Part 2 Bengali Class 6 Model Activity Task 2021 Answers | Model Activity Task 2021 Part 2 Bengali | Model Activity Task 2021 Class VI Bengali Part Answers |
Part 2 Bengali Class 6 Model Activity Task 2021 Answers:
১.১। “ও তো পথিক জনের ছাতা”- পথিক জনের ছাতাটি কি?
উত্তরঃ অশ্বত্থ গাছ কে পথিক জনের ছাতা বলা হয়েছে কারণ এই গাছ ছাতার মতো ছায়া দান করে।
১.২। “কি দেখছিলে বাইরে”- এই প্রশ্নের উত্তরে শংকর কি বলেছিল?
উত্তরঃ এই প্রশ্নের উত্তরে শংকর ঘাবড়ে গিয়ে মাস্টার মশাইকে বলেছিল যে সে শঙ্খচিল দেখছিল।
“সেনাপতি শংকর” গল্পে শংকর শঙ্খচিল পাখি দেখছিল।
১.৩। “স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে”- কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে?
উত্তরঃ পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে।
১.৪। “মন ভালো করা” কবিতায় কবি রোদ্দুর কে কিসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা ‘ মন ভালো করা ‘ কবিতায় কবি রোদ্দুরকে মাছরাঙার গায়ের রঙের সাথে তুলনা করেছেন ।
১.৫ ) ‘ একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাচিয়েঁছে ,সেটি হচ্ছে, পশুদের ভাষার জ্ঞান ‘ – কে একথা বলেছে ?
উত্তরঃ সুবিনয় রায়চৌধুরী রচিত “পশু পাখির ভাষা” রচনায় আলোচ্য উক্তিটি করেছেন ক্যাস্টাং সাহেব ।
১.৬। “ঘাস ফড়িং” কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল?
উত্তরঃ একটা ঘাসফড়িং এর সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন তখনই ঘাস ফড়িং এর সাথে তার নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল।
১.৭। কুমোরে পোকা কিভাবে মাকড়সা শিকার করে?
উত্তরঃ কুমোরে পোকা মাকড়সা দেখতে পেলে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, তারপর শরীরে হুল ফুটিয়ে এক রকম বিষ ঢেলে দেয়। এইভাবে কুমোরে পোকা মাকড়সা শিকার করে।
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
২.১। বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয়- অত:+এব= অতএব/ ছন্দ:+বদ্ধ= ছন্দবদ্ধ / সর:+বতী= সরস্বতী/ নি:+ অবধি= নিরবধি ।
উত্তর: ছন্দ:+বদ্ধ= ছন্দবদ্ধ।
২.২। যেটি জোর বাধা সাধিত শব্দ নয়- দয়াময়/ দশানন/ তেলেভাজা/ সিংহাসন ।
উত্তর: দয়াময়।
২.৩।বিসর্গসন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে, এমন দুটি উদহারন দাও।
উত্তর:
অত:+ এব= অতএব।
মন:+ স্থ = মনস্থ।
এছাড়া দেখুন:
Class 6 Model Activity Task Subject Geography Part 1 Answers
Class 6 History Part 1 Model Activity Task 2021 Answers
Model Activity Task Class 6 Poribesh O Biggan(পরিবেশ ও বিজ্ঞান) Part 1
Class 6 Model Activity Task Bengali Part -1
Class 6 Model Activity Task 2021 Mathematics Part 1 Answers
Class 6 Math( ষষ্ঠ শ্রেণির গণিত) Model Activity Part 2 Answers
Class 6 Model Activity Task 2021 English Part 1 Answers
Class 6 English Model Activity Task Part 2 Questions & Answers
Class 6 Model Activity Task 2021 All Part PDF Download