[New] 2021 Model Activity Task Class 5 Amader Paribesh | পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ(নতুন প্রশ্ন) মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর | বাংলার শিক্ষা পোর্টাল – এ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন প্রকাশ করা হয়েছে। এই প্রশ্নগুলো ইস্কুল থেকে দেওয়া শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীরা প্রশ্নগুলোর উত্তর লিখে শিক্ষক মহাশয় এর কাছে জমা করতে পারবে।
[New] 2021 Model Activity Task Class 5 Amader Paribesh:
উত্তরপত্র
পঞ্চম শ্রেণি: আমাদের পরিবেশ
১.ঠিক উত্তর নির্বাচন করো৷
১.১.কাধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হারের নাম- হিউমেরাস
১.২.একটি বুনো প্রানীর উদাহরণ হল শিয়াল৷
১.৩.যে প্রানীটি অমেরুদন্ডি সেটি হল- কেচো৷
২.একটি বাক্যে উত্তর দাও৷
২.১. কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?
উত্তর: যক্ষ্মা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে ০ থেকে ৬বছরের শিশুদের বিসিজি টিকা দেওয়া হয়৷
২.২. কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?
উত্তর: ধমনীর সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়৷
২.৩. কোন ধরনের মাটিতে কাদা ও বালি প্রায় সমান?
উত্তর: দোয়াশ মাটিতে কাদা ও বালি প্রায় সমান৷
৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও৷
৩.১ তোমার চেনা দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও?
উত্তর: কার্বন+হাইড্রোজেন=মিথেন
হাইড্রোজেন+অক্সিজেন=জল
৩.২.বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারো?
উত্তর: বৃষ্টির জল ধরে যে কাজে লাগাতে পারি তা হল-
ক) স্নান ও কাপড় ধোয়ার কাজে ৷ খ) চাষের কাজে৷
৪. দু বা তিনটি বাক্যে উত্তর দাও৷
৪.১. মাটি কিভাবে তৈরি হয়?
উত্তর: ভূ-ত্বকের উপরের স্তরের অবস্থিত এবং সূক্ষ্ম শিলাখন্ড দিয়ে গঠিত নরম ও শিথিল স্তর ভাগকে মাটি বলে৷ সূর্যের তাপ,বায়ুপ্রবাহ,জলস্রোত প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ভূত্বকের শিলা ক্ষয়িভূত হয়ে মাটি সৃষ্টি হয় ৷
এই উত্তরগুলো সম্পর্কে তোমাদের কোন প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে নিচে কমেন্ট করুন