পদার্থবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Physics Question in Bengali: এখানে পদার্থবিদ্যা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল। এগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকৃত। Physics G.K Question in Bengali
পদার্থবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
1) আলোকবর্ষ কিসের একক?
উ: দূরত্বের।
2) দূরত্বের সবচেয়ে বড় একক কি?
উ: পারসেক।
3) সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়িটির নাম কি?
উ: সিজিয়াম ঘড়ি।
4) কাজের একক এর নাম কি?
উ: আর্গ।
5) ডায়নামোতে কোন শক্তির রূপান্তর হয়?
উ: যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে।
6) মাইক্রোফোনের মাউথপিসে কোন শক্তির রূপান্তর?
উ: যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।
7) অতি উচ্চ উষ্ণতায় আয়নিত অবস্থা কে কি বলে?
উ: প্লাজমা।
8) অতি নিম্ন উষ্ণতায় পদার্থের অবস্থা কে কি বলে?
উ: অতি তরল অবস্থা।
9) অতি নিম্ন উষ্ণতা বিষয়ক পদার্থের বিজ্ঞানকে কি বলে?
উ: ক্রায়োজেনিক্স।
10) জল জমলে আয়তন কী প্রকৃতির হয়?
উ: বাড়ে।
11) ভর কি দিয়ে মাপা হয়?
উ: সাধারণ তুলা দিয়ে।
12) ভার বা ওজন কি দিয়ে পরিমাপ করা হয়?
উ: স্প্রিং তুলা দিয়ে।
13) প্রেসার কুকারের প্রস্তুতিতে কোন নীতিকে কাজে লাগানো হয়?
উ: তরলের ওপর চাপ বাড়লে তরলের স্ফুটনাংক বাড়ে।
14) বরফের গলনের লীন তাপ কত?
উ:80 ক্যালোরি/ গ্রাম।
15) জলের বাষ্পীভবনের লীন তাপ কত?
উ:537 ক্যালোরি/ গ্রাম।
16) দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রী উল্টো দিকে ঝুঁকে পড়ে কেন?
উ: স্থিতি জাড্য।
17) চলন্ত বাস ব্রেক কষলে বাসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
উ: গতিজাড্য।
18) ভূমির সঙ্গে আনতভাবে ঢিল ছুঁড়লে তা যে পথে পুনরায় ভূমি স্পর্শ করে তাকে কি বলে?
উ: অধিবৃত্তাকার।
19) সিজিএস পদ্ধতিতে বলের একক কি?
উ: ডাইন।
20) এম.কে.এস পদ্ধতিতে বলের পরম একক কি?
উ: নিউটন।
21) কার্যের ব্যবহারিক একক এর নাম কি?
উ: জুল।
22) ক্ষমতার ব্যবহারিক একক এর নাম কি?
উ: ওয়াট।
23) টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার?
উ: প্রথম শ্রেণীর।
24) নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার?
উ: দ্বিতীয় শ্রেণীর।
25) মানুষের হাত কোন শ্রেণীর লিভার?
উ: তৃতীয় শ্রেণীর।
26) অপটিক্যাল ফাইবারের মূলত আলোর কোন ধর্মকে কাজে লাগানো যায়?
উ: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
27) গোধূলির কারন কি?
উ: বিক্ষেপণ।
28) মরুভূমির মরীচিকার কারণ কি?
উ: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
29) আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে?
উ: হাইগেনস।
30) সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?
উ: 500 সেকেন্ড।
31) পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কি?
উ: আলফা সেনটাউরি।
32) পৃথিবী থেকে দেখা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি?
উ: সাইরাস।
33) কোন বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাবার ফলে সবচেয়ে কম বিচ্যুত হয়?
উ: লাল।
34) কোন বর্ণের আলো বিচ্ছুরণের কারণে সবচেয়ে বেশি বিচ্যুত হয়?
উ: বেগুনি।
35) লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কিরূপ দেখায়?
উ: কালো।
36) উদীয়মান ও অস্তগামী সূর্যকে লাল দেখানোর কারণ কি?
উ: বিক্ষেপণ।
37) বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন?
উ: লাল আলোর বিক্ষেপণ কম।
38) হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি?
উ: নীল।
39) ইলেকট্রন কে আবিষ্কার করেন?
উ: টমসন।
40) প্রোটন কে আবিষ্কার করেন?
উ: গোল্ডস্টাইন।
41) নিউট্রন কে আবিষ্কার করেন?
উ: স্যাডউইক।
42) সমান পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভিন্ন ভর সংখ্যার পরমাণু গুলিকে কি বলে?
উ: আইসোটোপ।
43) সমান ভর সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক এর পরমাণু গুলিকে কি বলে?
উ: আইসোবার।
44) সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক এর পরমাণু গুলিকে কি বলে?
উ: আইসোটোন।
45) দুই ভরসংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে?
উ: ডয়টেরিয়াম।
46) তিন ভরসংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন কে কি বলে?
উ: ট্রাইট্রিয়াম।
47) ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে কি বলে?
উ: ক্যাটায়ন।
48) বায়ুতে শব্দের বেগ কত?
উ:332 মি./ সেকেন্ড।
49) শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
উ: শূন্য।
50) ম্যাক সংখ্যা কি?
উ: কোন বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাত।
এছাড়া দেখে নিতে পারোঃ
ভৌতবিজ্ঞানের অঙ্ক করার সূত্রগুলি(Physical Science Math Formulas) PDF