সত্যেন্দ্রনাথ বসু, (খ) জগদীশচন্দ্র বসু (গ) মেঘনাদ সাহা (ঘ) প্রফুল্লচন্দ্র রায়
১.৭ মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন –
(ক) মহেন্দ্রলাল সরকার (খ) তারকনাথ পালিত (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১.৮ লাঙল পত্রিকাটির সম্পদনা করেন-
(ক) কাজী নজরুল ইসলাম, (খ) এস. এ. ডাঙ্গে, (গ) মুজাফফর আহমেদ (ঘ) মানবেন্দ্রনাথ রায়
১.৯ তেভাডা আন্দোলনের একজন নেত্রী হলেন
(ক) জয়া ঘোষ, (খ) সাবিত্রী পাল, (গ) মল্লিকা হালদার, (ঘ) সুদীপা সেন।
১.১০ ভারতের বামপন্থী আন্দোলনের জনক ছিলেন
(ক) লালা লাজপৎ রায়,(খ) মানবেন্দ্রনাথ বসু (গ) মুজাফফর আহমেদ (ঘ) মানবেন্দ্রনাথ রায়
বিভাগ-খ
২৷ স্তস্ত মেলাও : ১ × ৩ = ৩
ক | খ |
১৯০৫
বর্ণ পরিচয় গণবাণী |
মুজাফফ্ফর আহমেদ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গোরা |
৩। মানচিত্রে স্থানগুলি চিহ্নিত কর ও নামাঙ্কিত কর ঃ ১ × ৩ = ৩
৩.১ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র – – মিরাট
৩.২ ছাপাখানার অন্যতম কেন্দ্র – শ্রীরামপুর
৩.৩ আইন অমান্য আন্দোলনের পীঠস্থান – ডান্ডি
বিভাগ-গ
৪। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (৪ টি) ২ × ৪ = ৮
৪.১ কবে কাদের উদ্যোগে ভারতসভা প্রতিষ্ঠিত হয়?
৪.২ কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন?
৪.৩ মহেন্দ্রলাল সরকার কে ছিলেন?
৪.৪ চৌরিচৌরা ঘটনাটি কী?
৪.৫ কে, কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন?
বিভাগ – ঘ
৫। সাত অথবা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (২টি) ৪ x ২ = ৮
৫.১ হিন্দু মেলা সম্পর্কে কী জান?
৫.২ আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির এর অবদান উল্লেখ কর।
৫.৩ টীকা লেখ : ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি।
বিভাগ – ঙ
৬। পনেরো বা ষোলোটি বাক্যে যে কোন ১ টি প্রশ্নের উত্তর দাও : ৮ × ১ = ৮
৬.১। ১৮৫৭ খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা কর।
৬.২। জাতীয় শিক্ষা প্রসারে জাতীয় শিক্ষা পরিষদ এর ভূমিকা কেমন ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয় ভাবনা সম্পর্কে আলোচনা কর।
৬.৩। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কী ? এই আন্দোলন পর্বে বাংলার শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা কর।
Check Also:
WB Class IX 3rd Unit Test Model Bengali Question Paper 2022