Madhyamik Exam 2022 Geography Important MCQ Question & Answer: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর নতুন সিলেবাস অনুযায়ী এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও উত্তর দেওয়া হল। এগুলি আগামী টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় খুবই কাজে লাগবে ।
Class 10th WBBSE MCQ Question & Answers for 2022 Examination. Very Very Important Question and Answer for Class 10th WBBSE.
মাধ্যমিক ভূগোল গুরুত্বপূর্ণ MCQ, সংক্ষিপ্ত, শূন্যস্থান প্রশ্ন উত্তর:
১৷ বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :
১১ প্রদত্ত কোন্ রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ করা যায়? – (ক) উত্তরাখণ্ড, (খ) বিহার, (গ)ওড়িশা, (ঘ) মধ্যপ্রদেশ।
Ans: (গ)ওড়িশা
১.২ পৃথিবীর দীর্ঘতম খাড়িটি কোন্ নদীর মােহনায় অবস্থিত? – (ক) ওব, (খ) লেনা, (গ) ইনিসি, (ঘ) দানিয়ুব।
Ans: (ক) ওব
১.৩ হিমবাহের সঞয়কার্যের ফলে প্রাপ্ত গ্রাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে বলে – (ক)গ্রাবরেখা, (খ) বহিঃবিধৌত সমভূমি, (গ) কেম, (ঘ) কেটল।
Ans: (গ) কেম,
১.৪ বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল – (ক) সূর্য, (খ) নদী, (গ) বায়ু, (ঘ) হিমবাহ।
Ans: (ক) সূর্য
১.৫ মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে – (ক) প্লায়া, (খ) ওয়াদি, (গ) বাজাদা, (ঘ) পেডিমেন্ট।
Ans: (খ) ওয়াদি
১.৬ ইন্দিরা পয়েন্টের অপর নাম – (ক) ইন্দিরা কল, (খ) পিগম্যালিয়ান পয়েন্ট, (গ) গুহার মােটার, (ঘ) কন্যাকুমারিকা অন্তরীপ।
Ans: (খ) পিগম্যালিয়ান পয়েন্ট
১.৭ গঙ্গার একটি বামতীরের উপনদী – (ক) যমুনা, (খ) চম্বল, (গ) শােন, (ঘ) গােমতী।
Ans: (ঘ) গােমতী।
১.৮ ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে – (ক) ম্যাকমােহন লাইন, (খ) র্যাডক্লিফ লাইন, (গ) ডুরান্ড লাইন, (ঘ) সুচার লাইন।
Ans: খ) র্যাডক্লিফ লাইন,
১.৯ মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে – (ক) মালাবার, (খ) কোকন, (গ) করমণ্ডল, (ঘ) উত্তর সরকার উপকূল বলে।
Ans: (খ) কোকন
১.১০ ভারতের বৃহত্তম কয়াল হল – (ক) অষ্টমুদি, (খ) চিল্কা, (গ) কোলেরু, (ঘ) ভেমবানাদ।
Ans: (ঘ) ভেমবানাদ।
১.১১ ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের মুখ্য কারণ –
(ক) পশ্চিমি জেট, (খ) এল নিনাে, (গ) পুবালি জেট, (ঘ) সমুদ্রজলের উন্নতার তারতম্য।
Ans: (গ) পুবালি জেট
১.১২ ভারতের কৃয়মৃত্তিকা সৃষ্টি হয় – (ক) গ্রানাইট, (খ) নিস, (গ) ব্যাসল্ট, (ঘ) কাদাপাথর থেকে।
Ans: (গ) ব্যাসল্ট
১.১৩ একটি জায়িদ ফসলের উদাহরণ হল – (ক) আমন ধান, (খ) আউশ ধান, (গ) গম, (ঘ) বােরাে ধান।
Ans: (খ) আউশ ধান
১.১৪ একটি শিকড় আলগা শিল্প হল – (ক) চা, (খ) কার্পাস, (গ) গাড়ি, (ঘ) লৌহ-ইস্পাত শিল্প।
Ans: (খ) কার্পাস
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখাে (যেকোনাে ছয়টি)
২.১.১ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়।
Ans:অশুদ্ধ
২.১.২ ঝুলন্ত উপত্যকার প্রান্তবিন্দু সর্বদা নিবিন্দু হিসেবে গণ্য করা হয়।
Ans: শুদ্ধ
২.১.৩ ‘লু’ একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু।
Ans: অশুদ্ধ
২.১.৪ ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ।
Ans: অশুদ্ধ
২.১.৫ অসম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য।
Ans: শুদ্ধ
২.১.৬ ইন্দিরা খাল ভারতের বৃহত্তম খাল।
Ans: শুদ্ধ
২.১.৭ বাবলা একধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ।
Ans: অশুদ্ধ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : (যে-কোনাে ছরটি)
২.২.১ দুটি সি বালিয়াড়ির মাঝের অংশকে— বলে।
Ans: করিডোর
২.২.২ ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে,—– সৃষ্টি হয়।
Ans: জলপ্রপাত
২.২.৩ ভারতের যােগ জলপ্রপাতটি নদীর ওপর অবস্থিত।
Ans: সরাবতী
২.২.৪ শিলং ভারতের একটি— অঞ্চল।
Ans: বৃষ্টিচ্ছায়
২.২.৫ কাশ্মীর উপত্যকায় কারেওয়া মৃত্তিকা চাষের জন্য বিখ্যাত।
Ans: জাফরান
২.২.৬ হাওড়ার – -এ ভারতের প্রথম কাপড়ের কলটি স্থাপিত হয়।
Ans: ঘুষড়িতে
২.২.৭ নিকৃষ্ট শ্রেণির দানাশস্যকে একসঙ্গে বলে।
Ans: মিলেট
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও : (যে-কোনো ছয়টি)
২.৩.১ সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?
Ans: আর্গ
২.৩.২ ‘সার্ক’-কে জার্মানে কী বলে?
Ans: কার
২.৩.৩ নদীর কোন্ গতিতে জলপ্রপাত বেশি দেখা যায় ?
Ans: উচ্চগতিতে
২.৩.৪ ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কীর
Ans: ধূপগড়
২.৩.৫ প্রধানত কোন্ বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?
Ans: মৌসুমি
২.৩.৬ ভারতে কোন্ ঋতুতে পশ্চিমি ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায়?
Ans: শীত
২.৩.৭ ভারতে কোন্ বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়?
Ans: কোলকাতা
২.৩.৮ 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে নারী-পুরুষের অনুপাত কত?
Ans: ১০০০ঃ৯৪৭
এছাড়া দেখে নাওঃ
মাধ্যমিক ভূগোল মক টেস্ট (Madhyamik Geography Mock Test)
Class 10th Geography – মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর MCQ
মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর । দশম শ্রেণীর ভূগোল প্রশ্নোত্তর
Please pdf