১.১, শ্রীপান্থ’ কার ছদ্মনাম?—
(ক) বীন্দ্রনাথ ঠাকুর
(খ)মতি নন্দী
(গ) নিখিল সরকার
(ঘ) শৈলেন মান্না।
১.২ মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন’ কার দিকে?
(ক) কি-বাের্ডের দিকে
(খ) জানালার দিকে
(গ) পরদার দিকে
(ঘ) লেখকের দিকে।
১.৩. লেখক ছেলেবেলায় কী দিয়ে কলম তৈরি করতেন ?
(ক) কঞ্চি দিয়ে
(খ) পাঁকাটি দিয়ে
(গ) সরকাঠি দিয়ে
(ঘ) কাগজ পাকিয়ে।
১.৪. “আমরা তাতে ‘হােম-টাস্ক’করতাম”কীসে?
ক) তাল পাতায়
(খ) কলার পাতায়
(গ) খাতার পাতায়
(ঘ) স্লেটে।
১.৫. ‘হােম-টাস্ক’ দেখা হয়ে গেলে তা পুকুরে ফেলা হত কেন?
(ক) পাতা রাখলে পচে যাবে বলে
(খ) গরুতে খেলে অমঙ্গল হবে বলে
(গ) শিক্ষকমশায় ছিড়ে দিয়েছেন বলে
(ঘ) মজা করার জন্য ।
১.৬. লেখকদের আমলে দোয়াতকীসের ছিল?
(ক) প্লাস্টিকেন্দ্র
(খ) কাচের
(গ) চিনামাটির
(ঘ) মাটির ।
১.৭. নীলনদ কোন্ দেশে অবস্থিত?
(ক) ভারত
(খ) চিন
(গ) মিশর
(ঘ) পাকিস্তান।
১:৮, লেখক নীলনদের দেশের লােক হলে কী দিয়ে কলম বানাতেন?
(ক) নল-খাগড়া
(খ) ব্রোঞ্জ
(গ) রূপো
(ঘ) পাকাটি।
মাধ্যমিক বাংলা ”বহুরূপী” গল্প থেকে mcq প্রশ্ন ও উত্তর
১.৯. জুলিয়াস সিজার কাসকাকে কী দিয়ে আঘাত করেছিলেন ?
(ক) তরবারি
(খ)স্টাইলাস
(গ) ছুরি
(ঘ) লাঙ্গলের ফলা ।
১.১০, পালকের কলমের ইংরেজি নাম কী ?
(ক) ফাউন্টেন
(খ) কিউট
(গ) কুইল
(ঘ) ড্রাইভার।
১.১১. ‘কলমে কায়স্থ চিনি, গোঁফেতে?
(ক) বিড়াল
(খ) দারয়ান
(গ) পাঞ্জাবি
(ঘ) রাজপুত ।
১.১২. লেখক ছেলে বেলায় দারােগাবাবুর কোথায় কলম গোঁজা দেখেছিলেন?
(ক) পকেটে
(খ) বেল্টে
(গ) মােজায়
(ঘ) গেঞ্জিতে।
১.১৩. পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব কে ঘটিয়েছিল?
(ক) ডট-পেন
(খ) জেল-পেন
(গ) খাগের পেন
(ঘ) ফাউন্টেন পেন
১.১৪. ‘ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন কোথায়?
(ক) মেঝের ওপর
(খ) রাস্তার ওপর
(গ) কাঠের বাের্ডের ওপর
(ঘ) দেয়ালের ওপর।
১.১৫. ফাউন্টেন পেনের আবিষ্কারক কে?
(ক) লুইস অ্যাডসন ওয়াটারম্যান
(খ) উইলিয়াম জোন্স
(গ) জেমস্ লঙ
(ঘ) ডেভিড ফাউন্টেন।
১.১৬. লেখক কলম কেনার নেশা কার কাছ থেকে পেয়েছিলেন?
(ক) রবীন্দ্রনাথের
(খ) শরৎচন্দ্রের
(গ) নজরুলের
(ঘ) দাদাঠাকুরের।
১.১৭. লেখকের আমলে লেখা শুকোনাে হতো কী দিয়ে?
(ক) খবরের কাগজ
(খ) বালি
(গ) রােদ
(ঘ) মন্ত্র।
পথের দাবী- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | মাধ্যমিক বাংলা গল্প থেকে MCQ প্রশ্ন ও উত্তর
১.১৮.‘সােনার অঙ্গ, হিরের হৃদয়।’সে কলমের দাম কত হতে পারে?
(ক) হাজার ইউরাে
(খ) পাঁচ লক্ষ টাকা
(গ) এক কোটি টাকা
(ঘ) আড়াই হাজার পাউন্ড।
১.১৯বাংলা মুলুকেও রাজা জমিদাররা কাদের গুণী বলে কদর করতেন?
(ক) চিত্রকরদের
(খ) বিদূষককে
(গ) লিপিকুশলীদের
(ঘ) মন্ত্রণাদাতাদের।
১.২০‘কঙ্কাবতী’ গ্রন্থের লেখক
(ক) তারাশঙ্কর
(খ) ত্রৈলক্যনাথ
(গ) বিভূতিভূষণ
(ঘ) রাজশেখর।
প্রলয়ােল্লাস- মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উত্তর
অভিষেক- মাইকেল মধুসূদন দত্ত- মাধ্যমিক বাংলা কবিতা থেকে mcq প্রশ্ন ও উত্তর
অসুখী একজন- পাবলো নেরুদা | মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন ও উত্তর