[New] 2021 Model Activity Task Class 10 History Part 4 Answers
মডেল অ্যাক্টিভিটি টাস্ক-২০২১
ইতিহাস
দশম শ্রেনী
[New] 2021 Model Activity Task Class 10 History Part 4 Answers
১. ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও:
ক) নিন্মবর্গের ইতিহাস- (iii)রনজিৎ গুহ
খ) লক্ষ্ণীর ভান্ডার- (i)সরলাদেবী চৌধুরানি
গ) অ্যাকাডেমীক অ্যাসোসিয়েশন- (ii)ডিরোজিও
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো:
ক) ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৷
উত্তর: মিথ্যা ৷
খ) ‘সর্বধর্ম সমন্বয়’ এর আদর্শ প্রচার করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব৷
উত্তর: সত্য৷
গ) সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা৷
উত্তর: সত্য৷
৩.দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্ন গুলির দাও৷
ক) ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখ৷
উত্তর: ইন্টারনেট কথার বাংলা অর্থ হল অন্তর্জাল৷ ইন্টারনেট ব্যবহারের ফলে আমরা একসঙ্গে প্রচুর তথ্য অল্প সময়ে ব্যবহার করতে পারি৷কাগজ বিহীন সভ্যতার জন্ম হবে আর সেই লক্ষ্যে ইন্টারনেট ব্যবহার জরুরি ৷
খ) ডেভিড হেয়ার কেন স্মরণীয় ৷
উত্তর: ভারতে নবজাগরনের অন্যতম পথিকৃৎ ডেভিড হেয়ার ৷ পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি নিজের সঞ্চিত অর্থ ব্যয় করে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ৷নারী শিক্ষা বিস্তারে তার ভূমিকা ছিল অন্যতম ৷
গ) বারাসত বিদ্রোহ কী?
উত্তর: বাংলায় ওয়াহাবি আন্দোলনের মূল কেন্দ্র ছিল চব্বিশ পরগনার নারকেলবেড়িয়া গ্রাম ৷ বারাসত মহকুমায় সংঘটিত এই বিদ্রোহটি ‘বারাসত বিদ্রোহ’ নামেও পরিচিত ৷এই গ্রামেই তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করে আন্দোলনে নেতৃত্ব দেন৷
৪. সাত আটটি বাক্যে উত্তর দাও:
প্রাচ্য-প্রাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো৷
উত্তর: দীর্ঘদিন পর ইংরেজরা এদেশে শিক্ষাবিস্তারের জন্য এক লক্ষ টাকা করে বার্ষিক অনুদান ঘোষণা করে৷ এই টাকা প্রাচ্য বা পাশ্চাত্য – কোন্ শিক্ষার জন্য ব্যয় করা হবে এ নিয়ে জনশিক্ষা কমিটিতে তীব্র বাদানুবাদ তৈরি হয়- যা প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ নামে পরিচিত ৷১৮১৩খ্রিষ্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক কনস্ট্রাকশন গঠিত হয় ৷ এই কমিটির সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে উভয়ই নিজ নিজ যুক্তি প্রদর্শন করতে থাকে৷ উইলসন,কোলব্রূক প্রমুখ প্রাচ্য শিক্ষার সমর্থন করেন, অন্য দিকে আলেকজান্ডার ডাফ,মেকলে প্রমুখ পাশ্চাত্য শিক্ষার পক্ষে মতদান করেন৷ শেষে পাশ্চাত্যবাদীদের জয় হয় এবং এদেশে পাশ্চাত্য শিক্ষা চালু হয়৷
এছাড়া দেখোঃ
[New] 2021 Model Activity Task Class 10 English Part 4