[New] Class 4 AMADER PARIBESH 2021 Model Activity Task Answers | চতুর্থ শ্রেণির নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর বিষয় আমাদের পরিবেশ ।
2021 Model Activity Task । Class 4 | Amader Paribesh:
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলাে -(ক) বট (খ) পলাশ (গ) ফণীমনসা (ঘ) আম।
উত্তরঃ (গ) ফণীমনসা
১.২ উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলাে – (ক) নাইট্রোজেন (খ) অক্সিজেন (গ) নিষ্ক্রিয় গ্যাস (ঘ) কার্বন ডাইঅক্সাইড।
উত্তরঃ (খ) অক্সিজেন
১.৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলাে- (ক) গন্ডার (খ) ডােডাে (গ) কুমির (ঘ) হরিণ।
উত্তরঃ (খ) ডােডাে
২. শূন্যস্থান পূরণ করাে :
২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলাে_____।
উত্তরঃ জোড়া
২.২ বাটখারা দিয়ে কোনাে জিনিসের ______মাপা হয়।
উত্তরঃ ওজন
২.৩ ______ থেকে বেরােয় লালারস।
উত্তরঃ লালাগ্রন্থি
একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ কী করে চাল থেকে ধানের খােসাকে আলাদা করবে?
উত্তরঃ ঢেঁকি বা হলার মেশিনব্যবহার করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করব।
৩.২ ফুসফুস ভালাে রাখার উপায় কী কী?
উত্তরঃ ফুসফুস ভালো রাখার উপায় গুলি হল-
i) নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে।
ii)ধোঁয়া ও ধুলোবালি থেকে দূরে থাকতে হবে।
iii) অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার যেমন- আঙ্গুর , আপেল , আনারস খেতে হবে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ “বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন”, কেন এমন হচ্ছে বলে তােমার মনে হয়?
উত্তরঃ
- মানুষ জঙ্গল সব কেটে ফেলছে । প্রাণীদের খাবার ও জলের অভাব দেখা দিচ্ছে ।
- মানুষ জলাভূমি বন্ধ করে ফেলছে ।
- বর্তমানে ফসলের জমিতে প্রচুর সার ও কীটনাশক ব্যবহৃত হয় এর ফলে বহু পাখি ও প্রাণী মারা যাচ্ছে ।
- এছাড়া বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রাণীদের বাসস্থান বিপন্ন হচ্ছে।
এছাড়া দেখোঃ
[NEW] Class 4 2021 English Model Activity Task Answers
[New] Class 4 Math(Ganit) 2021 Model Activity Task Answers
It helps me very much.
Please tell this app name.
I love studysolve.online.