Model Activity Task Class 5 part 8 | আমাদের পরিবেশ( Environment): WB Board Class 5 Model Activity Task Amader Poribesh or Environment or আমাদের পরিবেশ প্রশ্ন ও উত্তর Part 8.
আমাদের পরিবেশ
পঞ্চম শ্রেণী
পূর্ণমান- 40
১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১ × ৬ = ৬
১.১ কাধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম –
উত্তর: (গ) হিউমেরাস
১.২ একটি বুনাে প্রাণীর উদাহরণ হলাে –
উত্তর: (গ) শিয়াল
১.৩ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলাে –
উত্তর: (খ) কেঁচো
১.৪ পশ্চিমবঙ্গে চা চাষ হয় –
উত্তর: (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
১.৫ যেটি সমুদ্রের মাছ সেটি হলাে –
উত্তর: (ঘ) সার্ডিন
১.৬ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলাে –
উত্তর: (ক) শিক্ষক দিবস
২. শূন্যস্থান পূরণ করাে: ১ × ৩ = ৩
২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও _____________।
উত্তর: বাংলাদেশ ।
২.২ বিপ্লবী সূর্য সেন _____________ নামে পরিচিত ছিলেন।
উত্তর: মাস্টারদা
২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলাে _____________ ।
উত্তর: গঙ্গা ।
৩. ঠিক বাক্যের পাশে ‘✔’ আর ভুল বাক্যের পাশে ‘🗙’ চিহ্ন দাও : ১ × ৩ = ৩
৩.১ মানুষের বুদ্ধি হলাে একটা সম্পদ।
উত্তর: মানুষের বুদ্ধি হলাে একটা সম্পদ। ✔
৩.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।
উত্তর: দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়। ✔
৩.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধিবুড়ি।
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধিবুড়ি। 🗙
৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে : ১ × ৩ = ৩
৫. একটি বাক্যে উত্তর দাও : ১ × ৪ = ৪
৫.১ কোন রােগের বিরুদ্ধে দেহে প্রতিরােধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?
উত্তর: যক্ষ্মা রােগের বিরুদ্ধে দেহে প্রতিরােধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় ।
৫.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?
উত্তর: হৃদপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায় ।
৫.৩ কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে?
উত্তর: দোয়াঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে ।
৫.৪ কে স্টেথােস্কোপ উদ্ভাবন করেন?
উত্তর: রেনে লিনেক স্টেথােস্কোপ উদ্ভাবন করেন ।
৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ × ৬ = ১২
৬.১ তােমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর: আমার চেনা দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হল –
(1) লােহার শিকল বা পেরেকে মরচে পড়া।
(2) দুধ থেকে ছানা তৈরি হওয়া।
৬.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারাে?
উত্তর: বৃষ্টির জল ধরে সেটিকে আমি নানা উপায়ে কাজে লাগাতে পারি, যেমন –
(1) বাড়ির ঘর মােছা, বাসন মাজা, কাপড় কাচা প্রভূতিতে ব্যবহার করতে পারি।
(2) বিভিন্ন চারা গাছে জল দিতে পারি।
৬.৩ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয় ?
উত্তর: বেশি কীটনাশক ব্যবহার করলে যেসব ক্ষতি হয়,সেগুলি হল –
(1) জমির উর্বরতা শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
(2) জমির কীটনাশক বৃষ্টির জলে-পুকুর বা খালে মিশলে মাছ সহ সমস্ত জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়।
৬.৪ কী উদ্দেশ্যে দামােদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল?
উত্তর: দামােদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করার উদ্দেশ্যগুলি হল –
(1) বর্ষাকালে দামােদর নদ থেকে সৃষ্টি হওয়া বন্যা নিয়ন্ত্রণ করা।
(2) জলবিদ্যুৎ উৎপাদন করা।
(3) কৃষিকাজে সেচ ব্যবস্থায় উন্নতি ঘটানাে।
৬.৫ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর: সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হলাে –
(1) এই অঞ্চলের মাটি লবণাক্ত ও পলিযুক্ত দোয়াঁশ প্রকৃতির।
(2) এখানকার মাটিতে অক্সিজেনের মাত্রা কম থাকে।
৬.৬ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
উত্তর: লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের ব্যবস্থাগুলি হল-
(i) লুপ্তপ্রায় মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, বড় লুপ্তপ্রায় মাছ গুলােকে ধরলেও,
ছােট মাছগুলিকে ধরা বন্ধ করার জন্য , জালের তারতম্য খেয়াল করে মাছ ধরতে হবে।
(ii) লুপ্তপ্রায় মাছ চাষ বৃদ্ধি করতে হবে , এবং লুপ্তপ্রায় মাছের সম্পর্কে জনসচেতনতা
বৃদ্ধি করতে হবে।
৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩ × ৩ = ৯
৭.১ মাটি কীভাবে তৈরি হয়?
উত্তর: সূর্যের তাপ, বৃষ্টি, বায়ুপ্রবাহ, নদীর জলস্রোতে ভূপৃষ্ঠের উপরের শিলা ক্রমাগত ক্ষয় পেয়ে ও ভেঙ্গে শিলাচুর্নে পরিণত হয়। শিলাচুর্নের মধ্যেকার খনিজগুলির রাসায়নিক বিয়ােজন এবং শিলাচুর্নের সঙ্গে বিভিন্ন জৈব পদার্থের মিশ্রণ ঘটে। ঐ জৈব পদার্থ মিশ্রিত শিলাচুর্ণ বিভিন্ন জৈব-রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়।
৭.২ পর্বতের মাথায় বরফ জমে কেন?
উত্তর: ভূমিকম্পে , সূর্যের তাপে , প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়াে হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব পদার্থ নিঃসৃত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় , আবহবিকার , বিচূর্ণীভবন প্রভৃতি প্রাকৃতিক এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে বহু বছর ধরে মাটির সৃষ্টি হয়।
৭.৩ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?
উত্তর: আমরা সাধারনতন্ত্র দিবস পালন করি কারণ স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাবাে, এমন নিয়ম চালু হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি , সেই দিনটিকে স্মরণ করার জন্যই ২৬ জানুয়ারি তারিখটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।
সাধারণতন্ত্র মানে হল – সাধারণ মানুষ চালাবে , রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না , আজ যে সাধারণ লােক সেই পরে ভােটে জিতে সরকারের প্রধান হতে পারে।
Check also:
Class 5 English Model Activity Compilation Part 8 Solutions
অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক | এখানে ক্লিক করুন |
এই ব্লগের হোমপেজে যাওয়ার জন্য | এখানে ক্লিক করুন |
আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত হওয়ার জন্য |
এখানে ক্লিক করুন |