MCQ Adaptation Package Ans. Class 10 Life Science WB Board
MCQ Adaptation Package
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
শ্রেণী: দশম
বিষয়ঃ জীবন বিজ্ঞান
১. দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক ?
উত্তর : (ঘ) (i) ও (ii)
২. প্রতিবর্ত পথের সঠিক ক্রম কোনটি ?
উত্তর : (গ) গ্রাহক → সংজ্ঞাবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র → আজ্ঞাবহ স্নায়ুকোশ → কারক
৩. নীচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও ।
বক্তব্য ১ : জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম যায় ।
বক্তব্য ২ : জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত ।
উত্তর : (ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১ এর সঠিক ব্যাখ্যা
৪. সঠিক জোড়টি খুঁজে বার করো −
উত্তর : (ক) হাইড্রা − কোরকোদগোম
৫. উপরের কাজগুলি কোন হরমোনের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর : (খ) অ্যাড্রিনালিন
৬. সঠিক জোড়টি খুঁজে নাও −
উত্তর : পালমোনারি কপাটিকা −ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল
৭. অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিনভঙ্গক উৎসেচক কোনটি ?
উত্তর : (ক) ট্রিপসিন
৮. এদের মধ্যে কোন দুটি জিব্বেরেলিনের কাজ ?
উত্তর : (গ) (ii) ও (iv)
৯. একটি বিশুদ্ধ হলুদ মটরগাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটরগাছের সংকরায়ন ঘটানো হলো । প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটরগাছের স্বপরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনুতে −
উত্তর : (গ) ৩/৪ ভাগ মটরগাছ হলুদ বীজযুক্ত আর ১/৪ ভাগ মটরগাছ সবুজ বীজযুক্ত হবে ।
১০. প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ক্রম কোনটি ?
উত্তর : (খ) নাসারন্ধ্র → মুখবিবর → ফ্যারিংস → ল্যারিংস → ট্র্যাকিয়া → ব্রংকাই → ব্রংকিওল → ফুসফুস
১১. সঠিক খাদ্যশৃঙ্খলটি খুঁজে নাও −
উত্তর : (ঘ) ফাইটোপ্ল্যাংকটন → জুপ্ল্যাংকটন → মাছ → বক
১২. প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্যগুলি বেঁচে নাও −
উত্তর : (গ) (i), (iii) ও (iv)
১৩. অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় ?
উত্তর : (খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের দানা হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ ।
১৪. ডিম্বাশয় : ফল : : ______ : বীজ
দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে কোন শব্দটি বসবে ?
উত্তর : (গ) ডিম্বক
১৫. উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায় । এটি হলো −
উত্তর :(ক) আলোক অনুকূলবর্তী চলন
১৬. ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে সঠিক বিকল্পটি বেঁচে নাও ।
উত্তর : (ঘ) A – (ii), B – (iv), C – (I), D – (iii)
১৭. মানব হৃৎপিন্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকার -টি হলো −
উত্তর : SA নোড
১৮. এদের মধ্যে কোনগুলি জল সংরক্ষণে সাহায্য করে ?
উত্তর : (ঘ) (i), (ii) ও (iv)
এছাড়া দেখে নাওঃ
WBBSE Class 10 MCQ Adaptation Package Geography 2021 Solution
WBBSE Class 10 MCQ Adaptation Package English Full Solution
অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক | এখানে ক্লিক করুন |
এই ব্লগের হোমপেজে যাওয়ার জন্য | এখানে ক্লিক করুন |
আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত হওয়ার জন্য |
এখানে ক্লিক করুন |