[Part 2] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণির ভূগোল | Class Six Model Activity Task Geography Part 2:
১. যে গ্রহ তার নিজের অক্ষের চারদিকে উত্তর থেকে দক্ষিণে ঘােরে তার নাম ও দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর: নিজের অক্ষের চারদিকে উত্তর থেকে দক্ষিণে ঘুরে এমন একটি গ্রহের নাম হল ইউরেনাস।
ইউরেনাস এর দুটি বৈশিষ্ট্যঃ
i) মিথেন গ্যাস বেশি থাকায় এই গ্রহের রং সবুজ হয়।
ii) এটি সবথেকে শীতলতম গ্রহ, এর তাপমাত্রা – 216 ডিগ্রী সেলসিয়াস।
২. আন্তর্জাতিক তারিখরেখা বাঁকিয়ে আঁকা হয়েছে কেন?
উত্তর: আন্তর্জাতিক তারিখ রেখা হল 180° দ্রাঘিমারেখা, যার পূর্ব দিকে গেলে একদিন যোগ করতে হয় অর্থাৎ তারিখ একদিন এগিয়ে ধরতে হয় এবং পশ্চিম দিকে গেলে একদিন বিয়োগ করতে হয় অর্থাৎ তারিখ একদিন পিছিয়ে ধরতে হয় । এই সমস্যা কাটানোর জন্য স্থলভাগের উপর দিয়ে কল্পনা না করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। কিন্তু জলভাগের উপর দিয়ে কল্পনা করা হলেও মাঝে মাঝে স্থলভাগ এড়ানোর জন্য রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যদি স্থলভাগের উপর দিয়ে যেত তাহলে একই দেশে দুইটি তারিখ হতো এবং এর ফলে বিশাল সমস্যা দেখা দিত । তাই আন্তর্জাতিক তারিখ রেখা কে বাঁকিয়ে দেওয়া হয়েছে।
৩. কয়ালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে।
এর দুটি বৈশিষ্ট্য হলঃ
- কয়ালের জল লবণাক্ত হয় ।
- কয়ালের একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত হয়।
- কয়াল স্থলভাগ দ্বারা আবদ্ধ হয়।
৪. থর মরুভূমি জনবিরল কেন?
থর মরুভূমিতে জনসংখ্যা খুবই কম । এখানে জনসংখ্যা বিরল হওয়ার কারণগুলি হলঃ
- চরমভাবাপন্ন জলবায়ু অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি হয়।
- শুষ্ক ও লবণাক্ত মৃত্তিকা অর্থাৎ অনুর্বর মাটি।
- গড় বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম।
- কৃষিকাজ তেমন হয় না
- অনুন্নত যোগাযোগ ব্যবস্থা
- উপযুক্ত জীবিকার সংস্থান নেই
- জীবনধারণের জন্য সার্বিক প্রতিকূল পরিবেশ।
এছাড়া দেখুন:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 ইতিহাস part 2
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 পরিবেশ ও বিজ্ঞান part 2
Part 2 Bengali Class 6 Model Activity Task 2021 Answers
Class 6 Model Activity Task Subject Geography Part 1 Answers
Class 6 History Part 1 Model Activity Task 2021 Answers
Model Activity Task Class 6 Poribesh O Biggan(পরিবেশ ও বিজ্ঞান) Part 1
Class 6 Model Activity Task Bengali Part -1
Class 6 Model Activity Task 2021 Mathematics Part 1 Answers
Class 6 Math( ষষ্ঠ শ্রেণির গণিত) Model Activity Part 2 Answers
Class 6 Model Activity Task 2021 English Part 1 Answers
Class 6 English Model Activity Task Part 2 Questions & Answers
Class 6 Model Activity Task 2021 All Part PDF Download