MCQ Adaptation Package Ans. Class 10 Life Science WB Board

MCQ Adaptation Package Ans. Class 10 Life Science WB Board

 

 

MCQ Adaptation Package
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
শ্রেণী: দশম 
বিষয়ঃ  জীবন বিজ্ঞান

১. দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক ?

উত্তর : (ঘ) (i) ও (ii)

 

২. প্রতিবর্ত পথের সঠিক ক্রম কোনটি ?

উত্তর : (গ) গ্রাহক → সংজ্ঞাবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র → আজ্ঞাবহ স্নায়ুকোশ → কারক

 

৩. নীচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও ।

বক্তব্য ১ : জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম যায় ।

বক্তব্য ২ : জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত ।

উত্তর : (ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১ এর সঠিক ব্যাখ্যা

 

৪. সঠিক জোড়টি খুঁজে বার করো −

উত্তর : (ক) হাইড্রা − কোরকোদগোম

 

৫. উপরের কাজগুলি কোন হরমোনের সঙ্গে সম্পর্কিত ?

উত্তর : (খ) অ্যাড্রিনালিন

 

৬. সঠিক জোড়টি খুঁজে নাও −

উত্তর : পালমোনারি কপাটিকা −ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল

 

৭. অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিনভঙ্গক উৎসেচক কোনটি ?

উত্তর : (ক) ট্রিপসিন

 

৮. এদের মধ্যে কোন দুটি জিব্বেরেলিনের কাজ ?

উত্তর : (গ) (ii) ও (iv)

 

৯. একটি বিশুদ্ধ হলুদ মটরগাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটরগাছের সংকরায়ন ঘটানো হলো । প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটরগাছের স্বপরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনুতে −

উত্তর : (গ) ৩/৪ ভাগ মটরগাছ হলুদ বীজযুক্ত আর ১/৪ ভাগ মটরগাছ সবুজ বীজযুক্ত হবে ।

 

১০. প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ক্রম কোনটি ?

উত্তর : (খ) নাসারন্ধ্র → মুখবিবর → ফ্যারিংস → ল্যারিংস → ট্র্যাকিয়া → ব্রংকাই → ব্রংকিওল → ফুসফুস

 

১১. সঠিক খাদ্যশৃঙ্খলটি খুঁজে নাও −

উত্তর : (ঘ) ফাইটোপ্ল্যাংকটন → জুপ্ল্যাংকটন → মাছ → বক

 

১২. প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্যগুলি বেঁচে নাও −

উত্তর : (গ) (i), (iii) ও (iv)

 

১৩. অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় ?

উত্তর : (খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের দানা হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ ।

 

১৪. ডিম্বাশয় : ফল : : ______ : বীজ

দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে কোন শব্দটি বসবে ?

উত্তর : (গ) ডিম্বক

 

১৫. উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায় । এটি হলো −

উত্তর :(ক) আলোক অনুকূলবর্তী চলন

 

১৬. ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে সঠিক বিকল্পটি বেঁচে নাও ।

উত্তর : (ঘ) A – (ii), B – (iv), C – (I), D – (iii)

 

১৭. মানব হৃৎপিন্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকার -টি হলো −

উত্তর : SA নোড

 

১৮. এদের মধ্যে কোনগুলি জল সংরক্ষণে সাহায্য করে ?

উত্তর : (ঘ) (i), (ii) ও (iv)

এছাড়া দেখে নাওঃ

WBBSE Class 10 MCQ Adaptation Package Geography 2021 Solution

WBBSE Class 10 MCQ Adaptation Package English Full Solution

অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানে ক্লিক করুন
এই ব্লগের হোমপেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত হওয়ার জন্য
এখানে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published.

x