প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পোস্ট এ রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা থেকে মাধ্যমিক ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো। এই প্রশ্ন ও উত্তরগুলো খাতায় তুলে নাও এবং মুখস্ত করে রাখো। এই প্রশ্ন উত্তর গুলি আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2023 । মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তরঃ
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরঃ
ভারতে ব্রিটিশ সরকার কত সালে তিন আইন পাস করে ?
উত্তরঃ ১৮৭২ সালে।
কে ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলে অভিহিত করেছেন?
উত্তরঃ জিএম ট্রেভেলিয়ান।
জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি?
উত্তরঃ স্কটিশ চার্চ কলেজ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ও চিকিৎসা বিদ্যা বিশারদ কে ছিলেন?
উত্তরঃ কাদম্বিনী গাঙ্গুলী।
ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
উত্তরঃ সৈয়দ আহমদ খান।
খুৎকাঠি প্রথা প্রচলিত কোন সমাজে প্রচলিত ছিল?
উত্তরঃ মুন্ডা সমাজে ।
কত সালে গোরা উপন্যাসটি প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯১০ সালে।
সিপাহী বিদ্রোহের নেতার নাম’ধুন্দু পন্থ’?
উত্তরঃ নানাসাহেব।
কত সালে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান?
উত্তরঃ 1877 খ্রিস্টাব্দে।
জন অ্যান্ড্রুজ সর্বপ্রথম কোথায় ছাপাখানা গড়ে তোলেন?
উত্তরঃ হুগলিতে।
‘U Ray and Sons’ নামক প্রকাশনা সংস্থা টি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
AITUC এর প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ দেওয়ান চমনলাল।
বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ ফজলুল হক।
কার নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস পালিত হয়?
উত্তরঃ সিঙ্গারাভেলু চেট্রিয়ার নেতৃত্বে।
তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন?
উত্তরঃ সতীশচন্দ্র সামন্তকে।
ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়?
উত্তরঃ ভিকাজি রুস্তম কামাকে।
রশিদ আলির বিচার কত সালে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৯৪৬ সালের ১২ ফেব্রুয়ারী।
বর্তমানে সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা কত?
উত্তরঃ ২২
কত সালে সরকারি ভাষা আইন পাশ হয়?
উত্তরঃ ১৯৬৩ সালে।
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় – (ক) ১৯৩০-৪০-এর দশকে, (খ) ১৯৪০-৫০-এর দশকে, (গ) ১৯৫০-৬০-এর দশকে, (ঘ) ১৯৬০-৭০-এর দশকে।
উত্তরঃ (ঘ) ১৯৬০-৭০-এর দশকে।
১.২ ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল-
(ক) চণ্ডীদাস, (খ) রাজা হরিশচন্দ্র, (গ) দেনাপাওনা, (ঘ) জামাইষষ্ঠী।
উত্তরঃ (খ) রাজা হরিশচন্দ্রক।
১.৩ কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়-
(ক) ১৮২৫ খ্রি, (খ) ১৮৩০ খ্রি, (গ) ১৮৩৫ খ্রি. (ঘ) ১৮৪৫ খ্রি।
উত্তরঃ (গ) ১৮৩৫ খ্রি.
১.৪ ব্রাহ্মসমাজের মুখপত্র ছিল –
(ক) তত্ত্ববোধিনী পত্রিকা, (খ) পার্থেনন পত্রিকা, (গ) সর্বশুভকরী পত্রিকা, (ঘ) ক্যালকাটা ম্যাগাজিন।
উত্তরঃ (ক) তত্ত্ববোধিনী পত্রিকা।
১.৫ ভারতের পাশ্চাত্য শিক্ষার ‘ম্যাগনাকার্টা’ বলা
(ক) মেকলে মিনিটকে, (খ) উডের ডেসপ্যাচকে, (গ) বেন্টিঙ্কের ঘোষণাকে, (ঘ) সনদ আইনকে।
উত্তরঃ (খ) উডের ডেসপ্যাচকে।
১.৬ মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় নেতৃত্ব দেন—
(ক) রাজমাতা বিনন্দন, (খ) রানি দুর্গাবতী, (গ) রানি শিরোমণি, (ঘ) রানি লক্ষ্মীবাঈ।
উত্তরঃ (গ) রানি শিরোমণি।
১.৭ নীল বিদ্রোহের উৎস চৌগাছা গ্রাম ছিল-
(ক) নদিয়া জেলায়, (খ) যশোহর জেলায়, (গ) ফরিদপুর জেলায়, (ঘ) খুলনা জেলায়।
উত্তরঃ (ক) নদিয়া জেলায় ।
১.৮ ‘বন্দেমাতরম’ সংগীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত? –
(ক) কপালকুণ্ডলা, (খ) দুর্গেশনন্দিনী, (গ) আনন্দমঠ, (ঘ) দেবী চৌধুরাণী।
উত্তরঃ (গ) আনন্দমঠ।
১.৯ সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়েছিল-
(ক) ১৮৮০ খ্রি. (খ) ১৮৮২ খ্রি. (গ) ১৮৮৩ খ্রি, (ঘ) ১৮৮৪ খ্রি।
উত্তরঃ (গ) ১৮৮৩ খ্রি।
১.১০ ১৮৫৭-এর সিপাহি বিদ্রোহে প্রথম শহিদ হয়েছিলেন-
(ক) নানাসাহেব, (খ) রানি লক্ষ্মীবাঈ, (গ) মঙ্গল পান্ডে, (ঘ) তাঁতিয়া তোপি।
উত্তরঃ (গ) মঙ্গল পান্ডে।
১.১১ উইলিয়ম কেরি ছাপাখানা স্থাপন করেন—
(ক) চন্দননগরে, (খ) শ্রীরামপুরে, (গ) কলকাতায়, (ঘ) হুগলিতে।
উত্তরঃ (খ) শ্রীরামপুরে।
১.১২ ‘জাতীয় পদার্থবিদ্যার পথিকৃৎ’ বলা হয় –
(ক) সি ভি রমনকে, (খ) নবগোপাল মিত্রকে, (গ) রাজেন্দ্রলাল মিত্রকে, (ঘ) মেঘনাদ সাহাকে।
উত্তরঃ(গ) রাজেন্দ্রলাল মিত্রকে।
১.১৩ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন-
(ক) সতীশচন্দ্র সামন্ত, (খ) অশ্বিনীকুমার দত্ত, (গ) বীরেন্দ্রনাথ শাসমল, (ঘ) যতীন্দ্রমোহন সেন।
উত্তরঃ (গ) বীরেন্দ্রনাথ শাসমল।
১.১৪ ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল-
(ক) আমেদাবাদে, (খ) মহারাষ্ট্রে, (গ) মুম্বাইতে, (ঘ) কানপুরে।
উত্তরঃ (ঘ) কানপুরে।
১.১৫ লাঙল পত্রিকা মুখপত্র ছিল— (ক) স্বরাজ্য দলের, (খ) যুগান্তর দলের, গৈ) বাংলার শ্রমিক-কৃষক দলের, (ঘ) ভারতের কমিউনিস্ট
দলের।
উত্তরঃ (গ) বাংলার শ্রমিক-কৃষক দলের।
১.১৬ ‘ঢাকা অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠা করেন –
(ক) কৃয়কুমার মিত্র, (খ) পুলিনবিহারী দাস, (গ) সতীশচন্দ্র বসু, (ঘ) প্রমথনাথ মিত্র।
উত্তরঃ (খ) পুলিনবিহারী দাস।
১.১৭ ক্ষুদিরাম বসু ফাসির সাজা পান-
(ক) আলিপুর বোমা, (খ) মুজফ্ফরপুর ষড়যন্ত্র, (গ) লাহোর ষড়যন্ত্র, (গ) মিরাট ষড়যন্ত্র-মামলায়।
উত্তরঃ (খ) মুজফ্ফরপুর ষড়যন্ত্র
১.১৮ ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার তাম্রলিপ্ত জাতীয় সরকার
(ক) কলকাতায়, (খ) তমলুকে, (গ) ঢাকায়, (ঘ) চট্টগ্রামে।
উত্তরঃ (খ) তমলুকে।
১.১৯ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়—
(ক) ১৯৫৩ খ্রিস্টাব্দে, (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে, (গ) ১৯৬০ খ্রিস্টাব্দে, (ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৬০ খ্রিস্টাব্দে।
১.২০ ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ছিলেন-
(ক) শেখ আবদুল্লা, (খ) আবদুল গফ্ফর খান, (গ) মহম্মদ আলি জিন্না, (ঘ) সৈয়দ আহমদ খান।
উত্তরঃ (ক) শেখ আবদুল্লা।
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল-
(ক) বেঙ্গল গেজেট, (খ) সমাচার দর্পণ, (গ) সংবাদ প্রভাকর, (ঘ) দিগ্দর্শন।
উত্তরঃ (ক) বেঙ্গল গেজেট।
১.২ ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন’ – উক্তিটি করেছেন—
(ক) এডমন্ড বার্ক, (খ) লর্ড অ্যাকটন, (গ) ই এইচ কার, (ঘ) অমলেশ ত্রিপাঠী।
উত্তরঃ (গ) ই এইচ কার ।
১.৩ কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন—
(ক) উইলিয়ম বেন্টিঙ্ক, (খ) ক্যানিং, (গ) ডালহৌসি, (ঘ) ওয়েলেসলি।
উত্তরঃ (ক) উইলিয়ম বেন্টিঙ্ক ।
১.৪ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
(ক) মধুসুদন রায়, (খ) উমেশচন্দ্র দত্ত, (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়, (ঘ) গিরিশচন্দ্র ঘোষ।
উত্তরঃ (ঘ) গিরিশচন্দ্র ঘোষ।
১.৫ সতীদাহপ্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা তা হল – (ক) রেগুলেশন XVIll of 1829, (খ) রেগুলেশন XVI of 1829, (গ) রেগুলেশন
XVII of 1829, (ঘ) রেগুলেশন XV of 1829
উত্তরঃ (গ) রেগুলেশন XVII of 1829
১.৬ কোল বিদ্রোহ সংঘটিত হয় – (ক) ১৮২৯, (খ) ১৮৩০, (গ) ১৮৩১, (গ) ১৮৩২
উত্তরঃ (গ) ১৮৩১
১.৭ কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস হয়?-
(ক) ১৮৭৮ খ্রি, (খ) ১৮৬৫ খ্রি. (গ) ১৮৬৭ খ্রি., (গ) ১৮৬৮ খ্রি।
উত্তরঃ (ক) ১৮৭৮ খ্রি ।
১.৮ হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়— (ক) ১৮৫১ খ্রি, (খ) ১৮৬৭ খ্রি, (গ) ১৮৭৫, (ঘ) ১৮৭৬
উত্তর; (খ) ১৮৬৭ খ্রি।
১.৯ সিপাহি বিদ্রোহ প্রথম হয়েছিল— (ক) মিরাটে, (খ) বহরমপুরে, (গ) ব্যারাকপুরে, (ঘ) নাগপুরে।
উত্তরঃ (খ) বহরমপুরে ।
১.১০ সিপাহী বিদ্রোহকে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন-
(ক) রমেশচন্দ্র মজুমদার, (খ) রজনীপাম দত্ত, (গ) রমেশচন্দ্র দত্ত, (ঘ) সুরেন সেন।
উত্তরঃ (ক) রমেশচন্দ্র মজুমদার।
১.১১ ‘গোলদীঘির গোলামখানা’ নামে পরিচিত ছিল— (ক) বসু বিজ্ঞান মন্দির, (খ) কলকাতা বিজ্ঞান কলেজ, (গ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট, (ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়।
উত্তরঃ (ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়।
১.১২ ‘শিশুশিক্ষা’ গ্রন্থটি রচনা করেন—
(ক) মদনমোহন তর্কালংকার, (খ) বিদ্যাসাগর, (গ) দীননাথ সেন, (ঘ) রামসুন্দর বসাক।
উত্তরঃ (ক) মদনমোহন তর্কালংকার।
১.১৩ সারা ভারত কিষান সভা প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯৩৪ খ্রি, (খ) ১৯৩৫ খ্রি, (গ) ১৯৩৭ খ্রি, (ঘ) ১৯৩৬ খ্রি।
উত্তরঃ (ঘ) ১৯৩৬ খ্রি।
১.১৪ ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয়—
(ক) বার্লিনে, (খ) লন্ডনে, (গ) তাসখন্দে, (ঘ) প্যারিসে।
উত্তরঃ (গ) তাসখন্দে।
১.১৭ ‘প্রতাপাদিত্য উৎসব’, ‘বীরাষ্টমী ব্রত’ প্রভৃতির সূচনা করেন-
(ক) সরলাদেবী চৌধুরানি, (খ) ননীবালা, (গ) বাসন্তী দেবী, (ঘ) লক্ষ্মী স্বামীনাথন।
উত্তরঃ (ক) সরলাদেবী চৌধুরানি।
১.১৫ কুনবি বলা হত – (ক) উত্তরপ্রদেশের কৃষকদের, (খ) পাঞ্জাবের কৃষকদের (গ) বাংলার কৃষকদের, (ঘ) গুজরাটের কৃষকদের।
উত্তরঃ (ঘ) গুজরাটের কৃষকদের।
১.১৬ দীপালি সংঘের মুখপত্র ছিল– (ক) রূপশ্রী, (গ) জয়শ্রী, (গ) তনুশ্রী, (ঘ) রাজশ্রী।
উত্তরঃ (গ) জয়শ্রী।
১.১৮ ‘গান্ধিবুড়ি’ নামে পরিচিত—
(ক) মাতঙ্গিনী হাজরা, (খ) কুমোদিনী বসু, (গ) সরোজিনী নাইডু, (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার।
উত্তরঃ (ক) মাতঙ্গিনী হাজরা।
১.১৯ সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়?-
(ক) ১৯৪৬ সালে, (খ) ১৯৭৫ সালে, (গ) ১৯৫৩ সালে, (ঘ) ১৯৫৬ সালে।
উত্তরঃ (খ) ১৯৭৫ সালে।
১.২০ ভারতভুক্তি দলিলের রূপকার ছিলেন—
(ক) মাউন্টব্যাটেন, (খ) ড. রাজেন্দ্র প্রসাদ, (গ) বিঠলভাই প্যাটেল, (ঘ) বল্লভভাই প্যাটেল।
উত্তরঃ (ঘ) বল্লভভাই প্যাটেল।।