WB Class VI 3rd Unit Test History Model Question Paper 2022

--Advertisement--

WB Class VI 3rd Unit Test History Model Question Paper 2022

WB Class VI 3rd Unit Test History Model Questions Paper 2022 | Class six third unit test History model questions paper . West Bengal Board of Secondary Education Class VII Model Question Paper.

SUBJECT HISTORY
CLASS VI
MODEL 3rd Unit Test
BOARD WEST BENGAL

 

1. ঠিক উত্তরটি বেছে নাও:    1×14=14

(i) পশ্চিমবঙ্গের কোথায় একটি বৈদিক সংস্কৃতির খোঁজ পাওয়া গেছে? –

    (a) মহিযদলে (b) সিরকাপ-এ, (c) শিশুপালগড়ে, (d) ইনামগাঁওতে।

(ii) আদি বৈদিক সমাজে কীসের ব্যবহার ছিল না? – (a) লোহার, (b) তামার, (c) রুপোর, (d) পাথরের।

(iii) গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে, তা হল –

     (a) সমাবর্তন, (b) অন্নপ্রাশন, (c) উপনয়ন, (d) বিবাহ।

(iv) জৈন ধর্মের শেষ তীর্থংকরের নাম কী? – (a) পার্শ্বনাথ, (b) বর্ধমান মহাবীর, (c) সিদ্ধার্থ, (d) স্থূলভদ্র।

(v) দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল – (a) অবন্তি, (b) মগধ, (c) কোশল, (d) অস্মক।

(vi) কোন্ বৌদ্ধ সন্ন্যাসী অশোককে বৌদ্ধধর্মে দীক্ষা দেন? – (a) সেলিউকাস, (b) চন্দ্রগুপ্ত, (c) উপগুপ্ত, (d) ফাসিয়ান।

(vii) নালন্দা মহাবিহার স্থাপিত হয় – (a) দ্বিতীয় চন্দ্রগুপ্ত, (b) স্কন্দগুপ্ত, (c) প্রথম কুমার গুপ্ত (d) সমুদ্রগুপ্ত-এর সময়।

(viii) কোন সমাজে পাশা খেলা খুব জনপ্রিয় ছিল? – (a) মৌর্য, (b) গুপ্ত, (c) সাতবাহন, (d) কুষাণ।

(ix) জনপদ হল – (a) কৃষিভিত্তিক, (b) শিল্পভিত্তিক, (c) শ্রমিকভিত্তিক, (d) মালিক শ্রেণিভিত্তিক গ্রামীণ এলাকা।

(x) বিঘ্নশর্মার লেখা নীতিশিক্ষামূলক রচনা হল – (a) আর্যভটীয়, (b) কৃষিপরাশর, (c) প্রিয়দর্শিকা, (d) পঞ্চতন্ত্র।

(xi) গুপ্ত যুগের চিত্রশিল্পের মধ্যে মধ্যভারতে কোন্ গুহার ছবিগুলি সবথেকে বিখ্যাত? –

      (a) অজন্তা, (b) ইলোরা, (c) বাঘ গুহা, (d) কার্লে গুহা।

(xii) ‘ঋগ্‌গ্বেদের ভাষা ছিল – (a) পালি, (b) ছান্দস্, (c) ব্রাহ্মী, (d) খরোষ্ঠী।

(xiii) ইন্দো-গ্রিক বলা হত – (a) শকদের, (b) ব্যাকট্রিয়ার অধিবাসীদের, (c) কুষাণদের, (d) গুপ্তদের।

(xiv) হেরোডোটাসের মতে ‘ইন্দুস’ ছিল পারসিক সাম্রাজ্যের একটি – (a) প্রদেশ, (b) দেশ, (c) জেলা, (d) অঞ্চল।

 

2. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : (চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে) 1×14=14

(i) বৈদিক সাহিত্য কয় ভাগে বিভক্ত ও কী কী?

(ii) ঋগ্‌বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন?

(iii) ‘নৃপতি’ কথার অর্থ কী?

(iv) আজীবিক গোষ্ঠী কে গড়ে তোলেন?

(v) খনি ও খনিজ সম্পদের ওপর কার একচেটিয়া অধিকার ছিল ?

(vi) খারবেল কে ছিলেন?

(vii) ‘দমঅর্ত’ বা ‘বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা’ কার উপাধি ছিল?

(viii) কোথাকার গোলমরিচের ফলন ছিল বিখ্যাত?

(ix) ‘অগ্রহার ব্যবস্থা’ কাকে বলে?

(x) জীবক, পাণিনি এবং চাণক্য কোন্ মহাবিহারের ছাত্র ছিলেন?

(xi) কৃষিবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছিল কোন গ্রন্থে?

--Advertisement--

(xii) জৈনরা গণিতবিদ্যাকে কী নামে আখ্যায়িত করতেন?

(xiii) পার্থীয়রা কোথা থেকে উপমহাদেশে এসেছিল?

(xiv) কারা উপমহাদেশে ‘সেক’ বা ‘শক’ নামে পরিচিত? ভাষাগোষ্ঠী’ বলতে কী বোঝায়?

 

3. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: (দু-তিনটি বাক্যের মধ্যে) 2×6=12

(i) প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? অথবা, ইন্দো-আর্য ভাষাগোষ্ঠী’ বলতে কী বোঝায়?

(ii) জৈন ধর্মের ‘ত্রিরত্ন’ বলতে কী বোঝায়? কে ‘বেলিন’ নামে পরিচিতি লাভ করেন?

অথৰা, টীকা লেখো : বৌদ্ধ সংগীতি।

(iii) প্রথম সাতকর্ণি যে দুটি যজ্ঞ করেছিলেন তার নাম লেখো।

অথবা, পট্ট বা আহার কাকে বলে?

(iv) গুপ্ত আমলে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্যে খানিক ঘাটতি দেখা দিয়েছিল কেন? এই সময় কোন্ বন্দরের খ্যাতি বেড়েছিল?

অথবা, কার আমলে রুপোর মুদ্রা প্রথম চালু করা হয়? এই মুদ্রার নাম কী?

 (v) গুপ্ত যুগের পরবর্তীকালে হাতেখড়ির মতো অনুষ্ঠানটির নাম কী ছিল? কত বছর বয়সে এই অনুষ্ঠানটি পালন করা হত?

অথবা, তিনটি বিখ্যাত স্তূপের নাম লেখো। সাতবাহন যুগের দুটি চৈত্যের নাম লেখো।

(vi) সংস্কৃত ভাষায় রচিত প্রথম বড়ো লেখ কোন্‌টি? এটি কোন্ শাসকের আমলে রচিত হয়?

অথবা, শক-কুষাণরা উপমহাদেশে নানারকম পোশাক চালু করেছিল, সেগুলি কী কী?

 

4. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: (চার-পাঁচটি বাক্যের মধ্যে) 3×5= 15

 (i) পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্কের বর্ণনা দাও। অথৰা, জৈন ধর্ম ও বৌদ্ধধর্মে কী কী মিল ও অমিল তোমার চোখে পড়ে?

(ii) মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদার তুলনা করো। অথবা, গৌতমীপুত্র সাতকর্ণির কৃতিত্ব আলোচনা করো।

(iii) প্রথম নগরায়ণ (হরপ্পা) এবং দ্বিতীয় নগরায়ণ (ষোড়শ মহাজনপদ)-এর মধ্যে কোন ধরনের পার্থক্য তোমার চোখে পড়ে?

অথবা, প্রাচীন ভারতে জাতিভেদ প্রথার কঠোরতা কেমন ছিল?

(iv) স্তূপ-চৈত্য-বিহার এদের মধ্যে কী কী পার্থক্য তুমি দেখতে পাও?

অথবা, প্রাচীন যুগে পরিবেশের ওপর চাপ কম পড়ত কেন? গুহাবাস কী?

(v) কিউনিফর্ম লিপি ও হায়ারোগ্লিফ লিপির পার্থক্য লেখো। অথবা, টীকা লেখো : গান্ধার শিল্প।

5. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : (আট-দশটি বাক্যের মধ্যে) 5×3 = 15

(i) গুপ্ত ও বাকাটক শাসনব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। অথবা, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো।

(ii) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকের প্রথম ভাগ বা কুষাণ আমলে মানুষের অবসর সময় কাটানোর উপায় কী ছিল?

অথবা, ফাসিয়ান-এর লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে কী জানা যায়?

(iii) গ্রামীণ ভারতের বৈদিক শিক্ষার সঙ্গে যুক্ত কত ধরনের শিক্ষকদের উল্লেখ পাওয়া যায়? তাঁরা কীভাবে শিক্ষা দিতেন?

অথবা, ধর্মশাস্ত্রের সঙ্গে প্রাচীন চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন সময়ে বিরোধ তৈরি হয়েছিল কেন?

এছাড়া দেখে নাওঃ

WB Class VII 3rd Unit Test Geography Model Question Paper 2022

 

--Advertisement--

Leave a comment