১.১. অভিষেক কবিতাটির রচয়িতা-
(ক) জীবনানন্দ দাশ
(খ) সুকান্ত ভট্টাচার্য
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) কাজী নজরুল ইসলাম।
১.২ অভিষেক কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ?
(ক) বীরাঙ্গনা কাব্য
(খ) বলাকা কাব্য
(গ) মেঘনাদবধ কাব্য
(ঘ) সােনারতরী।
১.৩, অভিষেক কবিতায় কার অভিষেকের কথা বলা হয়েছে?—
(ক) ইন্দ্রজিৎ,
(খ) বীরবাহু
(গ) কুম্ভকর্ণ
(ঘ) প্রমিলা।
১.৪. বীরেন্দ্রকেশরী’ কে?—
(ক) সিংহ
(খ) ইন্দ্রজিৎ
(গ) বীরবাহু
(ঘ) রাবণ।
১.৫. বীরেন্দ্রকেশরী’ কোন আসন ত্যাগ করেছেন?—
(ক) কুশের আসন
(খ) কনক-আসন
(গ) হীরক আসন
(ঘ) সিংহাসন।
১.৬. ধাইমার ছদ্মবেশী বার্তাবাহিকা কে ছিলেন?—
(ক) সুর্পনখা
(খ) লক্ষ্মী
(গ) সরস্বতী
(ঘ) নিকুম্ভিলা।
১.৭. বীরবাহু কার পুত্র?—
(ক) ইন্দ্রজিতের
(খ) কুম্ভকর্ণের
(গ) রাবণের
(ঘ) বিভীষণের।
১.৮. ‘যুঝিতে’ কথাটির অর্থ কী?—
(ক) যুদ্ধ করতে
(খ) বুঝে নিতে
(গ) দেখে নিতে
(ঘ) আত্মসমর্পণ করতে।
১.৯. “রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী’ কে?—
(ক) ইন্দিরা গান্ধী
(খ) দেবী লক্ষ্মী
(গ) দেবী দুর্গা
(ঘ) সরস্বতী দেবী।
১.১০.‘রক্ষঃ-চূড়ামণি’ কাকে বলা হয়েছে?—
(ক) রাবণ
(খ) কুম্ভকর্ণ
(গ) ইন্দ্রজিৎ
(ঘ) বীরবাহু।
১.১১. বামাদল’কথাটির অর্থ কী?—
(ক) নারীর দল
(খ) মানুষের দল
(গ) পদ্মফুল
(ঘ) গােরুর পাল।
১.১২.‘ঘুচাব ও অপবাদ’ – কোন অপবাদ?
(ক) সীতাহরণ
(খ) হনুমানের লঙ্কাকাণ্ড
(গ) বীরবাহুর মৃত্যু
(ঘ) রাবণের যুদ্ধযাত্রা।
১.১৩. প্রমীলা কে?—
(ক) রামের ভগ্নি
(খ) রাবণের কন্যা
(গ) বিভীষণের স্ত্রী
(ঘ) ইন্দ্রজিদের স্ত্রী।
১.১৪. হৈমবতী কে?—
(ক) সরস্বতী
(খ) ইন্দ্রাণী
(গ) দুর্গা
(খ) লক্ষ্মী
(গ) সরস্বতী
১.১৫. বৃহন্নলা কে?—
(ক) লক্ষ্মণ
(খ) অর্জুন
(গ) নর্তকী
(ঘ) বিভীষণের বােন।
১.১৬. ধনী কথাটির অর্থ কী?
(ক) ধনশালী
(খ) ভাগ্যবতী
(গ) রাবণ
(ঘ) ভগবতী।
১.১৭. ‘অভিষেক’ কবিতায় কাকে ধনী বলা হয়েছে?—
(ক) লক্ষ্মীকে
(খ) মন্দোদরীকে
(গ) বৃহন্নলাকে
(ঘ) প্রমীলাকে।
১.১৮. মাতঙ্গ কী ?—
(ক) হাতি
(খ) রথ
(গ) বাণ
(ঘ) ঘােড়া।
১.১৯. মৈনাক কে?
(ক) বলরামের পুত্র
(খ) হিমালয়ের পুত্র
(গ) মহাদেবের পুত্র
(ঘ) বীর যােদ্ধা।
১.২০. ‘শিঞ্জিনী’ কথাটির অর্থ কী?—
(ক) রথের দড়ি
(খ) জল সেচা
(গ) আচমন করা
(ঘ) নূপুর।
অসুখী একজন- পাবলো নেরুদা | মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন ও উত্তর
আয় আরো বেঁধে বেঁধে থাকি- শঙ্খ ঘোষ । মাধ্যমিক বাংলা বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q)
পথের দাবী- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | মাধ্যমিক বাংলা গল্প থেকে MCQ প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক বাংলা ”বহুরূপী” গল্প থেকে mcq প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক বাংলা ছোট গল্প ‘জ্ঞানচক্ষু’ থেকে MCQ প্রশ্ন ও উত্তর