Teachers Day Paragraph in Bengali language
শিক্ষক দিবস রচনা
সূচনা:
ভারতীয় দর্শনশাস্ত্রের অন্যতম প্রবক্তা ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্ম হয় তেলেগু ব্রাহ্মণ পরিবারে ১৮৮৫ সালের ৫ই সেপ্টেম্বর। তার পাণ্ডিত্যের কথা শুধু ভারতবাসীই নয় সমগ্র বিশ্ববাসীই জানেন। শিক্ষক হিসাবে তিনি ছিলেন আচার্যের মত।
অক্সফোর্ড, রুমানিয়া থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত সব দেশই তাঁকে ডক্টরেট উপাধিতে ভূষিত করেন। আমাদের দেশেই তার জন্ম দিনটিকে শিক্ষক দিবস হিসাবেন পালন করা হয়। ঐ দিন শিক্ষকেরা সময়মত বিদ্যালয়ে হাজির হন। ছাত্রছাত্রীদের নিজেদের পড়া নিজেদের সেদিন করতে হয়।
সমাজে শিক্ষকদের দায়িত্ব :
শিক্ষকরা যেসব ছাত্রছাত্রীদের মানুষ করে তােলেন। তারাই দেশের ভবিষ্যত। সুতরাং দেশের ভবিষ্যত গড়বার দায়িত্ব শিক্ষকদের হাতে| যাঁদের হাতে এই রকম গুরুদায়িত্ব থাকে তাঁদের সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। ছাত্র- ছাত্রীদের নিজের মনে করে শিক্ষা দেওয়া দরকার।
শিক্ষকদের কর্তব্য:
শিক্ষকদের কাছে ছাত্রছাত্রীরা যথার্থ শিক্ষা লাভের আশা করে।একজন আদর্শ শিক্ষক শতশত ছাত্রছাত্রীকে যথার্থ মানুষ করতে পারেন। দেশকে গড়তে পারেন। জাতির ভবিষ্যত গড়তে পারেন। কিন্তু কার্যত দেখা যায় সব শিক্ষক সেরূপ করেন না। তারা তাদের নিজেদের কি হবে, কিভাবে অর্থ আসবে এই সব চিন্তা করেন।তাদের আদর্শ শিক্ষক বলা যায় না।
ছাত্রছাত্রীদের কর্তব্য :
ছাত্রছাত্রীদের মূল কর্তব্য পড়াশুনা। সেই কারণে তাঁদের শিক্ষকদের সঙ্গে সর্বদা যােগাযােগ রাখা প্রয়ােজন। তার সঙ্গে সর্বদা যােগাযােগ রাখা প্রয়ােজন। তার বদলে তারা যদি শিক্ষকদের ভয় পায়, তাদের সঙ্গে যােগাযােগ না রাখে, তাঁদের নিজের কেউ না ভাবে, তবে যথার্থ শিক্ষালাভ হয় না। সতরাং শিক্ষকদের সম্মান করা, শ্রদ্ধা করা, তাদের উচিত।
উপসংহারঃ
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ছিলেন একজন আদর্শ শিক্ষক। তার জন্মদিনটিকে পালন করা হচ্ছে তখন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে হলে তার মত আদর্শ শিক্ষক হতে হবে। যদি তা না করা হয় তবে তাঁর জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করার কোন অর্থই হবে না।
অন্যান্য বাংলা রচনাগুলিঃ
দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা । বাংলা রচনা
মানুষের বুদ্ধি ও কম্পিউটার । বাংলা রচনা(Bangla Rochona) |
Thak you Study Solve🙏