এবছর করোনা আবহের দরুন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা 2021 সিলেবাস কমাবে তা পূর্বেই ঘোষণা করেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তার অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমিকের প্রতিটি সাবজেক্টে কোন কোন অধ্যায় থাকবে তা নোটিফিকেশন জারি করেছে।
এই নোটিফিকেশন অনুযায়ী মাধ্যমিকের বেশ কিছু বিষয়ে 30 থেকে 35 শতাংশ সিলেবাস কমানো হয়েছে ৷
এবছর মাধ্যমিক 2021 এর জীবন বিজ্ঞান পরীক্ষায় অনেক কয়েকটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে । নিচে অধ্যায়গুলি দেওয়া হল ।
মাধ্যমিক পরীক্ষা 2021: জীবনবিজ্ঞান সিলেবাসে কি কি থাকবে?
জীবন বিজ্ঞানে থাকছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়,
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ,
জীবনের প্রবহমানতা।
আমাদের ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য বেশকিছু স্টাডি মেটেরিয়ালস যোগ করা হয়েছে এগুলো নিয়মিত প্র্যাকটিস করলে পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে।
Madhyamik Life Science MCQ Online Exam in Bengali | SET-1
Study Solve for WBBSE Madhyamik Examination 2021
Dada kon app ta download korbo ekto bolben plz