Madhyamik Pass Jobs in West Bengal 2022- মাধ্যমিক পাশে চাকরি:
প্রিয় বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে হয়তো এই প্রশ্নটা আসতে পারে- মাধ্যমিক পাশের পর কি কি চাকরি পাওয়া যায়?
সত্যি যদি তোমাদের মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খেয়ে থাকে তাহলে আজকের এই পোস্টটি ভীষণ কাজে লাগবে। এই পোষ্টের মাধ্যমে আমরা আলোচনা করতে যাচ্ছি মাধ্যমিক পাশের পর কি কি চাকরি পাওয়া সম্ভব তার তালিকা, সেই চাকরিগুলোতে উর্ত্তীন্ন হওয়ার জন্য কোন লেভেলের প্রশ্ন থাকে অথবা কোন বিষয়গুলোর উপর জোর দিয়ে পড়াশোনা করতে হবে এবং সেই চাকরিগুলোতে বেতন কিরূপ হয়?
যাই হোক কোনো দেরি না করেই, মাধ্যমিক পাশের পর রাজ্য সরকারের ও কেন্দ্র সরকারের যে চাকরিতে নিয়োগ পাওয়া সম্ভব তার তালিকা নিচে দেওয়া হলঃ
- রেলওয়ে গ্রুপ-D( Railway Group D)
- এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ (Multi Tasking Staff)
- এসএসসি জিডি কনস্টেবল (SSC General Duty Constable)
- ডব্লিউ বি পিএসসি ক্লার্কশিপ( WBPSC Clearkship)
- ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি( WBSSC Group-C)
- রেলওয়ে টিকিট কালেক্টর (TTE)
- রেলওয়ে গ্রুপ-D
- পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable)
- কোলকাতা পুলিশ কনস্টেবল( Kolkata Police Constable)
- গ্রামীন ডাক সেবক (Post Office GDS)
- হাইকোর্ট ক্লার্ক(High Court Clerk)
- পোস্টম্যান মেল গার্ড (Post Office Mail Guard)
- ফুড সাব ইন্সপেক্টর (WBPSC Food SI)
মাধ্যমিক পাশে চাকরির বেতন কেমন হয়ে থাকে(Madhyamik Pass Job Salary)?
সাধারণত মাধ্যমিক পাশে চাকরির ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হয়ে থাকে ১৮০০০ থেকে ২৫০০০ টাকার মধ্যে হয়ে থাকে৷
মাধ্যমিক পাশে চাকরির পরীক্ষায় প্রশ্নের ধরন কীরুপ?
মাধ্যমিক পাশে চাকরির জন্য যেসমস্ত পরীক্ষাগুলি হয় তাতে মূলত মাধ্যমিক লেভেলের প্রশ্ন করা হয়ে থাকে৷
আজকের এই পোস্টে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। পরবর্তী পোস্টে এই চাকরি গুলোর বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব। পোস্টটি ভাল লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
এছাড়া দেখে নাও:
Food Inspector Jobs 2021: Eligibility, Salary, Skills Required