ষষ্ঠ শ্রেণির ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর:
কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন?
উত্তরঃ ষোড়শ শতাব্দীতে ইউরোপে ইউরোপীয়রা প্রথম কতগুলো বিন্দু ও তা কল্পনা করে পৃথিবীর মানচিত্র তৈরি করেন।
পৃথিবীর কেন্দ্র দিয়ে যাওয়া রেখাকে কি বলে?
উত্তরঃ অক্ষরেখা।
নিরক্ষরেখা বা বিষুবরেখা কাকে বলে?
উত্তরঃ দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা।
অক্ষরেখা কাকে বলে?
উত্তরঃ নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখা গুলোকে বলে অক্ষরেখা।
নিরক্ষীয় তল কাকে বলে?
উত্তরঃ নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকে বলে নিরক্ষীয় তল।
কক্ষপথ কাকে বলে?
উত্তরঃ পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ।
পৃথিবীর অক্ষ রেখা কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তরঃ সাড়ে 66 ডিগ্রী কোণে হেলে থাকে।
মহাবৃত্ত কাকে বলে?
উত্তরঃ যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করে তা হল মহাবৃত্ত।
দ্রাঘিমা রেখা কাকে বলে?
উত্তরঃ উত্তর মেরু দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলো হল দ্রাঘিমারেখা।
2) নিরক্ষরেখার অপর নাম কী?
উত্তরঃ বিষুব রেখা
দ্রাঘিমারেখার মান কত?
উত্তরঃ ০ ডিগ্রী।
নিরক্ষরেখার মান কত?
উত্তরঃ ০ ডিগ্রী।
এছাড়া দেখে নিতে পারোঃ
ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন- উত্তর। দ্বিতীয় অধ্যায়ঃ পৃথিবী কি গোল ।
ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর আকাশ ভরা সূর্য তারা