১.১ উচ্চ ভূমিরূপ সমুদ্রতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হল-
(ক) আরােহণ
(খ) অবরােহণ
(গ) পর্যায়ন
(ঘ) নগ্নীভবন
১.২ লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল
(ক) অবঘর্ষ ক্ষয়
(খ) ঘর্ষণ ক্ষয়।
(গ) জলপ্রবাহ ক্ষয়
(ঘ) দ্রবণ ক্ষয়
১.৩ পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হল-
(ক) সাগরদ্বীপ
(খ) ইলহা-দ্য-মারাজো
(গ) মাজুলি
(ঘ) লাক্ষাদ্বীপ
১.৪ রসে মতানে সৃষ্টি হয়—
(ক) বায়ুর ক্ষয়কার্যের ফলে
(খ) নদীর ক্ষয়কার্যের ফলে
গ) হিমবাহের ক্ষয়কার্যের ফলে
(ঘ) সমুদ্রের ক্ষয়ের ফলে
১.৫ ইয়াদাং ভূমিরূপটি গঠিত হয়-
(ক) নদীর ক্ষয়কার্যের ফলে
(খ) বায়ুর ক্ষয়কার্যের ফলে
(গ) সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে
(ঘ) হিমবাহের ক্ষয়কার্যের ফলে
১.৬ ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম-
(ক) রাজস্থান
(খ) মধ্যপ্রদেশ
(গ) বিহার
(ঘ) সিকিম
১.৭ ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়ে
(ক) শীত ঋতুতে
(খ) গ্রীষ্ম ঋতুতে
(গ) শরৎ ঋতুতে
(ঘ) বর্ষা ঋতুতে
১.৮ মাউন্ট এভারেস্ট-এর পূর্বনাম ছিল-
ক) পিক ফিফটিন
(খ) K2
(গ) ধবলশীর্ষ
(ঘ) টেথিস
১.৯ ছােটোনাগপুর মালভূমির মধ্য-পশ্চিমভাগের যে সমতল পৃষ্ঠদেশযুক্ত উঁচু অঞ্চল থেকে চারপাশে বহু
ধাপ সৃষ্টি হয়েছে, তা হল-
(ক) দাক্ষিণাত্য অঞ্চল
(খ) মালব মালভূমি
গ পাট অঞ্চল
(ঘ) মালনা অঞ্চল
১.১০ ব্রম্মপুত্র নদ তিব্বতে পরিচিত
(ক) দিবং নামে
(খ) লােহিত নামে
গ সাংপাে নামে
(ঘ) সিয়ং নামে
১১১ তৃষার্ত ফসল (Thirsty crop) বলে
(ক) ধানকে
(খ) পাটকে
(গ) গমকে
(ঘ) ইক্ষুকে
১.১২ কার্পাস চাষে ক্ষতিকর পােকা হল
ক পিংকবােলওয়ার্ম
(খ) পাপাল
(গ) রাইজোবিয়াম
(ঘ) গুটিপােকা
১.১৩ ‘ধারণযােগ্য উন্নয়ন’ কথাটি প্রথম ব্যবহার করেন—
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) পুলম্যান
(গ) পিজিং টোন
(ঘ)এভাবেল ফোর
১.১৪ 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল-
(ক) কেরল
(খ )বিহার
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) উত্তরপ্রদেশ
এছাড়া দেখতে পারো:
Indian Geography in Bengali | MCQ Questions & Answers in Bengali
মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর-Class 10th Geography MCQ
মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর-Class 10th Geography MCQ
WBBSE Madhyamik Geography MCQ Question and Answer in the Bengali Language
মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর । দশম শ্রেণীর ভূগোল প্রশ্নোত্তর
Study Solve for WBBSE Madhyamik Examination 2021