বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম(Names of Parliaments of Different Countries):
চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে- বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম- প্রশ্ন ও উত্তর।
বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম(Names of Parliaments of Different Countries):
1) ভারতের পার্লামেন্টের নাম কি?
উ: পার্লামেন্ট (লোকসভা, রাজ্যসভা)।
2) ভুটানের পার্লামেন্টের নাম কি?
উ: সোংডু।
3) ব্রিটেনের পার্লামেন্টের নাম কি?
উ: পার্লামেন্ট (হাউস অব কমনস, হাউস অফ লর্ডস)।
4) আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি?
উ: শোরা।
5) ব্রাজিলের পার্লামেন্টের নাম কি?
উ: ন্যাশনাল কংগ্রেস।
6) চীনের পার্লামেন্টের নাম কি?
উ: ন্যাশনাল পিপলস কংগ্রেস।
7) জার্মানির পার্লামেন্টের নাম কি?
উ: বুন্দেশটাগ।
8) আমেরিকার পার্লামেন্টের নাম কি?
উ: কংগ্রেস।
9) রাশিয়ার পার্লামেন্টের নাম কি?
উ: সুপ্রিম সোভিয়েত -ডুমা, কাউন্সিল অফ দি ফেডারেশন।
10) দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নাম কি?
উ: হাউজ অফ অ্যাসেম্বলি।
11) সুইডেনের পার্লামেন্টের নাম কি?
উ:রিক্সডাগ।
12) সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম কি?
উ: ফেডারেল অ্যাসেম্বলি।
13) নিউজিল্যান্ডের পার্লামেন্টের নাম কি?
উ: হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
14) নেপালের পার্লামেন্টের নাম কি?
উ: রাষ্ট্রীয় পঞ্চায়েত।
15) মায়ানমারের পার্লামেন্টের নাম কি?
উ: পিথু ও হুত্তাও।
16) মালদ্বীপের পার্লামেন্টের নাম কি?
উ:মজলিস।
17)মালেয়েশিয়ার পার্লামেন্টের নাম কি?
উ: দিওয়ান নিগারা মজলিস ও দিওয়ানরাকিয়াত।
18) ইথিওপিয়ার পার্লামেন্টের নাম কি?
উ:শের্গো।
19) ফিনল্যান্ডের পার্লামেন্টের নাম কি?
উ:এডাসকাস্টা।
20) বাংলাদেশের পার্লামেন্টের নাম কি?
উ: জাতীয় সংসদ।
21) স্পেনের পার্লামেন্টের নাম কি?
উ:কোরটেস।
22) সিরিয়ার পার্লামেন্টের নাম কি?
উ: পিপলস কাউন্সিল’।
23) কানাডার পার্লামেন্টের নাম কি?
উ: হাউস অব কমন্স,সেনেট।
24) ডেনমার্কের পার্লামেন্টের নাম কি?
উ: ফোকেটিং।
25) গ্রীসের পার্লামেন্টের নাম কি?
উ: চেম্বার অফ ডেপুটিজ।
26) ইরানের পার্লামেন্টের নাম কি?
উ: মজলিস।
27) জাপানের পার্লামেন্টের নাম কি?
উ: ডায়েট।
28) ইন্দোনেশিয়ার পার্লামেন্টের নাম কি?
উ: পিপলস কনসাল্টেটিভ অ্যাসেম্বলি।
29) ইজরায়েলের পার্লামেন্টের নাম কি?
উ:নেসেট।
30) কোরিয়ার পার্লামেন্টের নাম কি?
উ: সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি।
এছাড়া দেখে নাও:
ভারতের জল সম্পদ (India’s water Resources Bengali GK) প্রশ্ন ও উত্তর
বিভিন্ন দেশের রাজধানীর নাম( Capitals of Different Countries)
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক(National Symbols of Various Countries) GK