মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য মাধ্যমিক বাংলা কবিতা ”অসুখী একজন” একজন থেকে কিছু গুরুত্বপূর্ণ বাংলা MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হল। আশাকরি এগুলি নিয়মিত প্র্যাকটিস করলে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় বাংলা পরীক্ষার ভীতি অনেকটাই কেটে যাবে।
অসুখী একজন- পাবলো নেরুদা | মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন ও উত্তরঃ
১.১. পাবলাে নেরুদা কোন্ দেশের কবি?—
(ক) তুরস্ক
(খ) চিলি
(গ) জার্মানি
(ঘ) ব্রাজিল।
১.২.‘আমি তাকে ছেড়ে দিলাম’-‘আমি’ কে?—
(ক) জনৈক কবি
(খ) জনৈক সৈনিক
(গ) জনৈক পথিক
(ঘ) জনৈক ফেরিওয়ালা।
১.৩. ‘অসুখী একজন’ কবিতায় অসুখী কে?
(ক) কবি স্বয়ং
(খ) সমস্ত সৈনিক
(গ) একটি মেয়ে
(ঘ) গান।
১.৪, “আমি চলে গেলাম’—কোথায়?—
(ক) যুদ্ধে
(খ) ধ্যানে
(গ) পাঠশালায়
(ঘ) রাস্তায়।
১.৫. ‘সে জানতাে না’ কী জানতাে না ?—
(ক) ফিরে আসব না
(খ) ফিরে আসব।
(গ) ভুলে যাব
(ঘ) ভেঙে পড়ব।
১.৬. বৃষ্টিতে কী ধুয়ে গেল?—
(ক) পােড়া সব ছাই
(খ) জুতাের দাগ
(গ) রক্তের দাগ
(ঘ) পায়ের দাগ ।
১.৭. রাস্তায় জন্মালাে—
(ক) গাছ
(খ) ঘাস
(গ) ফুল
(ঘ) সৈনিক।
১.৮ তারপর কী এল?–
(ক) শান্তি
(খ) যুদ্ধ
(গ) ঝড়
(ঘ) তরঙ্গ।
১.৯. ‘তারপর যুদ্ধ এল’-
(ক) ঘােড়ায় চড়ে
(খ) লাভার মতাে
(গ) বৃষ্টির মতাে
(ঘ) আগ্নেয় পাহাড়ের মতাে ।
১.১০. কারা খুন হল?—
(ক) শিশু আর বুড়িরা
(খ) বুড়াে আর বুড়িরা
(গ) সেই মেয়েটি
(ঘ) শিশু আর বুড়িরা ।
১.১১. দেবতারা কেমন?—
(ক) শান্তনীল
(খ) শান্তশুভ্র
(গ) শান্ত সাগর
(ঘ) শান্তহলুদ
১.১২. দেবতারা উল্টে পড়ল—
(ক) ঘর থেকে
(খ) বারান্দা থেকে
(গ) ছাদ থেকে
(ঘ) মন্দির থেকে ।
১.১৩. তারা কীসে ডুবে ছিল?—
(ক) আড্ডায়
(খ) জলে
(গ) ধ্যানে
(ঘ) সাগরে।
১.১৪ আমি ঘুমিয়ে ছিলাম—
(ক) ঝুলন্ত বাগানে
(খ) ঝুলন্ত বিছানায়
(গ) ঝুলন্ত দোলনায়
(ঘ) লেপের তলায়।
১.১৫ ঝুলন্ত বিছানাটি কোথায় ছিল?—
(ক) ঘরে
(খ) বাগানে
(গ) বারান্দায়
(ঘ) ছাদে।
১.১৬পাতাগুলি কেমন ছিল?—
(ক) করতলের মতাে
(খ) পাখার মতাে
(গ) গােলাকার
(ঘ) কুলাের মতাে।
১.১৭ কালাে দাগটা কীসের?—
(ক) পেনসিলের
(খ) পেনের
(গ) জমাট রক্তের
(ঘ) ছাইয়ের।
১.১৮ ‘অসুখী একজন’ কে?—
(ক) কবি স্বয়ং
(খ) সমস্ত সৈনিক
(গ) একটি মেয়ে
(ঘ) দেশ মাতৃকা।
মাধ্যমিক বাংলা ”বহুরূপী” গল্প থেকে mcq প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক বাংলা ছোট গল্প ‘জ্ঞানচক্ষু’ থেকে MCQ প্রশ্ন ও উত্তর
আয় আরো বেঁধে বেঁধে থাকি- শঙ্খ ঘোষ । মাধ্যমিক বাংলা বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q)