MCQ Adaptation Package Class 10 Bengali Ans. 2021:
MCQ Adaptation Package
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
দশম শ্রেণী
বাংলা
১. ছোটো ছোটো পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে –
উত্তর : D) হিংস্র জন্তু দের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
২. মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পারে যে পাখিরা তাদের অন্যতম –
উত্তর : C) তিতির
৩. তালচোঁচ পাখির বৈশিষ্ট্য –
উত্তর : B) তারা থুতু দিয়ে বাসা তৈরি করে
৪. কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই –
উত্তর : A) আফ্রিকার
৫. ‘পাখি’ শব্দটি একটি –
উত্তর : B) তদ্ভব শব্দ
৬. এ দেশে ছাপা প্রথম সংবাদপত্র ছিল –
উত্তর : A) বেঙ্গল গেজেট
৭. কেরি সাহেব কাজ করতেন –
উত্তর : B) নীলকুঠিতে
৮. উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে দিলেন –
উত্তর : C) খিদিরপুরে
৯. তেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছেন রেখাঙ্কিত পদটি হল –
উত্তর : A) কর্মকারক
১০. ‘সংবাদপত্র’ শব্দটি যে সমাসের উদাহরণ –
উত্তর : B) মধ্যপদলোপী কর্মধারয়
১১. পুতুল নাচিয়েকে পুতুলের খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয় –
উত্তর : B) গল্প রচনা
১২. পুতুল নাচের মাধ্যমে-
উত্তরঃ B) লোকশিক্ষা দেওয়া হয়
১৩. পুতুল নাচ- এ নাচের সঙ্গে থাকে –
উত্তর : C) গান ও অভিনয়
১৪. পুতুল নাচের মূল লক্ষ্য –
উত্তর : D) সমাজ কল্যাণ ঘটানো
১৫. ‘স্বাগত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হল –
উত্তর : A) সু + আগত
১৬. ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল –
উত্তর : C) চতুর্দশ শতকে
১৭. চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল –
উত্তর : B) বিলাস দ্রব্য
১৮. প্রাচীন গ্রিস ও রোমানিয়ায় ক্ষীণদৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন –
উত্তর : C) ক্রীতদাসরা
১৯. প্রথম যুগে রাতে পড়াশোনা করতে হতো –
উত্তর : A) মোমের আলোয়
২০. ‘চশমা’ শব্দটি একটি –
উত্তর : A) ফরাসি শব্দ
২১. প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত –
উত্তর : A) বৈদিক ভাষা
২২. প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে –
উত্তর : A) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
২৩. ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন –
উত্তর : B) তিনটি
২৪. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন –
উত্তর : B) চর্যাপদ
২৫. ‘আর্যভাষা’ শব্দটির প্রকল্প হল –
উত্তর : B) সম্বন্ধ তৎপুরুষ
২৬. কবিদের ‘যোজনা’ কৌশল হলো –
উত্তর : B) যুক্তাক্ষর এর মায়া সৃষ্টি
২৭. কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকরা যেন-
উত্তর : A) ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে
২৮. কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরী –
উত্তর : C) শব্দের উচ্চারণ আর ছন্দের চাল
২৯. ‘সৃষ্টি’ শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে –
উত্তর : B) সৃজ
৩০. ‘উচ্চারণ’ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায়-
উত্তর : A) সমীভবন
৩১. স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে –
উত্তর : C) ১০ লক্ষ টাকা
৩২. স্টুডেন্ট আইডি কার্ড এ আবেদনের সর্বোচ্চ বয়সসীমা-
উত্তর : D) 8০ বছর
৩৩. স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে –
উত্তর : D) কোন সর্বোচ্চ সীমা নেই
৩৪. নিচের উল্লেখ করার সংস্থা গুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ পাওয়া যায় না-
উত্তর : B) গ্রাম পঞ্চায়েত
৩৫. স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন আওয়ার ঋণ পরিশোধের সময় কাল –
উত্তর : C) ১৫ বছর
এছাড়া দেখে নাওঃ
MCQ Adaptation Package Ans. Class 10 Life Science WB Board
WBBSE Class 10 MCQ Adaptation Package Geography 2021 Solution
WBBSE Class 10 MCQ Adaptation Package English Full Solution