Model Activity Task 2021 Class 7 Geography Part 2 Answer

Model Activity Task 2021 Class 7 Geography Part 2 Answer: সপ্তম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর বিষয় ভূগোল Part 2 | 

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১. পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করাে। 

উত্তরঃ

চিত্রঃ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান

 

 

২. ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করাে।

উত্তরঃ ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব খুব বেশি । ভারতের পূর্ব সীমানা ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য প্রায় 1 ঘন্টা 45 মিনিট।  একটা দেশের একটাই সময় ঠিক না করলে নানা রকম অসুবিধা দেখা দেয় । তাই ভারতের ক্ষেত্রে এই অসুবিধা দূর করার  জন্য ঠিক মাঝ বরাবর ৮২ ডিগ্রী ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমা কে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। ৮২ ডিগ্রী ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময় কে সারা ভারতের প্রমাণ সময় বলে ধরা হয়।

 

৩. বায়ুচাপের তারতম্যে জলীয় বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করাে।

উত্তরঃ বায়ুচাপের তারতম্যের জলীয় বাষ্পের ভূমিকা অনেকখানি। বায়ুতে জলীয় বাষ্প থাকলে,ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা হয়।তাই বায়ুর চাপ ও কম হয়। তাই জলীয় বাষ্প বায়ুতে মিসলে যে নিম্ন চাপ তৈরি হয়,(বায়ুর চাপ কমে যায়)তার ফলেই আবহাওয়া অশান্ত হয়ে ঝড়,বৃষ্টি,দুর্যোগ পূর্ণ পরিবেশ তৈরি হয়। আর জলীয় বাষ্পের অভাবে, বাতাস বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়।

৪. অক্ষাংশগত বিস্তৃতি ও সমুদ্র থেকে দূরত্ব কীভাবে এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে?

উত্তরঃ অক্ষাংশগত বিস্তৃতি ও সমুদ্র থেকে দূরত্ব কিভাবে এশিয়ার জলবায়ুকে  কিভাবে প্রভাবিত করে তা নিচে আলোচনা করা হলোঃ

অক্ষাংশ গত বিস্তৃতি :
এশিয়া মহাদেশের বিস্তার ১০° দক্ষিণ অক্ষাংশ থেকে ৭৮° উত্তর অক্ষাংশ পর্যন্ত। তাই নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি ও সুমেরু বৃত্ত এই মহাদেশের উপর দিয়ে প্রসারিত হয়েছে। নিরক্ষ রেখা থেকে যতই মেরুর দিকে যাওয়া যায় ততই সূর্য রশ্মি বাঁকা ভাবে পরে।ফলে বার্ষিক গড় তামাত্রা কমে যেতে থাকে ফলস্বরূপ এশিয়ার জলবায়ু বৈচিত্র সৃষ্টি হয়েছে।
সমুদ্র থেকে দূরত্বঃ
সমগ্র এশিয়া মহাদেশের এক তৃতীয়াংশ সমুদ্র থেকে ১০০০ কিমি দূরে অবস্থিত। সমুদের কাছাকছি কোনোটাই খুব বেশি হয় না অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়।কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থিত কোনো স্থানের জলবায়ু চরমভাবাপন্ন হয় শীতকালে প্রচন্ড ঠান্ডা এবং গরমকালে প্রচন্ড গরম হয়।এভাবেই সমুদ্র থেকে দূরত্ব এশিয়া জলবায়ুর বৈচিত্র সৃষ্টি করেছে।

 

*** এই প্রশ্নের উত্তরগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ”আমাদের পৃথিবী” নামক পাঠ্যবই থেকে সংগ্রহ করা হয়েছে। বইটি দেখার জন্য এখানে ক্লিক করুন

এছাড়া দেখুনঃ

Model Activity Task Class 7 Geography Part 1 Answer

Model Activity Task Class 7 Bengali 2021 Part 2 Answers

Model Activity Task Class 7 Bengali 2021 part 1 Answers

Class 7 Model Activity Task 2021 Mathematics Part 1 Answers

WB Class 7 Model Activity Task Solve | Subject English part 2

Class 7 Model Activity Task 2021 English(2nd Language) Part 1

Class 7 Model Activity Task 2021 All Part PDF Download

 

1 thought on “Model Activity Task 2021 Class 7 Geography Part 2 Answer”

Leave a Comment

Your email address will not be published.

x