Madhyamik Life Science Mock Test for 2022:
১.১ ট্রপিক চলনের নিয়ন্ত্রক হল-
(ক) উদ্দীপকের উৎস
(খ) উদ্দীপকের গতিপথ
(গ) উদ্দীপকের তীব্রতা
(ঘ) উদ্দীপকের তা
১.২ উদ্ভিদের ক্ষেত্রে বার্ধক্যকে দীর্ঘায়িত করে
(ক) ইথিলিন
(খ) অক্সিন।
(গ) জিব্বেরেলিন
(ঘ) সাইটোকাইনিন
১.৩ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ মেনিনজেসের সবথেকে বাইরের স্তরটি হল-
(ক)প্যায়াম্যাটার
(খ) ভুরাম্যাটার
(গ) অ্যারাকনয়েড ম্যাটার।
(ঘ) গ্রে ম্যাটার
১.৪ RNA অণুতে যে নাইট্রোজেন ক্ষার মূলকটি থাকে না, তা হল-
(ক) ইউরাসিল
(খ) থাইমিন
(গ) অ্যাডিনিন।
(ঘ) গুয়ানিন
১.৫ ক্রোমােজোমে কাইনেটোকোরের অবস্থান যে-থানে, তা হল-
(ক) সেন্ট্রোমিয়ার
(খ) ক্রোমােমিয়ার
(গ) টেলােমিয়ার
(ঘ) গৌণ খাজ
১.৬ উদ্ভিদকোশের বেতন্তু গঠনে সাহায্য করে
(ক) মাইটোকনড্রিয়া
(খ) রাইবােজোম
(গ) গলগিবস্তু
(ঘ)অণুনালিকা
১.৭ দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত হল-
(ক) 1 : 2 : 1
(খ) 3:1
(গ) 1:1:1:1
(ঘ) কোনােটিই নয়
১.৮ বর্ণান্ধতা রােগের বংশগতি কোন রােগের অনুরূপ?
(ক) রিকেট
(খ) হিমােফিলিয়া
(গ) রাতকানা
(ঘ) অ্যালবিনিম
১.৯ মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় হলুদ-গােল বীজের থেকে প্রাপ্ত জিনােটাইপ ছিল-
(ক) চাররকম
(খ) তিনরকম।
(গ) দু-রকম
(ঘ) একরকম
১০ উদ্ভিদের একটি তির্যক অভিকর্যবর্তী অঙ্গ হল—
(ক) মূল
(খ) পাতা
(গ) মূলরােম
(ঘ) মূলত্র
১.১১ একটি N,-ধর্মী আক্সিক উদ্ভিদ হরমোেন হল-
(ক) ইথিলিন
(খ) জিব্বেরেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) অক্সিন
১.১২ মিয়ােসিস কোশবিভাজনে নিউক্লিয়াস দু-বার বিভাজিত হলে ক্রোমােজোম বিভাজিত হবে-
(ক)একবার
(খ) দু-বার।
(গ) তিনবার
(ঘ) চারবার
১.১৩ জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয়-
(ক) জনন
(খ) অপুংজনি
গ) জনুক্রম।
(ঘ) পার্থেনােজেনেসিস
১.১৪ মটর উদ্ভিদের ফুল হল-
(ক) উভলিঙ্গ ও ইতরপরাগী
(খ) উভলিঙ্গ ও স্বপরাগী
(গ) একলিঙ্গ ও ইতরপরাগী
(ঘ) একলিঙ্গ ও স্বপরাগী
১.১৫ অটোজোমের কত তম ক্রোমােজোমে কুলিজ অ্যানিমিয়া রােগসৃষ্টিকারী জিন অবস্থান করে?
(ক) 9
(খ) 10
(গ) 11
(ঘ) 12
Check Also:
Life Science Book in Bengali PDF- জীবনবিজ্ঞান বই
Life Science G.K MCQ Online Test in Bengali- 1
Madhyamik Life Science MCQ Online Exam in Bengali | SET-1
Madhyamik Life Science(English Version) Practice from Test Paper(2018-2019)
Madhyamik 2020 All Subject Question Papers(মাধ্যমিক প্রশ্নপত্র) PDF Download