[Part 1] Class 7 পরিবেশ ও বিজ্ঞান | মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর |মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান ক্লাস সেভেন Part 1 | class 7 paribesh o bigyan part 1 Model activity task answers |
[Part 1] Class 7 পরিবেশ ও বিজ্ঞান | মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর:
১ ) একটি বস্তুর উষ্ণতা হলে 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নির্ণয় করো।
উত্তরঃ C= 40 , F = ?
`\frac{C}{5}=\frac{F-32}{9}`
Or, `\frac{40}{5}=\frac{F-32}{9}`
Or, `8=\frac{F-32}{9}`
Or, (F – 32) = 8 x 9
Or,(F – 32) = 72
Or, F = 72 + 32
Or, F = 104
অর্থাৎ ফারেনহাইট স্কেলে মান হবে 104 ডিগ্রী।
২ ) ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় ?
উত্তরঃ ম্যারাসমাস রোগের লক্ষণ গুলি হলো-
i ) দেহের পেশী গুলির খুব বেশি ক্ষয় হয়।
ii ) দেহের বিভিন্ন জায়গায় চামড়া কুঁচকে যায়।
iii ) বুকের হাড়গুলো বাইরে থেকে দেখা যায়।
iv ) চামড়া ও চুল ফ্যাকাশে হয়ে যায়।
v ) হাত পা গুলো সরু হয়ে যায়।
৩ ) তুঁতের জলীয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কি পরিবর্তন দেখবে ? এটি কি ধরনের বিক্রিয়া ? বিক্রিয়ার সমীকরণ দাও।
উত্তরঃ ৩. তুঁতের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে লোহা তুঁতে থেকে ধাতব কপার অধঃক্ষিপ্ত করবে , এবং ফেরাস সালফেট উৎপন্ন করবে। অধঃক্ষিপ্ত হাওয়া কপার লোহার পেরেকের গায়ে লাল রঙের আস্তরণ তৈরী করবে।
সমীকরণ : Fe + CuSO4 = FeSO4 + Cu ↓
৪ ) তোমার দেহ থেকে কোন কোন উপায় জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো।
উত্তরঃ i ) ঘামের মাধ্যমে জল মানবদেহের বাইরে বেরিয়ে যায়।
ii ) মল ও মূত্রের মাধ্যমে জল মানবদেহের বাইরে বেরিয়ে যায়।
iii ) বাস্প আকারে মুখের মাধ্যমে জল দেহের বাইরে বেরিয়ে যায়।
এছাড়া দেখুনঃ
Class 7 Model Activity Task 2021 Mathematics Part 1 Answers
WB Class 7 Model Activity Task Solve | Subject English part 2
Class 7 Model Activity Task 2021 English(2nd Language) Part 1
Class 7 Model Activity Task 2021 All Part PDF Download
সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান পার্ট ওয়ান মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন ও উত্তর
Thats great Thanks for you
You are welcome
Class seven activities tasks allPdf file upload & send my mail