মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কাকে বলে?
মৌলিক সংখ্যা কাকে বলে ?
যেসব স্বাভাবিক সংখ্যার সেই সংখ্যা ও ১ ছাড়া আর অন্য কোনো উৎপাদক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন ২, ৩, ৫, ৭ ইত্যাদি।
যৌগিক সংখ্যা কাকে বলে ?
যেসব স্বাভাবিক সংখ্যার সেই সংখ্যা ও ১ ছাড়া ও আরো অন্য উৎপাদক আছে সেই সব সংখ্যা কে যৌগিক সংখ্যা বলে। ৪, ৬ , ৮ ইত্যাদি।
একমাত্র মৌলিক জোড় সংখ্যাটি কত?
উঃ ২ হলো একমাত্র মৌলিক জোড় সংখ্যা।
১ সংখ্যাটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা?
উঃ ১ কে যৌগিক বা মৌলিক কোনো সংখ্যা বলা হয় না।
দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত?
উঃ ১১
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?
উঃ মোট ২৫ টি। এগুলি হল- ২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১,৩৭,৪১,৪৩,৪৭,৫৩,৫৯,৬১,৬৭,৭১,৭৩,৭৯,৮৩,৮৯, এবং ৯৭।
গণিতের অন্যান্য বিষয়গুলি জানার
গণিত সম্পর্কে আরও কিছু পেতে আমাদের সাইটে থাকা PDF বইগুলি ডাউনলোড করুনঃ
অংকে অংকে আই কিউ PDF Download(IQ Math Bengali PDF)
অংকের ধাঁধা(Anker Dhadha) PDF Download-
অঙ্ক ভাইয়া- Anko Vaiya by Chamok Hasan PDF Download
৫০৫ গাণিতিক ক্যুইজ- 505 Ganitik Quiz- 505 Math Quiz Bengali
গণিতের মজার দুনিয়া |কম্বিনেটরিক্স | দীপু সরকার ও রাফে জায়েদ
Gonitangko by Shahriar Kabir | গণিতাঙ্ক- গণিত শেখার বই pdf
গণিতের সকল সূত্র PDF | পাটিগণিতের সুত্র | বীজগণিতের সুত্র | পরিমিতির সূত্র (Math Formulas Bengali)
বর্গ নির্ণয় করার সূত্র। ঘন নির্ণয়ের সূত্র PDF