WB Class VI 3rd Unit Test Geography Model Questions Paper 2022 | Class seven third unit test Geography model questions paper 2022 in the English Language. West Bengal Board of Secondary Education Class VII Model Question Paper in the English Language.
CLASS | VI |
SUBJECT | Geography |
MODEL | 3rd Unit Test |
BOARD | West Bengal Board |
1. ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্নসহ বসাও: 1×5=5
(i) তাপ্তি নদী, (ii) সাতপুরা পর্বতশ্রেণি, (iii) করমণ্ডল উপকূল, (iv) উত্তরের সমভূমি অঞ্চল, (v) উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য।
2. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1×18-18
(i) রাশিয়ার ওপর দিয়ে – (a) 60° পূর্ব, (b) 40° পূর্ব, (c) 90° পশ্চিম, (d) 18° পশ্চিম দ্রাঘিমা প্রসারিত হয়েছে।
(ii) ‘Meridian’ কথার অর্থ হল – (a) মধ্যাহ্ন (b) স্থানীয় সময় (c) প্রমাণ সময় (d) গ্রিনিচ সময়।
(iii) প্রতিটি গোলার্ধে 1’ অন্তর – (a) 90. (b) 180 (c) 89, (d) 170 টি অক্ষরেখা টানা হয়।
(iv) বাহার চাপ মাপার যন্ত্রের নাম হল – (a) হাইগ্রোমিটার, (b) ব্যারোমিটার, (c) অ্যানিমোমিটার, (d) থার্মোমিটার।
(v) বায়ুমণ্ডলের যে অবস্থা, যা দ্রুত বদলে যায় তাকে বলে- (a) মেঘাচ্ছন্নতা, (b) জলবায়ু (c) আবহাওয়া, (d) কার্যকরী সৌর বিকিরণ।
(vi) CFC-এর বাণিজ্যিক নাম – (a) ফ্রেয়ন, (b) রেয়ন, (c) হ্যালোন, (d) জেনন।
(vii) অম্লবৃষ্টির উৎস – (a) CFC, (b) O2, (c) সূর্যরশ্মি, (d) বৃষ্টিপাত ।
(viii) শব্দের তীব্রতা মাপার একক হল – (a) ডেসিবেল, (b) অক্টাস, (c) ঘনসেমি, (d) ডবসন ইউনিট।
(ix) নর্মদা নদীর উৎস হল – (a) অমরকণ্টক শৃঙ্খা, (b) মহাদেব পর্বত, (c) ত্র্যম্বক পর্বত, (d) মহাবালেশ্বর শৃঙ্কা।
(x) ভারতের বৃহত্তম রাজ্য হল – (a) উত্তরপ্রদেশ, (b) অন্ধ্রপ্রদেশ, (c) রাজস্থান, (d) মধ্যপ্রদেশ।
(xi) ভারতের – (a) পশ্চিমবঙ্গ, (b) মধ্যপ্রদেশ, (c) অসম, (d) গুজরাট-এ বনভূমির পরিমাণ সবাবিক।
(xii) ষাটের দশকে ভারতের কৃষি বিপ্লবকে বলে – (a) নীল বিপ্লব, (b) হলুদ বিপ্লব, (c) সবুজ বিপ্লব, (d) রামধনু বিপ্লব।
(xiii) ভারতে উৎপাদিত তত্ত্বজাতীয় ফসল হল – (a) চা, (b) পাট, (c) পটল, (d) ধান।
(xiv) নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীরা হল – (a) চেক্সু, (b) গারো, (c) টোডা, (d) ভিল।
(xv) ভারতের যে রাজ্যে কালবৈশাখী ঝড় হয় তার নাম – (a) তামিলনাড়ু, (b) পাঞ্জাব, (c) পশ্চিমবঙ্গ, (d) কর্ণাটক।
(xvi) মানচিত্রে জল বোঝাতে ব্যবহার করা হয় – (a) নীল, (b) সবুজ, (c) কালো, (d) হলুদ রং।
(xvii) মকরক্রান্তি রেখায় পৃথিবীর আবর্তন বেগ হল – (a) 1630, (b) 830 (c) 1550 (d) 1250 কিমি/ঘণ্টা।
(xviii) মানচিত্র তৈরির বিদ্যা – (a) ফোটোগ্রাফি, (b) কার্টোগ্রাফি, (c) জিয়োগ্রাফি, (d) হাইড্রোলজি নামে পরিচিত।
3.(i) শূন্যস্থান পূরণ করো : 1×3 = 3
(a) ভারতের দীর্ঘতম নদী…………………………..।
(b) দক্ষিণ ভারতের একটি অভয়ারণ্য হল………………………..।
(c) ভারত…………………………….জলবায়ুর দেশ।
(ii) বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো : 1×3=3
ৰামদিক | ডানদিক |
100% মেঘাচ্ছন্নতা | ৮০ ডেসিবেল |
CO2 | সম্পূর্ণ মেঘলা আকাশ |
লাউড স্পিকার | দাবানল |
(iii) নীচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো : 1×3=3
(a) সমাক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরাল নয়।
(b) পৃথিবীর দিনরাত্রির সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
(c) পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 25%।
(iv) নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও : 1×3=3
(a) মিশি ভাষায় কোন রাজ্যের একটি উপজাতি সম্প্রদায় কথা বলে?
(b) বনভূমি পুড়িয়ে যে চাষ করা হয় তার নাম কী?
(c) ‘ম্যাপ’ শব্দটির উৎপত্তি কোন্ ল্যাটিন শব্দ থেকে এসেছে এবং তার অর্থ কী?
4.অনধিক 30 শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2×4=8
(i) ভৌগোলিক জালক কাকে বলে?
(ii) টীকা লেখো : ডেসিবেল।
(iii) পর্বতগ্রন্থি কাকে বলে?
(iv) জারোয়া কাদের বলে?
5.অনধিক ১০ শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 3×4=12
(i) পৃথিবীর কক্ষ ও অক্ষের মধ্যে পার্থক্য লেখো।
(ii) পৃথিবীর আবর্তন থেমে গেলে কী হবে?
(ii) অপ্রচলিত শক্তি ব্যবহার করে কীভাবে বায়ুদূষণ রোধ করা সম্ভব?
(iv) গ্লোবের সুবিধাগুলি লেখো।
6.অনাধিক ৮০টি শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 5×3=15
(i) অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপবলয়গুলি চিহ্নিত করে তা আলোচনা করো।
(ii) ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো।
(ii) ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। অভয়ারণ্য কাকে বলে? উদাহরণ দাও।
Read Also:
WB Class VII 3rd Unit Test Geography Model Question Paper 2022