পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর | পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
পদার্থের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তিকে কী বলে?
Ans: স্থিতিশক্তি।
সমুদ্রের প্রধান উৎপাদকের নাম কী ?
Ans: প্ল্যাংকটন বিশেষত ডায়াটম।
পৃথিবীতে সাগর ও মহাসাগর কত শতাংশ জায়গা দখল করেছে?
Ans: 71 শতাংশ।
নাতিশীতোষ্ণ বনাঞ্চল কোথায় দেখতে পাওয়া যায় ?
Ans: ভারতের হিমালয় ও নীলগিরি পর্বতে।
সাব-অ্যালপাইন বনাঞ্চলের একটি নাম লেখাে।
Ans: পাইন।
হিমালয়ে কী ধরনের বনাঞ্চল দেখতে পাওয়া যায় ?
Ans: সরলবর্গীয় বনাঞ্চল।
গবাদিপশুর চারণযােগ্য তৃণভূমি কী নামে পরিচিত?
Ans: চারণভূমি।
ছত্রাক ও শৈবালের সংযুক্তিকে কী বলে?
Ans: লাইকেন।
একটি প্রচলিত শক্তির নাম লেখাে।
Ans: পেট্রোল।
একটি অপ্রচলিত শক্তির নাম লেখাে।
Ans: সৌরশক্তি।
একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখাে।
Ans: কয়লা।
কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয় ?
Ans: সালােকসংশ্লেষ।
বালির ওপরে জন্মায় এমন উদ্ভিদকে কী বলে?
Ans: সামােফাইট।
কোন্ বিজ্ঞানী লক্ষ করেছিলেন – “পৃথিবীতে প্রতিটি জীবের প্রজনন ক্ষমতা অসীম”?
Ans: চার্লস ডারউইন।
ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী ?
Ans: জার্মান বিজ্ঞানী আর্নস্ট হেক।
ইকোলজি শব্দটির প্রথম প্রচলন হয় কত খ্রিস্টাব্দে?
Ans: 1869 খ্রিস্টাব্দে।
বিজ্ঞানী এ. জি. ট্যান্সলে বাস্তুতন্ত্র কথাটি প্রথম কত খ্রিস্টাব্দে ব্যবহার করেন?
Ans: 1935 খ্রিস্টাব্দে।
গ্রিক Oikos শব্দের অর্থ কী?
Ans: ঘর।
Logos কথার অর্থ কী?
Ans: পঠনপাঠন বা জ্ঞান।
বনভূমির বাস্তুতন্ত্রে উৎপাদক-এর ভূমিকা পালন করে কারা ?
Ans: সবুজ উদ্ভিদরা।
এশিয়ার তৃণভূমি কী নামে পরিচিত?
Ans: স্টেপ।
একটি স্থলজ বায়ােমের নাম লেখাে।
Ans: বনাঞ্চলীয় বায়ােম।
তৃণভূমিতে উৎপাদক ও খাদক মারা যাবার পর কাদের কাজ শুরু হয়?
Ans: বিয়ােজকদের।
মঙ্গোলিয়ার মরুভূমির নাম কী ?
Ans: গোবি
মরুভূমিতে খাদকদের মধ্যে কোন্ প্রাণী অন্যতম ?
Ans: উট।
পুকুরের মধ্যে বিয়ােজক কোথায় থাকে?
Ans: বােদ বা পাকের মধ্যে।
বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কী ?
Ans: বায়ােস্ফিয়ার।
বাস্তুরীতির শক্তির উৎস কী?
Ans: সূর্য।
You Might Be Also Like:
Biology(জীববিদ্যা) GK in Bengali for Competitive Exam | Part 1
ভারতের জল সম্পদ (India’s water Resources Bengali GK) প্রশ্ন ও উত্তর
Chemistry(রসায়নবিদ্যা) GK Bengali Question & Answer