Madhyamik Life Science Suggestion 2023| ২ নম্বরের প্রশ্ন মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন: প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ, আজকের এই পোস্টে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন বাছাই করেছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা খাতায় তুলে নেবে এবং উত্তর তৈরি করে মুখস্ত করে রাখবে। মাধ্যমিক বোর্ডের নতুন সিলেবাস অনুযায়ী মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের বিভাগ -গ এ মোট 17 টি 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে। এই 17 টি প্রশ্নের মধ্যে উত্তর করতে হয় 12 টি প্রশ্নের। তাহলে, 12×2=24 নম্বরের প্রশ্ন এই বিভাগে দেওয়া থাকে। গতবছর করোনাকালে মাধ্যমিকের প্রত্যেকটি বিষয়ের পাঠ্যসূচি কমানো হয়েছিল। কিন্তু এ বছর হয়তো আর পাঠ্যসূচি কমানো হবে না। তাই আমরা সমস্ত অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযোজন করলাম। আশা করি এই প্রশ্নগুলি আগামী 2023 এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই উপকারী হবে।
মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৩। ২ নম্বরের প্রশ্নঃ
➤ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন এর দুটি পার্থক্য লেখ।
➤আগাছা দমনে ও বীজবিহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা লেখ।
➤মায়োটোম পেশি মাছের গমনে কিভাবে সাহায্য করে তা বিশ্লেষণ করো।
➤পাখির উড্ডয়ন পেশির নাম লেখ।
➤ নিউরো হিউমার কাকে বলে উদাহরণ দাও।
➤ নিউরন ও স্নায়ুর মধ্যে পার্থক্য কি সম্পর্ক কি?
➤ গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের গঠনগত ও কার্যগত বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি পার্থক্য লেখ।
➤ ডেনড্রন ও অ্যাাক্সন এর মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখ।
➤ DNA ও RNA- এর মধ্যে দুটি পার্থক্য লেখ।
➤ আপৎকালীন অবস্থার মোকাবিলা করার জন্য অ্যাড্রিনালিন হরমোন কিভাবে দেহকে প্রস্তুত করে?
➤ মিয়োসিস কোষ বিভাজনের ফলে কিভাবে প্রজাতির সংখ্যা ধ্রুবক থাকে?
➤ মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন?
➤ কোষ বিভাজনে কোষ চক্রের ভূমিকা বিশ্লেষণ করো।
➤ স্বপরাগযোগ এর একটি সুবিধা ও একটি অসুবিধা লেখ।
➤ থ্যালাসেমিয়া রোগে মানবদেহে ক্ষতিগ্রস্ত হয় এমন দুটি অঙ্গের নাম লেখ।
➤ থ্যালাসেমিয়া রোগের লক্ষণ গুলি লেখ।
➤ থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন?
➤ ফিনোটাইপ ও জিনোটাইপ এর মধ্যে সম্পর্ক কি?
➤ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন ধারণাটি ব্যাখ্যা করো।
➤ মানব বিকাশের বয়সন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তা লিপিবদ্ধ করইয়।
➤ মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা থেকে প্রকট ও প্রচ্ছন্ন গুণ ব্যাখ্যা করো।
➤ গোল বীজ ও কুঞ্চিত বীজ সম্পন্ন দুটি মটর গাছের মধ্যে মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় F2 জনুতে কিকি ফিনোটাইপ সম্পন্ন অপত্য উদ্ভিদ উৎপন্ন হবে এবং তাদের অনুপাত কত?
➤ যোগ্যতমের উদবর্তন বলতে কী বোঝো একটি উদাহরণ সহযোগে আলোচনা করো।
➤ নতুন প্রজাতির জীব সৃষ্টিতে যোগ্যতমের উদবর্তন এর ভূমিকা আলোচনা করো।
➤ সুন্দরী গাছের লবণগ্রন্থির অভিযোজনগত গুরুত্ব বিশ্লেষণ করো।
➤ জলজ অভিযোজনের জন্য রুই মাছের পটকার ভূমিকা কি?
➤ উটের অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য শারীরবৃত্তীয় অভিযোজন বিশ্লেষণ করো।
➤ মানুষের জনসংখ্যার বৃদ্ধির ফলে জীব বৈচিত্র এর ক্ষতি হয় এমন দুটি উদাহরণ দাও।
➤ জীব বিবর্ধন একটি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো।
➤ ”বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতিগ্রস্ত হয়”- বক্তব্যটির যথার্থতা বিচার করো।
➤ জীবজ নাইট্রোজেন আবদ্ধকরনে অংশগ্রহণকারী দুটি স্বাধীনজিবি জীবাণুর নাম লেখ।