[New] 2021 Model Activity Task Class 6 Subject Bengali(PDF)| Part 4

[New] 2021 Model Activity Task Class 6 Subject Bengali(PDF)| Part 4:

 

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

১.১ ‘ভবঘুরে’ কবিতায় শুকনাে খড়ের আঁটি রয়েছে।

(ক) অশ্বত্থ গাছের নীচে

(খ) মাঠে

(গ) গােলাঘরে

(ঘ) নৌকোর খােলে

 

১,২ ‘তাকে আসতে বলবে কাল।– আসতে বলা হয়েছে।

(ক) শংকর সেনাপতিকে

(খ) অভিমন্যু সেনাপতিকে

(গ) বিভীষণ দাশকে

(ঘ) পঞ্চানন অপেরার মালিককে

 

১.৩ ‘আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে।

(ক) বুনাে পাহাড়

(খ) মরুভূমি

(গ) প্রভাত সূর্য

(ঘ) পাইন গাছ

 

১.৪ ‘যেতে পারি কিন্তু কেন যাব’ কাব্যগ্রন্থটির রচয়িতা

(ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

(খ) অরুণ মিত্র

(গ) শক্তি চট্টোপাধ্যায়

(ঘ) অমিয় চক্রবর্তী

 

১.৫ পূর্ববঙ্গের মাহুতের ভাষায় ‘মাইল’ শব্দের অর্থ

(ক) পিছনে যাও

(খ) সাবধান

(গ) বস।

(ঘ) কাত হও

২. খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ ‘ও তাে পথিকজনের ছাতা’ – পথিকজনের ছাতা কোনটি?

২.২ ‘এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে।

– কেন এমনটি হয়?

২.৩ ‘মন-ভালাে-করা’ কবিতায় কবি রােদুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

২.৪ ‘আমি কথা দিয়ে এসেছি কথক কোন্ কথা দিয়ে এসেছেন?

৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

৩.১ ‘দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।

– কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে?

৩.২ … তাই তারা স্বভাবতই নীরব।

– কাদের কথা বলা হয়েছে? তারা নীরব কেন?

৩.৩ এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়।

– উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি ‘কুমােরে-পােকার বাসাবাড়ি’ রচনাংশ অনুসরণে লেখাে।

৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :

৪.১ বিসর্গসন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে ‘’ হচ্ছে – এমন দুটি উদাহরণ দাও।

৪.২ বিসর্গসন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে – এমন দু’টি উদাহরণ দাও।

৪.৩ উদাহরণ দাও। জোড়বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ।

৪.৪ সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়?

 

নিচের লিঙ্ক থেকে উত্তরপত্রটি ডাউনলোড করে নাওঃ

Download Class 6 Bengali Model Activity Task Part 4

 

এছাড়া দেখোঃ

[New] 2021 Model Activity Task Class 6 Mathematics PDF | Part 4

[New] 2021 Model Activity Task Class 6 History | Part 4

[New] 2021 Model Activity Task Class 6 পরিবেশ ও ভূগোল | Part 4

[New] 2021 Model Activity Task Class 6 Poribesh O Biggan | Part 4

[New] 2021 Model Activity Task Class 6 English(Group A) Solution

 

Leave a Comment

Your email address will not be published.

x