Malda District(মালদা জেলা) all Important General Knowledge Question and Answer in Bengali:
মালদা জেলা সংক্রান্ত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর-
প্রশ্ন : মালদহ জেলার আয়তন কত?
উত্তর : ৩,৭৩৩ বর্গকিমি।
প্রশ্ন: মালদহ জেলার প্রতি বর্গকিমিতে জনঘনত্বর পরিমাণ কত?
উত্তরঃ ৮৮১ জন।
প্রশ্নঃ মালদহ জেলার সীমানা উল্লেখ করাে।
উত্তরঃ উত্তরে পূর্ণিয়া ও উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণে মুরশিদাবাদ ও বাংলাদেশ,পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে সাঁওলাত পরগণা।
প্রশ্নঃ মালদহ জেলায় ক’টি গ্রাম পঞ্চায়েত আছে?
উত্তর : ১৪৭টি।
প্রশ্নঃ মালদহ জেলায় ক’টি পঞ্চায়েত সমিতি আছে?
উত্তর : ১৫টি।
প্রশ্ন : মালদহ জেলায় পুরসভা ক’টি ?
উত্তর : ২টি।
প্রশ্নঃ মালদহ জেলায় মহকুমা ক’টি ?
উত্তর : ১টি। মালদা সদর।
প্রশ্ন : মালদহ নামের উৎপত্তি কীভাবে?
উত্তর : মালদ নামে এক কৌমগােষ্ঠী অনেকদিন আগে এই অঞ্চলে বাস করতাে। মনে করা হয় এই শব্দ থেকেই মালদা বা মালদহ নামের সৃষ্টি।।
প্রশ্নঃ গৌড় কখন স্বাধীন রাজ্য হিসাবে স্বীকৃতি পায় ?
উত্তর : ৬০৬ সালে। শশাঙ্কের রাজত্বকালে।
প্রশ্ন : কোন সুলতানের আমলে চৈতন্যদেবের আবির্ভাব ঘটে ?
উত্তর : বাংলার শেষ বিখ্যাত সুলতান আলাউদ্দিন হুসেন শাহের আমলে।
প্রশ্ন : গৌড়ে পালবংশের সূচনা কখন হয়?
উত্তর : গােপালদেবের রাজা হওয়ার মধ্যে দিয়ে গৌড়ে পালবংশের সূচনা হয়।
প্রশ্ন : মালদা অঞ্চলের মাটি কেমন?
উত্তর : এই অঞ্চলের মাটির রং কালাে এবং নীল।
প্রশ্নঃ মালদহের বিশিষ্ট লোকউৎসব কী?
উত্তর : গম্ভীরা।
প্রশ্ন : মালদহ জেলার ব্লক ক’টি?
উত্তর : ১৫টি।
প্রশ্নঃ মালদহ জেলার থানা ক’টি ?
উত্তর : ১১টি।
প্রশ্নঃ মালদহ জেলার জেলা সদর কোনটি ?
উত্তর : ইংলিশ বাজার।।
প্রশ্নঃ মালদহ জেলা গম উৎপাদনে কোন স্থান অধিকার করে?
উত্তর : তৃতীয়।
প্রশ্ন : মালদহ জেলার কয়েকটি কৃষিজদ্রব্যের নাম লেখাে।
উত্তরঃ ধান, গম, আম, আনারস ও পাট।
প্রশ্ন : মালদহ জেলায় কারখানা ও ক্ষুদ্র শিল্পের সংখ্যা কত?
উত্তর : কারখানা ৩৭টি ও ক্ষুদ্রশিল্প ১২,৮৯৮টি।
প্রশ্ন : প্রধান শিল্প কী?
উত্তর ঃ রেশম ও ফল প্রক্রিয়াকরণ শিল্প।।
প্রশ্ন : মালদহ জেলার কয়েকটি নদ-নদীর নাম লেখাে।
উত্তরঃ গঙ্গা, কালিন্দী, মহানন্দা, পাগল, হিরমতী, টাঙ্গন, নাগরা ও পুনর্ভবা।
প্রশ্ন : মালদহ জেলার কয়েকটি বিখ্যাত স্থানের নাম লেখাে।
উত্তর : বাংলার রাজা শশাঙ্কের সময়ের রাজধানী গৌড়, পাণ্ডয়া ও আদিনা মসজিদ
প্রশ্ন: রাজা লক্ষণসেনের আমলে মালদহে কোথায় রাজধানী ছিল ?
উত্তর : লক্ষণাবতী বা লক্ষৌতি।
প্রশ্নঃ এই জেলার অঞল প্রাচীন বাংলা কোন রাজ্যের অংশ ছিল ?
উত্তরঃ গৌড় রাজ্য (এবং পুণ্ড্রবর্ধন রাজ্য)।
প্রশ্ন : স্থানীয় নামানুসারে এই জেলার ভূমি কত ধরনের?
, উত্তর : তিন ধরনের।
প্রশ্ন : এই জেলার স্থানীয় নামে কোন্ অঞ্চলে জনবসতি সর্বাধিক?
উত্তর : দিয়ারা অঞ্চলে।
প্রশ্ন : মালদহ জেলার সব থেকে জনপ্রিয় উৎসবের নাম কী ?
উত্তর : রামকেলী উৎসব ও মেলা (লক্ষ্মীপূজার সময়)।
প্রশ্ন : আদিনা মসজিদ কোন স্থানে অবস্থিত?
উত্তর : পাণ্ডুয়াতে।