[New] 2021 Model Activity Task Class 6 পরিবেশ ও ভূগোল | Part 4

[New] 2021 Model Activity Task Class 6 পরিবেশ ও ভূগোল | Part 4 | Class 6 Model Activity Task Poribesh O Bhugol( Environment &  Geography) |

[New] 2021 Model Activity Task Class 6 পরিবেশ ও ভূগোল | Part 4

 

 

পরিবেশ ও ভূগোল

ষষ্ঠ শ্রেণি

১.১. ঠিক জোড়াটি নির্বাচন করো৷

উত্তর: গ) উপগ্রহ- নক্ষত্রের আলোয় আলোকিত

১.২. নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো- খ)কর্কটক্রান্তি রেখা

১.৩. নীচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো- ঘ)পশ্চিমবঙ্গ

 

২.বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো:

২.১.উত্তর: ভুল

২.২.উত্তর: ঠিক

২.৩.উত্তর: ঠিক

 

৩.সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১.তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো৷

উত্তর: যে সব তারার রং লালচে তাদের উষ্ণতা কম হয় ৷যে সব তারার রং নীল তারা উষ্ণ ও উজ্জ্বল হয় ৷যে সব তারার রং সাদা তারা উষ্ণ ও খুব বড়ো হয় ৷

 

৩.২ পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও।

উত্তরঃ

  • পৃথিবীর কাল্পনিক অক্ষ নিরক্ষরেখার সাথে `90^{0}` ডিগ্রি কোণে হেলে আছে ।
  • পৃথিবীর কাল্পনিক অক্ষ  মেরুরেখার সাথে `90^{0}`ডিগ্রি কোণে হেলে আছে ।
  • পৃথিবীর কাল্পনিক  অক্ষ পৃথিবীর কক্ষতল এর সাথে `66\frac{1}{2}^{0}` ডিগ্রী কোণে হেলে আছে।

 

৪.হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেনির সংক্ষিপ্ত বর্ণনা দাও৷

উত্তর: হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেনি হল- ক)হিমাদ্রি হিমালয় খ)হিমাচল হিমালয় গ)শিবালিক হিমালয়

# হিমাদ্রি হিমালয়- এই অঞ্চলের উচ্চতা সবচেয়ে বেশি ৷এখানে পর্বত শৃঙ্গ গুলো সারাবছর বরফে আবৃত থাকে৷এই অঞ্চলের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ৷

# হিমাচল হিমালয়- হিমাচল হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে বিস্তৃত ৷এই অংশে অবস্থিত মৌশরী,মানালি ও দার্জিলিং ৷

# শিবালিক হিমালয়- শিবালিক হিমাচল পর্বতের দক্ষিণে অবস্থিত ৷ শিবালিক ও হিমাচল এর মাঝের সংকীর্ণ অংশ দুন নামে পরিচিত ৷

 

এছাড়া দেখোঃ

[New] 2021 Model Activity Task Class 6 Poribesh O Biggan | Part 4

[New] 2021 Model Activity Task Class 6 English(Group A) Solution

 

 

Leave a Comment

Your email address will not be published.

x