Model Activity Task Class 6 Poribesh O Biggan Part 1 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 পরিবেশ ও বিজ্ঞান part 1 | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১
১. ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখ।
উত্তরঃ
ভৌত পরিবর্তন | রাসায়নিক পরিবর্তন |
i) ভৌতপরিবর্তনে পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থটা ফিরে পাওয়া যায়। | ii) রাসায়নিক পরিবর্তনে পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থটা সহজে ফিরে পাওয়া যায় না। |
ii) ভৌতপরিবর্তন উভয়মুখী ঘটনা। | ii) ভৌতপরিবর্তন উভয়মুখী ঘটনা। |
iii) ভৌতপরিবর্তনে পদার্থের মূল গঠন ঠিক থাকে। | iii)রাসায়নিক পরিবর্তনে পদার্থের মূল গঠন পরিবর্তিত হয়। |
২. রাসায়নিক পরিবর্তন ঘটলে কী কী দেখে বা অনুভব করে তা বোঝা যেতে পারে?
উত্তরঃ. যদি পরিবর্তনের পর অনুভব করি পূর্বের পদার্থটির থেকে ধৰ্ম , রং , গন্ধ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে , তাহলে বুঝবো রাসায়নিক পরিবর্তন হয়েছে।
৩. মৌটুসী কিভাবে পরাগ মিলনের সাহায্য করে?
উত্তরঃ মৌটুসী একধরণের ছোট পাখি। এরা সাধারণত ফুলের পরাগ, মকরন্দ খায়। এগুলি সংগ্রহ করার সময় এদের ঠোঁটে ফুলের পরাগ লেগে যায়। আবার যখন স্ত্রী ফুল থেকে মকরন্দ সংগ্রহ করতে যায় তখন গর্ভমুণ্ডে পরাগরেণু স্থাপন হয়। এই ভাবে পরাগমিলানে সাহায্য করে মৌটুসী পাখি।
৪. বাড়িতে দই তৈরি করার জন্য কি কি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো।
উত্তর:
উত্তর:
পরিষ্কার পাত্রে পুরানো দই বা দইয়ের সাজা লাগাতে হবে
↓
দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে
↓
দইয়ের সাজা লাগানো পাত্রে সেই দুধ ঢালতে হবে
↓
ঢেকে সারারাত্রি রেখে দিতে হবে
↓
সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস দুধ কে দইয়ে পরিণত করবে।
এছাড়া দেখুন:
Class 6 Model Activity Task Bengali Part -1
Class 6 Model Activity Task 2021 Mathematics Part 1 Answers
Class 6 Math( ষষ্ঠ শ্রেণির গণিত) Model Activity Part 2 Answers
Class 6 Model Activity Task 2021 English Part 1 Answers
Class 6 English Model Activity Task Part 2 Questions & Answers
Class 6 Model Activity Task 2021 All Part PDF Download
আপনাদের পরানো উত্তর গুলি খুব সুন্দর আপনারা যদি WhatsApp এ পরান যদিকোন দিন পরান