WB Class 6 2nd Unit Test History Question 2022: Here we have provided some important Question(Suggestion) for Class VI of West Bengal Students. We have given here 2nd Unit Test Exam subject History Questions. So, students can practice all of these questions.
1. ঠিক উত্তরটি বেছে নাও: (যেকোনো পাঁচটি)ঃ1×5=5
(i) জাগতিক সৃষ্টির রহস্য পাওয়া যায় – (a) ঋগ্বেদ, (b) সামবেদ, (c) অথর্ববেদ, (d) যজুর্বেদ – থেকে।
(ii) দশ রাজার যুদ্ধে কোন্ উপজাতির রাজা জয়লাভ করেন? —।
(a) সুঞ্জয়, (b) ভরত, (c) পুষ্পক, (d) দ্রাবিড়।
iii) জৈন ধর্মে তীর্থংকরের সংখ্যা কত? (a) ১৭ জন, (b) ২৩ জন, (c) ২৪ জন, (d) ২৮ জন।
(iv) তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় – (a) বৈশালীতে, (b) পাটলিপুত্রে, (c) রাজগৃহে, (d) কাশ্মীরে।
(v) নবরত্ন সভায় ছিলেন না (a) বরাহমিহির, (b) আর্যভট্ট (c) বররুচি, (d) ক্ষপণক।
(vi) গ্রহবর্মা কোন্ বংশের শাসক ছিলেন? – (a) পুষ্যভূতি, (b) চৌহান, (c) গাহড়বাল, (d) মৌখরি।
2. নীচের যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লেখো: (চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে): 1×5=5
(i) বেদান্ত কাকে বলা হয়?
(ii) সপ্তসিন্ধু অঞ্চলের কোন নদীটি বর্তমানে খুঁজে পাওয়া যায় না?
(iii) কনিষ্ক কোন্ বৌদ্ধমতের সমর্থক ছিলেন?
(iv) কোথায় গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়?
(v) অশোকস্তম্ভটি কোথায় পাওয়া গেছে?
(vi) মহাক্ষত্ৰপ উপাধিটি কার?
3. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো: (দু-তিনটি বাক্যের মধ্যে):2×2=4
(i) সভা ও সমিতি কাকে বলে?
(iii) হিদাসপিসের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?
(ii) পঞ্চমহাব্রত কী?
4. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো: (চার-পাঁচটি বাক্যের মধ্যে)3×2=6
(i) তুমি আর্য না অনার্য তা যুক্তি দিয়ে বোঝাও।
(ii) মৌর্য সম্রাটরা কীভাবে সাম্রাজ্য চালাতেন?
5. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখো: (আট-দশটি বাক্যের মধ্যে) 5×1=5
(i) বৈদিক যুগের শিক্ষাব্যবস্থা কেমন ছিল?
(ii) টীকা লেখো : ত্রিপিটক।
(ii) অশোকের ‘ধৰ্ম্ম’ সম্পর্কে টীকা লেখো।
(ii) সমাজের কোন্ কোন্ অংশের মানুষ কেন নব্যধন আন্দোলনকে সমর্থন করেছিলেন?
Check Also:
WB Class 6 English Question Answer: It All Began with Drip Drip
Class 6 Bengali: শংকরসেনাপতি- শ্যামল গঙ্গোপাধ্যায় / প্রশ্ন ও উত্তর
Class 6 Bengali: ভরদুপুরে । নীরেন্দ্রনাথ চক্রবর্তী । প্রশ্ন ও উত্তর