মাধ্যমি ভূগোল সাজেশন ২০২৩ঃ
(অধ্যায়ভিত্তিক ৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন)
প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ:
➤ গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য লেখ।
➤ জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়।
➤ জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশ গুলি লেখ।
➤ জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন?
➤ অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় ?
➤ নদীর নিম্নভূমিতে প্লাবনভূমি সৃষ্টি হতে দেখা যায় কেন?
➤ নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লেখ।
➤ সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন ?
➤ হিমবাহ U আকৃতির হয় কেন?
➤ ঝুলন্ত উপত্যকা কিভাবে গঠিত হয়?
➤ রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখ।
➤ নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লেখ।
➤ পর্বতগাত্রে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এর বিবরণ দাও।
➤ গ্রাবরেখা কিভাবে সৃষ্টি হয়।
➤ মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন?
➤ বার্খান কাকে বলে? মরুদ্দ্যান কিভাবে সৃষ্টি হয়।
➤ বার্খান ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য লেখ।
➤ অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ি মধ্যে পার্থক্য লেখ।
➤ অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখ ।
➤ লোয়েস কি? চিত্রসহ আলোচনা করো।
➤ কি কি ভাবে মরুকরণ প্রতিরোধ করা যায়?
➤ কি কি কারণে মরু সম্প্রসারণ ঘটে?
দ্বিতীয় অধ্যায়ঃ বায়ুমণ্ডল
➤ ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?
➤ ওজোন স্তরের গুরুত্ব ও বিনাশের কারণ কি?
➤ ফেরেলের সূত্র ও ষষ্ঠ ঘাতের সূত্র টি লেখ।
➤ ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য দেখাও
➤ সমুদ্র বায়ু ও স্থল বায়ুর মধ্যে তিনটি পার্থক্য লেখ
➤টীকা লেখঃ পরিচালন বৃষ্টিপাত । অথবা নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন?
➤ নিরপেক্ষ আদ্রতা ও আপেক্ষিক আদ্রতার মধ্যে পার্থক্য দাও।
➤ বায়ুর উষ্ণতা ও চাপের তারতম্যের কারণ লেখ।
➤ বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখ।
➤ নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
তৃতীয় অধ্যায়ঃ বারিমণ্ডল
➤ গৌণ জোয়ার সম্পর্কে টীকা লেখ।
➤ পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন?
➤ প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন।
➤ ভরা কটাল ও মরা কটাল এর পার্থক্য চিত্রসহ নিরূপণ করো।
➤ দুটি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট সময়ের পার্থক্য হওয়ার কারণ কি?
➤ চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল লেখ।
চতুর্থ অধ্যায়ঃ বজ্র ব্যবস্থাপনা
➤ দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে বজ্র ব্যবস্থাপনার ভূমিকা লেখ।
➤ বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা গুলি কি কি?
➤ পরিবেশের উপর বজ্র পদার্থের তিনটি প্রভাব সম্বন্ধে লেখ।
➤ কম্পোস্টিং কি ব্যাখ্যা করো।
➤ স্ক্রাবার কী?
➤ বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি গুলি লেখ।
➤ কঠিন ও তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায় কি কি?
➤ পূর্ণ ব্যবহার ও পুনর্নবীকরণ কিভাবে বজ্র ব্যবস্থাপনায় সাহায্য করে?
➤ জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখ।
➤ গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি?
➤ বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে কমানো হয়?
➤ টীকা লেখ : 3R
এছাড়া দেখে নিতে পারঃ
অধ্যায়ভিত্তিক মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ঃ ৫ নম্বরের প্রশ্ন
মাধ্যমিক ভূগোল প্রশ্ন পত্র ২০২৩- Madhyamik Geography Question Paper PDF
মাধ্যমিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (প্রতিটি প্রশ্নের মান ৫)
Class 10th Geography – মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর MCQ
মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর । দশম শ্রেণীর ভূগোল প্রশ্নোত্তর
মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং(Madhyamik Geography Map Pointing Bengali PDF)