WB Class IX 3rd Unit Test History Model Question Paper 2022

--Advertisement--

WB Class IX 3rd Unit Test History Model Questions Paper 2022 | Class seven third unit test History  model questions paper 2022 in the Bengali Language. West Bengal Board of Secondary Education Class IX Model Question Paper in the Bengali Language

CLASS IX
SUBJECT HISTORY
MODEL QUESTION THIRD UNIT TEST
FULL MARKS 90
TIME 3hr
LANGUAGE BENGALI
BOARD WEST BENGAL

বিভাগ – ক

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×20=20

(i) মহীশূরের রাজা টিপু সুলতানের সঙ্গে সংযোগ ছিল –

(a) জেকোবিনদের, (b) জিরন্ডিস্টদের, (c) ষোড়শ লুইয়ের, (d) বুর্জোয়াদের।

(ii) ফ্রান্সের ‘জাতীয় সভা’ একদা মুলতুবি ছিল– (a) ১০০ বছর, (b) ১৩৫ বছর, (c) ১৪০ বছর, (d) ১৭৫ বছর।

(iii) ‘কাদিদ’ গ্রন্থের লেখক ছিলেন – (a) রুশো, (b) ভলতেয়ার, (c) মস্তেস্ক, (d) দ্য এলেমবার্ট।

(iv) নেপোলিয়ন ‘ফরাসি জাতির সম্রাট  উপাধি গ্রহণ করেন –

(a) ১৭৯৯ খ্রিস্টাব্দে, (b) ১৮০১ খ্রিস্টাব্দে,  (c) ১৮০৪ খ্রিস্টাব্দে, (d) ১৮০৭ খ্রিস্টাব্দে।

(v) নেপোলিয়নের বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করে –

(a) মিলান ডিক্রি, (b) ওয়ারশ ডিক্রি, (c) অর্ডারস-ইন-ল, (d) অর্ডারস-ইন-কাউন্সিল।

(vi) ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন – (a) ব্রুকার, (b) ডিউক অফ ওয়েলিংটন, (c) নেলসন, (d) ইয়র্ক।

(vii) গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত গুপ্ত সমিতিটি ছিল –

(a) হেটাইরিয়া ফিলিকে, (b) জোলভেরাইন, (c) কার্বোনারি, (d) ইয়ং ইটালি।

(vii) ম্যাৎসিনি প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন? – (a) ফেভারিটি, (b) ইয়ং ইটালি, (c) গুয়েলফি, (d) কার্বোনারি।

(ix) কার্লসবাড ডিক্রি ঘোষিত হয় – (a) ১৮১৫ খ্রি. (b) ১৮১৯ খ্রি. (c) ১৮২৪ খ্রি. (d) ১৮৩০ খ্রি।

(x) লুডাইট দাঙ্গা হয় – (a) রাশিয়ায়, (b) জার্মানিতে, (c) ফ্রান্সে, (d) ইংল্যান্ডে।

(xi) ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হত – (a) আফ্রিকাকে, (b) এশিয়াকে, (c) আমেরিকাকে, (d) অস্ট্রেলিয়াকে।

(xi) ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হত – (a) আফ্রিকাকে, (b) এশিয়াকে, (c) আমেরিকাকে, (d) অস্ট্রেলিয়াকে।

(xii) স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন – (a) জন কে, (b) হারগ্রিভস, (c) আর্করাইট, (d) কুম্পটন।

(xiii) কোন্ রুশ জার ‘আধুনিক রাশিয়ার জনক’ নামে পরিচিত? –

(a) চতুর্থ আইভান, (b) মিখাইল রোমানভ, (c) দ্বিতীয় ক্যাথরিন, (d) জার পিটার দ্য গ্রেট।

(xiv) চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন – (a) উড্রো উইলসন, (b) দ্বিতীয় উইলিয়ম, (c) লেনিন, (d) লয়েড জর্জ।

(xv) রাশিয়ার বলশেভিক বিপ্লব সম্পন্ন হয় – (a) সেপ্টেম্বর মাসে, (b) নভেম্বর মাসে, (c) জুলাই মাসে, (d) মার্চ মাসে।

(xvi) রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি হয় –(a) ১৯৩৬ খ্রি, (b) ১৯৩৭ খ্রি. (c) ১৯৩১ খ্রি, (d) ১৯৫০ খ্রি।

(xvii) প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় – (a) হিরোশিমাতে, (b) নাগাসাকিতে, (c) পোখরানে, (d) ইসলামাবাদে।

(xviii) হিটলার কোন দেশের বিরুদ্ধে অভিযানকে ‘সমুদ্র সিংহ অভিযান’ বলেছেন?– (a) ইংল্যান্ড, (b) ফ্রান্স, (c) রাশিয়া, (d) ডেনমার্ক।

 (xix) জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় অবস্থিত – (a) বার্লিনে, (b) লন্ডনে, (c) প্যারিসে, (d) হেগ-এ

(xx) ভেটো প্রয়োগ করতে পারে জাতিপুঞ্জের – (a) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা, (b) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা, 

(c) সাধারণ সভার স্থায়ী সদস্যরা, (d) সাধারণ সভার অস্থায়ী সদস্যরা।

 

বিভাগ –খ

2.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে) 1×16-16

উপবিভাগ -A  একটি বাক্যে উত্তর দাও :

(i) ফরাসি জাতীয় সভার নাম কী ছিল?    

(ii) এমিত্রি কাদের বলে?

(iii) কোন দেশ উঁবু জল্পনীতি গ্রহণ করেছিল?

(iv) কোন সময়কে ‘নব্য সাম্রাজ্যবাদের যুগ’ বলে?

উপবিভাগ-B সত্য বা মিথ্যা নির্ণয় করো :

(i) ১৮০২ খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে অ্যামিয়েন্স-এর সন্ধি হয়।

(ii) তুর্কি ভাষায় ‘বলকান’ শব্দের অর্থ নদী।

(ii) হিটলারের নাৎসি দলের মুখপত্র ছিল ‘পিপল্স অবজারভার।

(iv) জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলনে (১৯৩৩) জার্মানি সামরিক শক্তি বৃদ্ধির দাবি জানায়।

উপবিভাগ- C বামস্তষ্কের সঙ্গে ডানস্তম্ভ মেলাও :  

ৰামস্তম্ভ ডানস্তম্ভ
(i)ইংরেজ সেনাপতি

(ii)জাতিসংঘের প্রথম মহাসচিব

(iii) ব্রিটিশ প্রধানমন্ত্রী

--Advertisement--

(iv) জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব

(a) অ্যান্টোনিও গুটারেস

 (b) চেম্বারলেন

(c) নেলসন

(d) স্যার এরিক ড্রমন্ত

 

উপবিভাগ -D প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো :

(i) পোপের রাজ্য, রোম, (ii) মস্কো, (iii) রুশ জারদের আমলে রাশিয়ার রাজধানী, সেন্ট পিটার্সবার্গ, (iv) অস্ট্রিয়ার একটি পৌহ-শিল্পাঞ্চল

উপবিভাগ-E  নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :

(i) বিবৃতি : ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেছিল

ব্যাখ্যা: (a) সুয়েজ খাল খননের উদ্দেশ্য ছিল মিশরে আধিপত্য প্রতিষ্ঠা

           (b) মিশর সুয়েজ খাল খননের জন্য ফ্রান্সকে আবেদন করেছিল।

           (c) সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল।

(ii) বিবৃতি : স্পেনের গৃহযুদ্ধে হিটলার ও মুসোলিনি জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন

ব্যাখ্যা : (a) তারা ভেবেছিল ফ্রাঙ্কোর বিদ্রোহ ন্যায্য।

            (b) ফ্রাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রী শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন।

            (c) তাদের জেনারেল ফ্রাঙ্কো কর্তৃক আক্রমণের ভয় ছিল।

(iii) বিবৃতি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ‘ওয়ারশ চুক্তি স্বাক্ষর করে

ব্যাখ্যা : (a) রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে কোণঠাসা করতে চায়।

            (b) আমেরিকার সঙ্গে মিত্রতা করতে উদ্যোগ নেয়।

            (c) রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে জোটবন্ধ করে পশ্চিমি আগ্রাসন রোধ করতে চেয়েছিল।

(iv) বিবৃতি : জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বহুক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়

ব্যাখ্যা :(a) নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য ‘ভেটো’ প্রয়োগ করে।

           (b) সাধারণ সভার সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।

           (c) মহাসচিবের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।

বিভাগ-গ

3.নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও: (যে-কোনো এগারোটি) 1×1=11

(i) বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী?

(ii) মহা আতঙ্ক কী?

(ii) কাকে, কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়?

(iv) গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ কী?

(v) ম্যাৎসিনির আন্দোলনের দুটি সীমাবন্ধতা উল্লেখ করো।

(vi) জোলভেরাইন কবে, কোন্ রাজ্যের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়?

(vii) সম্পদের নির্গমন কী?

(viii) কোন্ সময়কে, কেন ‘সশস্ত্র শাস্তির যুগ’ বলা হয়?

(ix) ভাইমার সরকার কী?

(x) ইসক্রা বলতে কী বোঝো?

(xi) মিউনিখ চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

(xii) ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী?

(xiii) আটলান্টিক চার্টার কী?

(xiv) SAARC ও WHO এই সংস্থা দুটির পুরো নাম কী?

 

বিভাগ-ঘ

4.নিম্নলিখিত প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও : (প্রতি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছটি প্রশ্নের উত্তর দিতে হবে) 4×6=24

উপবিভাগ -A (i) প্রাক্-বিপ্লব ফরাসি সামাজিক কাঠামো কেমন ছিল?

                      (ii) ফ্রান্সে সন্ত্রাসের শাসন কখন চলেছিল এবং এর যৌক্তিকতা কতটা ছিল?

উপবিভাগ -B (iii) মহাদেশীয় অবরোধ প্রথা কী?    (iv) ‘নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান’ – যুক্তি দাও।

উপবিভাগ -C (v) ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি লেখো।   (vi) জার দ্বিতীয় আলেকজান্ডারের মুক্তির ঘোষণাপত্র -এ কী বলা হয়?

উপবিভাগ- D (vii) ঢাকা লেখো: বিশপ্তি মৈত্রী ও বিশতি    (viii) শিল্পবিপ্লবের সামাজিক ও রাজনৈতিক প্রভাব সংক্ষেপে লেখো।

উপবিভাগ –E (ix) উইলসনের চোদ্দো দফা নীতি কী?      (x) প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে ক্ষমতার কেন্দ্রে উঠে আসে?

উপবিভাগ-F( xi) তুমি কি মনে করো ভার্সাই সন্দির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়ে ছিল?

                     (xii) টীকা লেখো: ইঙ্গ-ফরাসি তোষণনীতি।

 

বিভাগ -ঙ 

6.নিম্নলিখিত প্রশ্নগুলির পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো একটি ) 8×1=8

(i) নেপোলিয়নের বিভিন্ন জনমুখী সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো।

(i) উগ্র জাতীয়তাবাদ কী? ঔপনিবেশিক প্রতিযোগিতা ও উগ্র জাতীয়তাবাদের মধ্যে সম্বন্ধ দেখাও।

(ii) জার্মানিতে হিটলারের নাৎসিবাদী শক্তির উত্থান কীভাবে হয়? এই শক্তির সঙ্গে ফ্যাসিবাদের তিনটি সাদৃশ্য দেখাও।

--Advertisement--

Leave a comment