[Part 5] Class 3 Bengali 2021 Model Task(August) Question & Answers

[Part 5] Class 3 Bengali 2021 Model Task(August) Question & Answers:

মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন ও উত্তর(আগস্ট)

তৃতীয় শ্রেণি

বিষয়: বাংলা

নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

. ‘তা নদীমা তাের মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন’– একথা কে বলেছিল ?

উ: গৌরী ধর্মপালের ‘সােনা গল্পে চাষী এ কথা বলেছিল।

 

২. ‘সে থেকে সেই গাঁয়ের নাম হলাে সােনারগাঁ।’—গাঁয়ের নাম ‘সােনারগাঁ’ হলাে কেন?

উ: সরকারের লােকেরা গ্রামে সােনা খুঁজতে আসার পর থেকে গ্রামের নাম
হল ‘সােনারগাঁ।

 

৩. “তােমরা কী? মানুষ না পিশাচ?’–সােনার একথা বলার কারণ কী?

উ: সোনা এ কথা বলেছিল কারণ,  যে নদী মানুষকে বিভিন্নভাবে উপকার করে সেই নদীকেই মানুষ বিভিন্নভাবে কলুষিত করছে।

 

৪ ‘সঙ্গে যেতুম তাের আমি জীবনভর।”—কেন কবি ‘নদীর সঙ্গে ‘জীবনভর’ যেতে পারেন না?

উ: নদী সােজা পথে না গিয়ে এঁকে বেঁকে যায়। কিন্তু কবি চান সােজা পথে চলতে। তাছাড়া দশজনার নিষেধের কারণেও কবি নদীর সাথে এঁকেবেঁকে যেতে পারেন না।

 

৫. ‘এ প্রশ্নের উত্তর একটাই—নদীর তীরে একা’ রচনা অনুসরণে ‘প্রশ্ন’ আর তার উত্তরটি লেখাে।

উ: জীবন সর্দারের লেখা ‘নদীর তীরে একা’ রচনাংশে প্রশ্নটি হল, অনেক নদীর তীরে কবি কেন একা একাই গিয়েছেন? এবং এর উত্তরটি হলােকবি অনেক নদীর তীরে একা একাই গিয়েছেন প্রকৃতি পড়ুয়া হবেন বলে।

 

৬. ‘আমাকে চমকে দিয়ে নৌকো খুলে দিল মনু।”—এবারে কী দেখা যাবে বলে লেখক আশা করেছেন?

উ: এবারে নদীর তীরের গাছপালা, মাটির রং, বছর বছর ধরে জমে থাকা পলির স্তর, নদীর তীরে আটকে থাকা শামুক-পেঁড়ি-গুগলির খােলস, পাখি ও প্রজাপতির চলাচল দেখা যাবে বলে লেখক আসা করেছেন।

 

৭. আমরা শুধু যাব মা’, তিনজনে’– ‘তিনজন’ কে কে? তারা কোথায় যেতে চায়?

উ: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৌকোযাত্রা’ কবিতায় ‘তিনজন’ বলতে কবি, আশু এবং শ্যামকে বােঝানাে হয়েছে। কবি আশু ও শ্যাম কে সঙ্গে নিয়ে সাত সমুদ্র তেরাে নদীর পাড়ে যেতে চায়।

 

৮. ‘অংরের চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উছেছে।’- লেখকের একথা বলার কারণটি বুঝিয়ে দাও।

উ: পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায়ের ‘ঢেউয়ের তালে তালে’ রচনায়  অংরের চারধারে কচ্ছপ এবং নানা রঙের মাছের ভিড় দেখে লেখক এ কথা বলেছেন।

 

৯. ‘…দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।—ডিউক এভাবে হেসে উঠেছে কেন?

উ: লেখক ও ডিউক টিনে ভরা রসগােল্লা খাওয়ার পর টিনটি নদীর জলে ফেলার সময় দু এক ফোটা রস লেখক এর গায়ে পড়েছিল। পিঁপড়ে আসবে ভেবে লেখক তাড়াতাড়ি সেই রস সমুদ্রের জল দিয়ে ধুয়ে নিচ্ছিল। এটা দেখে ডিউক হেসে উঠেছিল। কারণ এই মাঝ সমুদ্রে পিপড়েকে আসতে হলে প্রায় দুশো মাইল পথ সাঁতরে আসতে হবে যেটা সম্ভব নয়।

 

১০. ‘হঠাৎ কোথায় চললি রে?’– পর্যটন কবিতায় এই প্রশ্নের উত্তরে কী বলা হয়েছে?

উ: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘পর্যটন’ কবিতায় ‘হঠাৎ কোথায় চললি রে?’ এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে ‘সান্টা ফে, সান্টা ফে’।

 

Check Also:

2021 Activity Task II (August) Class 3 Health and Physical Education Answers

2021 Activity Task II (August) Class 3 Subject English(Group A) Answers

2021 Activity Task II (August) Class 3 All Subject Questions(PDF) & Answers

 

Leave a Comment

Your email address will not be published.

x