Madhyamik Geography MCQ Question and Answer in Bengali Language
SET-1
১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে ? ১x১৪=১.
১.১ একটি চুতিগঠিত জলপ্রপাতের উদাহরণ হল-
(ক) নায়াগ্রা (খ) হুড্র (গ) ভিক্টোরিয়া (ঘ) এঞ্জেল|
১.২ তুরস্কের মিয়েন্ডস’ নদীর নামানুসারে যে নদী গঠিত ভূমিরূপ বৈশিষ্ট্যের নামকরণ করা হয়েছে, তা হলাে-
(ক) নদীবাঁক (খ) নদীদ্বীপ (গ) ক্যানিয়ন (ঘ) স্বাভাবিক বাঁধ।
১.৩ বেতারতরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে পুনঃপ্রেরিত হয় যে স্তর থেকে, তা হলে-
(ক) মেসােস্ফিয়ার (খ) স্ট্র্যাটোস্ফিয়ার (গ) এক্সোস্ফিয়ার (ঘ) আয়নােস্ফিয়ার।
১.৪ ঝড়ের চক্ষু (eye of the storm) দেখা যায়-
(ক) ব্যারােট্রপিক সীমান্তযুক্ত ঘূর্ণবাতে (খ) ব্যারােক্লিনিক সীমান্তযুক্ত ঘূর্ণবাতে
(গ) ক্রান্তীয় ঘূর্ণবাতে
(ঘ) অকুডেড সীমান্তে।
১.৫ আটলান্টিক মহাসাগরে নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত একটি উষ্ণু স্রোত হলাে-
(ক) সােমালি তে (খ) ক্যালিফোর্নিয়া স্রোত (গ) ক্যানারী স্রোত (ঘ) উত্তর আটলান্টিক স্রোত।
১.৬ একটি জোয়ার ও তার পরবর্তী ভাঁটার মধ্যে সময়ের ব্যবধান হয়, প্রায়-
(ক) ২৪ ঘণ্টা ৫২ মিনিট (খ) ১২ ঘণ্টা ২৬ মিনিট (গ) ৬ ঘণ্টা ১৩মিনিট (ঘ) ৩ ঘণ্টা ৬৫ মিনিট।
১.৭ ইউট্রফিকেশন একটি-
(ক) মাটিজনিত পরিবেশ দূষণ (খ) জলজনিত পরিবেশ দূষণ
(গ) শব্দজনিত পরিবেশ দূষণ (ঘ) বায়ুজনিত পরিবেশ দূষণ।
১.৮ এদের মধ্যে যে অঙ্গরাজ্যটি নবীনতম, তা হলাে-
(ক) ছত্তিশগড় (খ) ঝাড়খন্ড (গ) তেলেঙ্গানা (ঘ) উত্তরাঞ্চল।
১.৯ মেইন বাউন্ডারি ফল্ট (M.B.F.) দেখা যায়-
(ক) সাতপুরা ও বিন্ধ্যপর্বতের মাঝে (খ) শিবালিক ও মধ্যহিমালয়-এর মাঝে (গ) মধ্য ও প্রধান হিমালয়ের
মাঝে (ঘ) দামােদর-এর উচ্চ অববাহিকায়।।
১.১০ ভারতের বৃহত্তম উপহ্রদ হল-
(ক) কোলেরু (খ) চিল্কা (গ) ভেম্বনাদ কয়াল (ঘ) পুলিকট।
১.১১ রেগুর দেখা যায়-
(ক) গাঙ্গেয় সমভূমিতে (খ) দাক্ষিণাত্য মালভূমিতে (গ) মরু অঞ্চলে (ঘ) সুন্দরবনে।।
১.১২ একটি বাগিচা ফসলের উদাহরণ হল-
(ক) ধান (খ) গম (গ) কফি (ঘ) পাট।
১.১৩ ‘উন্নয়নের জীবনরেখা’ বলা হয়-
(ক) রেলপথ (খ) স্থলপথ (গ) জলপথ (ঘ) বিমানপথ-কে।
১.১৪ উপগ্রহচিত্রে যে রঙের ব্যবহার করা হয় তা হল-
(ক) NATMO (খ) FCC (গ) ISRO (ঘ) GSI।
ANSWER KEY
১.১ (গ) ভিক্টোরিয়া ১.২ (ক) নদীবাক ১.৩ (ঘ) আয়নােস্ফিয়ার ১.৪ (গ) ক্রান্তীয় ঘূর্নবাত ১.৫ (ঘ) উত্তর আটলান্টিক স্রোত ১.৬ (গ) ৬ ঘন্টা ১৩
মিনিট ১.৭ (খ) জলজনিত পরিবেশ দূষণ ১.৮ (গ) তেলেঙ্গানা ১.৯ (গ) মধ্য ও প্রধান হিমালয়ের মাঝে ১.১০ (খ) চিল্কা হ্রদ ১.১১ (খ) দাক্ষিনাত্য
মালভূমিতে ১.১২ (খ)কফি ১.১৩ (গ) জলপথকে ১.১৪ (খ) FCC
SET-2
১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :১x১৪=১৪
১.১ অর্থচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলা হয়-
(ক) সি
(খ) অ্যালে বালিয়াড়ি (গ) হামাদা (ঘ) বাখান।
১.২ শিলাময় মরুভূমিকে বলে-
(ক) ধান্দ (খ) রেগ (গ) হামাদা (ঘ) ওয়াদি
১.৩ উর্ধ্বাকাশে বায়ুমণ্ডল বিস্তৃত।
(ক) ১৮ কিমি (খ) ৭৫০ কিমি . (গ) ১০০০০ কিমি (ঘ) ১৫০০০ কিমি
১.৪ বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক-
(ক) মিলিবার (খ) ডিগ্রী সেন্টিগ্রেড (গ) অক্টাস। (ঘ) নট।
১.৫ পৃথিবীর কোন স্থানে দিনে জোয়ার হয়-
(ক) ১ বার (খ) ২ বার।
(গ) ৩ বার
(ঘ) ৪ বার
১.৬ বানডাকা পরিলক্ষিত হয়-
(ক) নমর্দায়। (খ) হুগলীতে (গ) তিস্তায় । (ঘ) দামােদর নদে
১.৭ Fly Ash উৎপন্ন হয়-
. (ক) তাপবিদুৎ (খ) জলবিদ্যুৎ (গ) পারমাণবিক বিদ্যুৎ (ঘ) সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে।
১.৮ বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা হল-
(ক) ২৭ টি (খ) ২৮ টি (গ) ২৯ টি। . (ঘ) ৩০ টি
_ ১.৯ শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে বলে-
. (ক) তরাই (খ) তাল (গ) দুন
(ঘ) ডুয়ার্স।
১.১০ গঙ্গার ডান তীরের একটি উপনদী-
. (ক) চম্বল (খ) যমুনা। (গ) কোশী (ঘ) গন্ডক
১.১১ গ্রীষ্মকালে উত্তর ভারতে যে প্রবল তাপ প্রবাহ চলে তাকে বলে-
(ক) লু ।
(খ) আঁধি।
(গ) কালবৈশাখী।
(ঘ) বরদইছিলা
১.১২ মরু অঞ্চলে মাটির স্থানীয় নাম-
(ক) সিরােজেম (খ) চারনােজেম (গ) পডজল। (ঘ) চেষ্টনাট।
১.১৩‘রেটুন প্রথা’ যে চাষের সঙ্গে সম্পর্কিত
(ক) কার্পাস (খ) আখ । (গ) মিলেট | (ঘ) পাট।
১.১৪ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হল-
(ক) সেনসর। (খ) স্পট গ) ল্যান্ডস্যাট (ঘ) প্ল্যাটফর্ম।
ANSWER KEY
১.১ (ঘ) বাখান ১.২ (গ) হামাদা ১.৩ (গ) ১০,০০০ কিমি ১.৪ (ঘ) নট্ ১.৫ (খ) ২ বার ১.৬ (খ) হুগলী ১.৭ (ক) তাপবিদ্যুৎ ১.৮ (গ) 29 টি ১.৯
(গ) দুন ১.১০ (খ) যমুনা ১.১১ (ক) লু ১.১২ (ক) সিরােজেম ১.১৩ (খ) আখ ১.১৪ (ঘ) প্ল্যাটফর্ম।।