মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২২
অধ্যায় ১
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমম্বয়
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান- ২
১. ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখাে।
২. ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য উদাহরণ সহ লেখাে।
৩. সাইটোকাইনিনের কাজ উল্লেখ করাে।
৪. জিব্বেরেলিন হরমােনের উৎসস্থল লেখাে।
.৫. হরমােনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন?
৬. আগাছা দমনে, কৃষি বৃদ্ধি ও বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম হরমােনের ভূমিকা লেখাে।
৭. GTH-এর কাজ লেখাে।
৮. TSH- এর কাজ লেখাে।
৯. থাইরক্সিনের কাজ লেখাে |
১০. আপতকালিন হরমােন হিসেবে অ্যাড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করাে।
১১. ইনসুলিনের কাজ লেখাে |
১২. প্রােজেস্টেরন হরমােনের দুটি কাজ লেখাে |
১৩. ইস্ট্রোজেনের কাজ লেখাে।
১৪. প্রান্তসন্নিকর্ষ কাকে বলে?
১৫. সুষুম্নাকাণ্ডের দুটি কাজ লেখাে |
১৬. গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্কের পার্থক্য লেখাে |
১৭. প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বােঝা? উদাহরণ দাও |
১৮. অক্ষিগােলকের প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখাে।
১৯. বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হল|এর চারটি সম্ভাব্য কারণ উল্লেখ করাে।
২০. প্রাণীদেহে স্নায়ুতন্ত্র ও হরমােনের কার্যগত একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখাে|
রচনাধর্মী প্রশ্ন। মান ৫
১. হরমােনের যে-কোনাে দুটি বৈশিষ্ট্য লেখাে। জিব্বেরেলিনের তিনটি উল্লেখযােগ্য কাজ বর্ণনা করাে। ২+৩
২. অক্সিন হরমােনের এমন দুটি কাজ উল্লেখ করাে যার ব্যবহারিক প্রয়ােগ মূল্য আছে৷ ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমােনের ভূমিকা কী? ২+৩
৩. অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য লেখাে | স্নায়ুগ্রন্থি কী? ৩+২
৪. ডেনড্রন ও অ্যাক্সনের মধ্যে দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য নির্দেশ।
৬. একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে স্নায়ুকেন্দ্র, গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সংবেদী নিউরােন, চেষ্টীয় নিউরােন, শ্বেত বস্তু ও ধূসর বস্তু চিহ্নিত করাে এবং তিরচিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপথ নির্দেশ করাে।
৭. মানুষের অক্ষিগােলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে। (a) অপটিক বা দর্শন স্নায়ু (b) লেন্স,
(c) আইরিস বা কণীনিকা, (d) করনিয়া, (e)স্ত্রেরা, (f) করয়েড, (g) রেটিনা, (h) অন্ধবিন্দু (i) তারারন্ধ্র, j) পীতবিন্দু, (k) ভিট্রিয়াস হিউমার |
৮. অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য আলােচনা করাে। নিউরােট্রান্সমিটার কাকে বলে? উদাহরণ দাও| ৩+২
৯. চলন ও গমনের পার্থক্য লেখাে| মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা লেখাে| ২+৩
১০. কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখাে | নিউরােনের তিনটি অংশের কার্য উল্লেখ করাে| ২+৩
অধ্যায় ২
জীবনের প্রবাহমানতা
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান ২
১. প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমােজমের মধ্যে পার্থক্য লেখাে। (a) প্রকৃতি, (b) সংখ্যা |
১. প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমােজমের মধ্যে পার্থক্য লেখাে। (a) প্রকৃতি, (b) সংখ্যা |
২. প্রফেজ ও টেলােফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে – এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখাে |
৩. মিয়ােসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন?
৪. কেশচক্রের বিভিন্ন দশা ও উপদেশগুলির নাম কী কী?
৫. কোনাে জীবের জন্য জনন গুরুত্বপূর্ণ কেন?
৬. স্পাইরােগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন্ কোন্ পদ্ধতিতে সম্পন্ন
হয়?
৭. অস্থানিক পত্ৰজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযােগ্য ভূমিকা গ্রহণ করে – একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করাে |
৮. অঙ্গজ জনন কাকে বলে?
৯. কাটিং এর মাধ্যমে কীভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি করে |
১০. একটি ফার্নের জনুক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও |
১১. অপুংজনি বলতে কী বোেঝা? উদাহরণ দাও |
১২. কোন্ কোন্ বাহক প্রদত্ত উদ্ভিদগুলিতে পরাগযােগ সম্পন্ন হয়? (ক) ধান, (খ) পাতাঝাঝি, (গ) শিমূল, (ঘ) আম|
১৩. বৃদ্ধি কাকে বলে?
১৪. সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর জাইগেট থেকে কিভাবে নতুন উদ্ভিদ
তৈরি হয়?
১৫. মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কী কী পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো।
১৬. মায়ােসিস কোষ বিভাজনের সময় ক্রোমােজমের সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খন্ড বিনিময় ঘটে এই ঘটনা দুটির তাৎপর্য কী কী তা বিশ্লেষণ করো।
রচনাধর্মী প্রশ্ন মান ৫
১. DNA ও RNA – এর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখাে| কোশচক্রের গুরুত্ব উল্লেখ করাে। ৩+২
২. কোশচক্রের সংজ্ঞা লেখাে| ক্রোমােজম, DNA, জিনের মধ্যে আন্তসম্পর্ক ব্যাখ্যা করাে। ২+৩
৩. একটি কোশচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশা কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোশচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে।
৪. মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখাে। উদ্ভিদকোশ ও প্রাণীকোশের মধ্যে সাইটোকাইনেসিসের পার্থক্য লেখাে।
৫. উদ্ভিদকোশ ও প্রাণীকোশের মাইটোসিসের পার্থক্য লেখাে।
৬. মিয়ােসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখাে।
৭. একটি প্রাণীকোশের মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশার অর্থাৎ মেটাফেজের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে চিহ্নিত করাে।
৮. প্রাণীকোশে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন করে চিহ্নিত করাে |
৯. অযৌন জনন ও যৌন জননের পার্থক্য লেখাে। উদাহরণ সহ অযৌনজননের দুটি পদ্ধতির নাম লেখাে।
১০. মাইক্রোপ্রােপাগেশন কাকে বলে? জনু ক্ৰম কাকে বলে? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও |
অধ্যায় ৩
বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রােগ
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন৷ মান ২
১. মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখাে |
২. স্বাধীনবিন্যাস সূত্রটি লেখাে |
৪. বংশগতিতে বিশুদ্ধ বলতে কী বােঝাে? উদাহরণ সহযােগে উল্লেখ করাে।
৫. প্রছন্ন বৈশিষ্ট্য বলতে কী বােঝাে? উদাহরণ সহ বােঝাও |
৬. মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার – এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জননের পরিক্ষা করেছিলেন। এই পরিক্ষায় F2 জনুতে যে কটি হলুদ ও গােলাকার বীজ যুক্ত মটর গাছ উৎপন্ন হয়, তাদের জিনােটাইপগুলি লেখাে।
৭. ভিন্ন ভিন্ন জিনােটাইপ একই জিনােটাইপ উৎপন্ন করে—মটর গাছের দ্বিসংকর জননের পরিক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে
বক্তব্যটির যথার্থতা প্রমাণ করাে।
৮. দ্বিসংকর জনন পরিক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YyRr থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে |
৯. থ্যালাসেমিয়া রােগে প্রধানত কী কী সমস্যা দেখা |
১০. জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব কী?
১১. মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্লাসের সাহায্যে দেখাও |
১১. মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্লাসের সাহায্যে দেখাও।
১২. প্রকট বৈশিষ্ট্য বলতে কী বােঝাে? উদাহরণ দিয়ে বােঝাও |
রচনাধর্মী প্রশ্ন। মানঃ ৫
১. ফিনােটাইপ ও জিনােটাইপের পার্থক্য লেখাে| মেন্ডেল পরিক্ষার জন্য মটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করাে| ২+৩
২. গিনিপিগের দ্বিসংকর জনন চেকার বাের্ডের সাহায্যে উল্লেখ করে সূত্রটি উল্লেখ করাে |
৩. মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসেবে কাজ করে, তা কারণ সহ ব্যাখ্যা করাে| স্ত্রীলােককে হােমােগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?
৪. বিশুদ্ধ কালাে (BB) এবং বিশুদ্ধ সাদা(bb) গিনিপিগের একসংকর জনন পরিক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সুত্রটি বুঝিয়ে দাও।
৫. একজন বর্ণান্ধ মহিলা, একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন। প্রথম অপত্য বংশে তাদের সন্তাদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করাে।
এছাড়া দেখে নাওঃ
Madhyamik Life Science Mock Test for 2022
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর । মাধ্যমিক জীবনবিজ্ঞান