Model Activity Task Class 7 Bengali 2021 part 1 Answers:
Model Activity Task Class 7 Bengali 2021 part 1 Answers:
১ ) কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে ?
উত্তরঃ রামানন্দ চট্টোপাধ্যায় এর মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে ।
২ ) ” অবাক তাকাই চড়ুই পাখি ” – কখন অবাক হয়ে তাকায় ?
উত্তরঃ তিনটি শালিক পাখি যখন নিজেদের মধ্যে ঝগড়া নিজেরাই মীমাংসা করতে থাকে তখন চড়ুই পাখি অবাক হয়ে তাকায়।
৩ ) ” খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো ” – কার কাছে খোকন তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছে ? তার গর্ববোধের কারণ কি ?
উত্তরঃ খোকনের বাবার এক বন্ধু যিনি বিখ্যাত চিত্রকর , তার কাছে খোকন তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছে।
৪ ) ” আলাউদ্দিন খলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন ” – কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছে।
৬ ) ” সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে ” – উদ্ধৃতাংশে কোন শোকের প্রসঙ্গ এসেছে।
৭ ) ‘ দাম ‘ শব্দটি বাংলায় কিভাবে এসেছে ?
উত্তরঃ গ্রীক শব্দ ‘ দ্রাক্ষমে ‘ থেকে সংস্কৃত ‘ দ্রক্ষ ‘ শব্দটি এসেছে। ‘ দ্রক্ষ ‘ শব্দটা আবার পরিবর্তিত হয়ে ‘ দম্ম ‘ শব্দটি এসেছে। আর এই ‘ দম্ম ‘ শব্দটির প্রাকৃত রূপের মধ্য দিয়ে ‘ দাম ‘ শব্দটি এসেছে , যার অর্থ মূল্য।
৮) একটি মিশ্র শব্দের উদাহরণ দাও।
উত্তরঃ হাটবাজার ( বাংলা + ফরাসি )।