[New] Class 6 Model Activity Task 2021 Health and Physical Education | Part 4
প্রথম অধ্যায় : দেশাত্মবোধ এবং দ্বিতীয় অধ্যায় : প্রাথমিক চিকিৎসা
১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (✅) চিহ্ন দাও :
(ক) ভারতবর্ষের জাতীয় পতাকার কোন্ রংটি নীচের দিকে থাকে?
(১) সাদা
(২) সবুজ
(৩) গেরুয়া
উত্তরঃ (২) সবুজ
(খ) জাতীয় পতাকার সাদা রং কীসের প্রতীক?
(১) ত্যাগ
(২) আনন্দ
(৩) শান্তি ও পবিত্রতা
উত্তরঃ (৩) শান্তি ও পবিত্রতা
(গ) প্রাথমিক চিকিৎসা করা হয়। –
(১) ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে
(২) ডাক্তারের দেখার পর
(৩) রোগ থেকে সেরে ওঠার পর
উত্তরঃ (১) ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে
(ঘ) কখন ‘স্প্লিট’ ব্যবহার করা হয়? –
(১) রক্তপাত
(২) জ্বর কমাবার জন্য
(৩) অস্থিভঙ্গের ক্ষেত্রে
উত্তরঃ (৩) অস্থিভঙ্গের ক্ষেত্রে
২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
(ক) ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির ___________ নীল রঙের __________ কাঁটাবিশিষ্ট চক্র বসানো থাকে।
উত্তরঃ মাঝে, ২৪টি
(খ) জাতীয় শোকপ্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে __________ তুলে তারপর দন্ডের __________ পর্যন্ত নামাতে হবে।
উত্তরঃ উঁচুতে, অর্ধেক
(গ) আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম __________ চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উত্তরঃ উপায়ে শ্বাস-প্রশ্বাস
(ঘ) বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় __________ থাকা আবশ্যক।
উত্তরঃওষুধ
৩। সারণির মধ্যে সমতাবিধান করোঃ
উত্তরঃ
বাঁদিক |
ডানদিক |
(ক) আশোকচক্র | (iii) অবাধ অগ্রগতির প্রতীক। |
(খ) ত্রিবর্ণরঞ্জিত | (vii) ভারতবর্ষের জাতীয় পতাকা |
(গ) সবুজ রং | (vi) সুজলা-সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক |
(ঘ) অচৈতন্য ব্যক্তি | (ii) দ্রুত জ্ঞান ফেরাতে হবে। |
(ঙ) স্বপ্ল রক্তপাত হচ্ছে | (i) ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে। |
(চ) প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে | (v) দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে। |
সম্পূর্ণ উত্তরটি PDF ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ
Class 6 Health and Physical Education Model Activity Task
এছাড়া দেখোঃ
[New] 2021 Model Activity Task Class 6 Subject Bengali(PDF)| Part 4
[New] 2021 Model Activity Task Class 6 Mathematics PDF | Part 4
[New] 2021 Model Activity Task Class 6 History | Part 4
[New] 2021 Model Activity Task Class 6 পরিবেশ ও ভূগোল | Part 4
[New] 2021 Model Activity Task Class 6 Poribesh O Biggan | Part 4
[New] 2021 Model Activity Task Class 6 English(Group A) Solution