Madhyamik Geography MCQ Question and Answer in Bengali Language

Madhyamik Geography MCQ Question and Answer in Bengali Language

Madhyamik Geography MCQ Question and Answer in Bengali Language
Here is Madhyamik Geography MCQ Multiple Choice Question and Answer. All Class 10th students of West Bengal Board of Secondary Education(WBBSE) can practice these MCQ Question and Answer for preparing upcoming Madhyamik Examination- 2020.

SET-1
১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে ? ১x১৪=১.

১.১ একটি চুতিগঠিত জলপ্রপাতের উদাহরণ হল-

(ক) নায়াগ্রা (খ) হুড্র (গ) ভিক্টোরিয়া (ঘ) এঞ্জেল|
১.২ তুরস্কের মিয়েন্ডস’ নদীর নামানুসারে যে নদী গঠিত ভূমিরূপ বৈশিষ্ট্যের নামকরণ করা হয়েছে, তা হলাে-

(ক) নদীবাঁক (খ) নদীদ্বীপ (গ) ক্যানিয়ন (ঘ) স্বাভাবিক বাঁধ।
১.৩ বেতারতরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে পুনঃপ্রেরিত হয় যে স্তর থেকে, তা হলে-

(ক) মেসােস্ফিয়ার (খ) স্ট্র্যাটোস্ফিয়ার (গ) এক্সোস্ফিয়ার (ঘ) আয়নােস্ফিয়ার।
 ১.৪ ঝড়ের চক্ষু (eye of the storm) দেখা যায়-

(ক) ব্যারােট্রপিক সীমান্তযুক্ত ঘূর্ণবাতে (খ) ব্যারােক্লিনিক সীমান্তযুক্ত ঘূর্ণবাতে
(গ) ক্রান্তীয় ঘূর্ণবাতে

(ঘ) অকুডেড সীমান্তে।
১.৫ আটলান্টিক মহাসাগরে নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত একটি উষ্ণু স্রোত হলাে-

(ক) সােমালি তে (খ) ক্যালিফোর্নিয়া স্রোত (গ) ক্যানারী স্রোত (ঘ) উত্তর আটলান্টিক স্রোত।
১.৬ একটি জোয়ার ও তার পরবর্তী ভাঁটার মধ্যে সময়ের ব্যবধান হয়, প্রায়-

(ক) ২৪ ঘণ্টা ৫২ মিনিট (খ) ১২ ঘণ্টা ২৬ মিনিট (গ) ৬ ঘণ্টা ১৩মিনিট (ঘ) ৩ ঘণ্টা ৬৫ মিনিট।
১.৭ ইউট্রফিকেশন একটি-

(ক) মাটিজনিত পরিবেশ দূষণ (খ) জলজনিত পরিবেশ দূষণ

(গ) শব্দজনিত পরিবেশ দূষণ (ঘ) বায়ুজনিত পরিবেশ দূষণ।
 ১.৮ এদের মধ্যে যে অঙ্গরাজ্যটি নবীনতম, তা হলাে-

(ক) ছত্তিশগড় (খ) ঝাড়খন্ড (গ) তেলেঙ্গানা (ঘ) উত্তরাঞ্চল।
১.৯ মেইন বাউন্ডারি ফল্ট (M.B.F.) দেখা যায়-

(ক) সাতপুরা ও বিন্ধ্যপর্বতের মাঝে (খ) শিবালিক ও মধ্যহিমালয়-এর মাঝে (গ) মধ্য ও প্রধান হিমালয়ের

মাঝে (ঘ) দামােদর-এর উচ্চ অববাহিকায়।।
১.১০ ভারতের বৃহত্তম উপহ্রদ হল-

(ক) কোলেরু (খ) চিল্কা (গ) ভেম্বনাদ কয়াল (ঘ) পুলিকট।
১.১১ রেগুর দেখা যায়-

(ক) গাঙ্গেয় সমভূমিতে (খ) দাক্ষিণাত্য মালভূমিতে (গ) মরু অঞ্চলে (ঘ) সুন্দরবনে।।
১.১২ একটি বাগিচা ফসলের উদাহরণ হল-

(ক) ধান (খ) গম (গ) কফি (ঘ) পাট।
১.১৩ ‘উন্নয়নের জীবনরেখা’ বলা হয়-

 (ক) রেলপথ (খ) স্থলপথ (গ) জলপথ (ঘ) বিমানপথ-কে।
 ১.১৪ উপগ্রহচিত্রে যে রঙের ব্যবহার করা হয় তা হল-
(ক) NATMO (খ) FCC (গ) ISRO (ঘ) GSI।

ANSWER KEY
১.১ (গ) ভিক্টোরিয়া ১.২ (ক) নদীবাক ১.৩ (ঘ) আয়নােস্ফিয়ার ১.৪ (গ) ক্রান্তীয় ঘূর্নবাত ১.৫ (ঘ) উত্তর আটলান্টিক স্রোত ১.৬ (গ) ৬ ঘন্টা ১৩
মিনিট ১.৭ (খ) জলজনিত পরিবেশ দূষণ ১.৮ (গ) তেলেঙ্গানা ১.৯ (গ) মধ্য ও প্রধান হিমালয়ের মাঝে ১.১০ (খ) চিল্কা হ্রদ ১.১১ (খ) দাক্ষিনাত্য
মালভূমিতে ১.১২ (খ)কফি ১.১৩ (গ) জলপথকে ১.১৪ (খ) FCC

SET-2
 ১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :১x১৪=১৪

১.১ অর্থচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলা হয়-
(ক) সি

(খ) অ্যালে বালিয়াড়ি (গ) হামাদা (ঘ) বাখান।
১.২ শিলাময় মরুভূমিকে বলে-

(ক) ধান্দ (খ) রেগ (গ) হামাদা (ঘ) ওয়াদি
১.৩ উর্ধ্বাকাশে বায়ুমণ্ডল বিস্তৃত।

(ক) ১৮ কিমি (খ) ৭৫০ কিমি . (গ) ১০০০০ কিমি (ঘ) ১৫০০০ কিমি
১.৪ বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক-

(ক) মিলিবার (খ) ডিগ্রী সেন্টিগ্রেড (গ) অক্টাস। (ঘ) নট।
১.৫ পৃথিবীর কোন স্থানে দিনে জোয়ার হয়-
(ক) ১ বার (খ) ২ বার।

(গ) ৩ বার

(ঘ) ৪ বার
 ১.৬ বানডাকা পরিলক্ষিত হয়-

(ক) নমর্দায়। (খ) হুগলীতে (গ) তিস্তায় । (ঘ) দামােদর নদে
১.৭ Fly Ash উৎপন্ন হয়-
. (ক) তাপবিদুৎ (খ) জলবিদ্যুৎ (গ) পারমাণবিক বিদ্যুৎ (ঘ) সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে।
 ১.৮ বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা হল-

(ক) ২৭ টি (খ) ২৮ টি (গ) ২৯ টি। . (ঘ) ৩০ টি
_ ১.৯ শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে বলে-
. (ক) তরাই (খ) তাল (গ) দুন

(ঘ) ডুয়ার্স।
১.১০ গঙ্গার ডান তীরের একটি উপনদী-
. (ক) চম্বল (খ) যমুনা। (গ) কোশী (ঘ) গন্ডক
১.১১ গ্রীষ্মকালে উত্তর ভারতে যে প্রবল তাপ প্রবাহ চলে তাকে বলে-
(ক) লু ।
 (খ) আঁধি।

(গ) কালবৈশাখী।

(ঘ) বরদইছিলা
 ১.১২ মরু অঞ্চলে মাটির স্থানীয় নাম-

(ক) সিরােজেম (খ) চারনােজেম (গ) পডজল। (ঘ) চেষ্টনাট।
১.১৩‘রেটুন প্রথা’ যে চাষের সঙ্গে সম্পর্কিত

(ক) কার্পাস (খ) আখ । (গ) মিলেট | (ঘ) পাট।
১.১৪ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হল-
(ক) সেনসর। (খ) স্পট গ) ল্যান্ডস্যাট (ঘ) প্ল্যাটফর্ম।

ANSWER KEY
 ১.১ (ঘ) বাখান ১.২ (গ) হামাদা ১.৩ (গ) ১০,০০০ কিমি ১.৪ (ঘ) নট্‌ ১.৫ (খ) ২ বার ১.৬ (খ) হুগলী ১.৭ (ক) তাপবিদ্যুৎ ১.৮ (গ) 29 টি ১.৯

(গ) দুন ১.১০ (খ) যমুনা ১.১১ (ক) লু ১.১২ (ক) সিরােজেম ১.১৩ (খ) আখ ১.১৪ (ঘ) প্ল্যাটফর্ম।।

Leave a Comment

Your email address will not be published.

x