মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 class 5 আমাদের পরিবেশ part 1;
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 class 5 আমাদের পরিবেশ part 1:
১. পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত ?
উত্তর: i) পুকুরে গবাদিপশুকে স্নান করানো বন্ধ করতে হবে।
ii) কল-কারখানা, দোকানপাট অথবা বাড়ির নোংরা আবর্জনা পুকুরে ফেলা যাবেনা।
iii) কাপড়কাচা, বাসন মাজার জল পুকুরে ফেলা যাবে না।
iv) পুকুরের জলে মলমূত্র ত্যাগ করা বন্ধ করতে হবে।
২. কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন ?
মাটির উপর থেকে জল দিয়ে চুইয়ে নীচে চলে যায় আবার পুকুরের দূষিত জলও চুইয়ে মাটির নিচের জলস্তর এর সাথে মেশে । এইসব জলে নানারকম দূষিত পদার্থ থাকতে পারে, যা পান করলে আমাদের শরীরে বিভিন্ন রকমের প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। তাই কম গভীর (যেমন- এক পাইপের ) টিউবলের জল খাওয়া উচিত নয়।
৩. কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয় ?
নিম্নলিখিত কারণে কোন অঞ্চলের জীব বৈচিত্র্য সংরক্ষণ করা উচিতঃ
i) জীববৈচিত্র্য সংরক্ষণ এর মাধ্যমে বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রক্ষা হবে।
ii) বাস্তু তন্ত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
iii) জীব বৈচিত্র্য যত বেশি হবে জীবজগতের স্থায়িত্ব তত দীর্ঘস্থায়ী হবে।
৪. “পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে” – এর সত্যতা প্রমাণে একটি ঘটনার উল্লেখ করো |
সেদিন দেখলাম পিঁপড়ের দল সারবেঁধে যাচ্ছে। মুখে সাদা সাদা ডিম । শুনেছিলাম বৃষ্টির সম্ভাবনা থাকলে পিঁপড়েরা তাদের ডিম উঁচু স্থানে সরিয়ে নিয়ে যায়। সেদিন বৃষ্টি হয়েছিল। এর থেকে প্রমাণ পেলাম পিঁপড়েরা বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে।
পঞ্চম শ্রেণীর অন্যান্য বিষয়গুলির মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর পাওয়ার জন্য নিচের লিংকগুলো ভিজিট করুনঃ
Class 5 Model Activity Task 2021 Part 2 Subject Mathematics Answers
Class 5 Model Activity Task 2021 Subject Math part 1
WB Class V Model Activity Task 2021 Part 1 Answers
Class 5 Model Activity Task 2021 English(2nd Language) Part 2 Answers
Class V Bengali Model Activity Task 2021 Part 1 Answers
Class 5 Model Activity Task Bengali(1st Language) Part 2 Answer
এছাড়া সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন