Today Current Affairs(12th March, 2020) | Daily Current Affairs in Bengali

Today Current Affairs(12th March 2020) | Daily Current Affairs in Bengali

Today Current Affairs(12th March, 2020) | Daily Current Affairs in Bengali

সম্প্রতি ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি প্রথম বিবিসি ইন্ডিয়া ‘স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে- পি ভি সিন্ধু।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার কুতুব শাহী সমাধি পুনরুদ্ধারের জন্য মার্কিন তহবিল ঘোষণা করেছেন- ভারতের 

 

হায়দ্রাবাদে।

NITI কমিশনের রিপোর্ট অনুযায়ী পুষ্টি প্রচারের সার্বিক প্রয়োগে দেশের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল- অন্ধ্রপ্রদেশ

শীতকালীন শেষের দিকে এবং বসন্তের আগমন উপলক্ষে হিমাচল প্রদেশের কিন্নৌড় জেলায় সম্প্রতি যে উত্সব উদযাপিত হয়েছ- Fagli

২০২০ সালে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত ১০০ টি দেশের ইনক্লুসিভ ইন্টারনেট ইনডেক্সে ভারতকে  46 তম স্থান দেওয়া হয়েছে,এবং এর মধ্যে প্রথম অবস্থানে আছে- সুইডেন

অন্ধ্র প্রদেশ (এপি) মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি আসন্ন স্থানীয় সংস্থা নির্বাচনে অর্থ ও মদের ব্যবহার নিষিদ্ধ করার এবং সঠিকভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে তাডেপল্লিতে যে অ্যাপ্লিকেশনটি চালু করেছেন- NIGHA

সম্প্রতি যে ভারতীয় জাভেলিন নিক্ষেপকারী খেলোয়াড় টোকিও অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জন করেছে- শিবপাল সিংহ

সম্প্রতি বাংলাদেশের উচ্চ আদালত আদেশ দিয়েছে যে বাংলাদেশের জাতীয় স্লোগান হবে- জয় বাংলা।

সম্প্রতি যে রাজ্য করোনভাইরাসগুলির কারণে 31 মার্চ অবধি সমস্ত সিনেমাহলগুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে-  কেরালা।

সম্প্রতি, আশরাফ গনি যে দেশে দ্বিতীয় বারের জন্য  রাষ্ট্রপতি হিসাবে শপথ করেছেন- আফগানিস্থান।

সম্প্রতি যে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার সাথে 2 বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন- করিনা কাপুর।

এছাড়াও দেখুনঃ

9th March 2020 Current Affairs MCQ in Bengali

10th March 2020 Current Affairs in Bengali

এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রতিদিন পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হন- https://t.me/studysolve

এছাড়া ফেসবুকগ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকুন- https://www.facebook.com/groups/417567958618912/

 

Leave a Comment

Your email address will not be published.

x