WB Class 10 MCQ Physical Science Adaptation Package Answer:
MCQ Adaptation Package
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
দশম শ্রেণী
ভৌতবিজ্ঞান
১. কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস ?
উঃ (গ) নাইট্রাস অক্সাইড।
২. যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো –
উঃ (ক) 3g/mol
৩. কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে-
উঃ (ঘ) অসদ ও সমশীর্ষ ।
৪. কোনো গোলীয় দর্পনের ফোকাস দৈর্ঘ্য f cm হলে তার বক্রতা ব্যাসার্ধ –
উঃ (খ) 2f cm
৫. বায়ু থেকে আলো কাচে প্রবেশ করছে। লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে তা হলো-
উঃ (ঘ) বেগুনি।
৬. A, B, C তিনটি জলীয় দ্র্রবনের pH 3,9,6। এই তিনটি দ্রবনকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে যা হবে তা হলো –
উঃ (খ) B<C<A
৭. তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো –
উঃ (গ) Wm-1K-1
৮. ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা তিনগুন করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –
উঃ নয়গুন হবে।
৯. 4 ওহম ও 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো-
উঃ (গ) 3 ওহম।
১০. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে –
উঃ (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই।
১১. কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনটিরই বাইরের কক্ষে আটটি ইলেকট্রন নেই ?
উঃ (গ) LiH
১২. গ্যাস ধ্রুবকের SI একক হলো-
উঃ (ঘ) J mol-1 K-1 ।
১৩. উষ্ণতা বাড়লে কোনো অর্ধ পরিবাহীর রোধাঙ্ক –
উঃ (খ) কমে যায়।
১৪. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে –
উঃ (খ) মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
১৫. নীচের যে বিবৃতিটি ঠিক নয় তা হলো-
উঃ (গ) কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক
১৬. 24g কার্বনের পূর্ণ দহনে যে পরমান কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় STP তে তার আয়তন হবে –
উঃ (ঘ) 44.8 L
১৭. CH3CH(OH)CH3 যৌগটির IUPAC নাম হলো –
উঃ (খ) Propan – 2 – ol
১৮. যে যৌগটি ব্রোমিন- কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলো-
উঃ (ক) C2H6
এছাড়া দেখে নাওঃ
WBBSE Class 10 History MCQ Adaptation Package Answer
MCQ Adaptation Package Class 10 Bengali Ans. 2021
WBBSE Class 10 MCQ Adaptation Package Geography 2021 Solution
WBBSE Class 10 MCQ Adaptation Package English Full Solution
অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক | এখানে ক্লিক করুন |
এই ব্লগের হোমপেজে যাওয়ার জন্য | এখানে ক্লিক করুন |
আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত হওয়ার জন্য |
এখানে ক্লিক করুন |